এস,এম সিপার, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ১২:১১ এএম
পিরোজপুরে বিয়ের দাবিতে নারীর বাড়িতে ৭৫ বছর বয়সের বৃদ্ধের অনশন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিয়ের দাবিতে ৩৫ বছরের এক নারীর বাড়িতে অনশন করেছেন ৭৫ বছরের আবুল কাসেম মুন্সি নামে এক বৃদ্ধ। শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আবুল কাসেম মুন্সি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের মৃত আজাহার আলী মুন্সির ছেলে। তিনি জানান, স্ত্রী মারা যাওয়ার পর নতুন করে বিয়ের সিদ্ধান্ত নেন। প্রায় দুই মাস আগে পরিচয়ের সূত্রে মাহিনুর বেগম নামে ওই নারীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রস্তাব দেওয়ার পর মাহিনুর রাজি হন এবং বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রায় ৩৫-৪০ হাজার টাকা নেন।
বৃদ্ধের অভিযোগ, কিছুদিন ধরে মাহিনুর যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এবং ভুল ঠিকানা দেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর তিনি শনিবার মাহিনুরের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন। তার দাবি, মাহিনুর হয় তাকে টাকা ফেরত দেবেন নয়তো বিয়ে করবেন।
স্থানীয়রা জানান, মাহিনুর এর আগেও একাধিক পুরুষকে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করেছেন। তাদের দাবি, এ ধরনের প্রতারণার জন্য মাহিনুরকে আইনের আওতায় আনা উচিত।
অন্যদিকে, মাহিনুর বিষয়টি অস্বীকার করে মুঠোফোনে জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। বর্তমানে তিনি আত্মগোপনে আছেন।
ভোরের আকাশ//হ.র