ছবি: ভোরের আকাশ
বাগেরহাটের চিতলমারী উপজেলার ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমানে সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নবাগত সভাপতি মোঃ মমিনুল হক টুলু বিশ্বাস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শরিফুল হাসান অপু, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, সেক্রেটারি মোঃ জাহিদুজ্জামান নান্না, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফারুক বুলু, থানার প্রতিনিধি এসআই মোঃ শাহিন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন প্রদীপ কুমার ভৌমিক উপজেলা একাডেমিক সুপারভাইজার।
উল্লেখ্য, আগামী ২১, ২২ ও ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে উপজেলা পরিষদ চত্বর এবং এ কে ফয়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই খেলায় অংশ গ্রহণ করবেন চিতলমারী উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ও আনন্দঘন আয়োজন। দিনব্যাপী এই অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঝুমা রানী নাথ। যৌথভাবে সঞ্চালনা করেন শিক্ষক নাইম হাসান ও শিউলি আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেটিএফ টিচার্স ফোরাম কুলাউড়ার উপদেষ্টা সিরাজুল ইসলাম ও আবুল মনসুর, যিনি একইসঙ্গে সি বার্ড কেজি অ্যান্ড হাই স্কুলের প্রিন্সিপাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেটিএফ টিচার্স ফোরামের সভাপতি ও আনন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জনাব সুজিত দেব, সাধারণ সম্পাদক সৈয়দ বাবুল হোসাইন, এবং কেটিএফ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। এ ছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে শিক্ষার্থীরা পরিবেশন করে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা—গান, নৃত্য, নাটক, কবিতা আবৃত্তি ও বক্তৃতা। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষার্থীরা আবেগঘনভাবে তাদের প্রিয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষকদের সমাজে অবদান, শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক গঠনে শিক্ষকের ভূমিকা এবং একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা তুলে ধরেন।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। বছরের বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। পুরস্কার গ্রহণের সময় শিক্ষার্থীদের চোখেমুখে ছিল আনন্দের ঝিলিক।অনুষ্ঠানে অতিথি ও শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি বিশেষ পারফরম্যান্সে অংশ নেওয়া শিক্ষার্থীদেরও দেওয়া হয় উৎসাহমূলক পুরস্কার।দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনদের উপস্থিতিতে শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দময়।ভোরের আকাশ/এসএইচ
গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়ন বিএনপির মেয়াদউত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এসময় ওই ইউনিয়নের সভাপতি আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানানো হয়।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ঘাগোয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন, ঘাগোয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. শামসুল আলম, সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সাধারন সম্পাদক প্রভাষক কামরুল ইসলাম মিন্টু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুকুল ইসলাম নিয়াজি, সদর উপজেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক সোহেল রানা সহ অন্যরা।মানববন্ধনে বক্তারা বলেন, ঘাগোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। ওই দুই নেতা দলের নিয়মকানুন না মেনে ফ্যাসিষ্ট সংগঠনের নেতাকর্মীদের দলে সদস্য করছেন। অবিলম্বে মেয়াদউর্ত্তীন ঘাগোয়া ইউনিয়ন কমিটি বাতিলের দাবি জানান তারা।ভোরের আকাশ/জাআ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় “হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি শেখানো হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, “সুস্থ থাকতে হলে ভালোভাবে হাত ধোয়ার বিকল্প নেই। শিশুদের ক্ষেত্রে এটি আরও গুরুত্বপূর্ণ, কারণ মাটি ও খেলাধুলার মাধ্যমে নানা রোগজীবাণু শরীরে প্রবেশ করতে পারে।” অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো. রুস্তম আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু নাসের, সহকারী শিক্ষক তারেক হোসেনসহ শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।ভোরের আকাশ/এসএইচ
বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকারবে ব্যতিব্যস্ত করে রাখা হয়েছে। এর একটাই কারণ- যাতে নির্বাচনটা না হয়। কিন্তু এই নির্বাচনে বিএনপি কোন আপোষ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট ঈদগাঁ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ঢাকা শহরে যাওয়া যায়না, বিভিন্ন ইস্যুতে ঢাকাতে আন্দোলন আর আন্দোলন চলছে। এখন এই দুর্বল সরকারটা, মানে অন্তর্বর্তী সরকার; তার পেছনে কোন লোকও নাই। এই সরকারকে এত ব্যতিব্যস্ত করে রাখার কোন মানে আছে বলেন? সরকারকে বিভিন্ন ইস্যুতে ব্যতিব্যস্ত করে রাখার একটাই উদ্দেশ্যে যাতে নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা।তিনি বলেন, জনগণ নির্বাচন চায়, জনগণ ভোট দিতে চায় এবং তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। এই ভোটে আমরা কোন আপোষ করবো না। জনগণও কোন আপোষ করবে না। এজন্য ঐসব পিআর বাদ দিয়ে আসেন সঠিকভাবে নির্বাচনটা করে যেই জিতবে, মানুষ যাকে ভোট দিবে তারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে এবং তারা সরকার গঠন করবে। আর বাকি সবাইকে নিয়ে আমরা এই সমস্যাগুলোর সমাধান করবো।বিএনপির মহাসচিব বলেন, শিক্ষকরা আন্দোলন করতেছে, আমরা বলছি- শুধু শিক্ষক নয় আমরা গোটা শিক্ষা ব্যবস্থাটাকে জাতীয়করণ করবো। এই কাজগুলো আমরা করবো। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং আপনারা সমান অধিকার ভোগ করবেন।মির্জা ফখরুল বলেন, আমরা কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রতিষ্ঠা করবো। এখনই আলাপ করছিলাম- ভুট্টা নাকি ইন্ডিয়া থেকে নিয়ে আসতেছে বা বাহিরে থেকে আনতেছে। আমার কৃষকরা ভুট্টার দাম পাচ্ছে না আর সরকার ভুট্টা বাহিরে থেকে নিয়ে আসতেছে। এটা এই অন্তর্বর্তী সরকার ভুল করছে। এসবের আগে কৃষকদেরকে গুরুত্ব দিতে হবে, তাদের পণ্যের ন্যায্য মূল্য দিতে হবে। ঠিক একি ভাবে ধানে মূল্যও দিতে হবে।জেলা প্রশাসকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, এখন সারের খুব সংকট, ডিসিদেরকে বলতে হবে- আপনার বাড়ি ঐ কিশোরগঞ্জে, ঐদিকে শুধু পানি আর পানি; আমাদের এদিক তো পানি বেশি নাই। আমাদেরকে কৃষি কাজ করে খেতে হয়, আর পানি ডিপটিউবওয়ের বা শ্যালো মেশিন থেকে নিতে হয়।তিনি বলেন, সারটা আমরা ঠিকমত চাই। এই কথাগুলো তো আপনারা বলেন না, মুখ বন্ধ করে রাখলে কেউ আপনাকে দিবে? মুখ বন্ধ করে থাকলে কেউ কথা শুনবে না। যদি কথা না শুনে ডিসি অফিস ঘেরাও আমি বলতেছি আপনাদেরকে। কৃষকদের দাবিতে বা সারের দাবিতে ডিসি অফিস ঘেরাও করতে হবে। ঐ আমলাতন্ত্রগিরি এখানে বেশি করবেন না। আপনারা জনগণের কথা শুনবেন।মির্জা ফখরুল আরও বলেন, আমরা যদি ক্ষমতায় আসতে পারি, আমরা যদি আপনাদের ভোটে জয়ী হতে পারি তাহলে আমরা নিঃসন্দেহে আমরা যে প্রতিজ্ঞাগুলো করেছি ৩১ দফার, সেই ৩১ দফার পুরোপুরি পালন করবো। আমরা বলেছি প্রত্যেকটি মায়ের হাতে আমরা একটা করে ফ্যামিলি কার্ড করে দিবো, এই ফ্যামিলি কার্ড নিয়ে সে সবখানে যেতে পারবে- তার দাবি প্রতিষ্ঠা করতে পারবে। মেয়েদের লেখাপড়া আমরা গ্রাজুয়েশন পর্যন্ত ফ্রি করে দিবো। আমরা বেকার সমস্যার সমাধান করবো, এই কাজগুলো আমরা করবো এবং মানুষের কাছে যাবো।তিনি বলেন, আমরা ভোট একটাই বুঝি- আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো। সেটা এক ব্যক্তি- এক ভোট। আর পিআরটা হচ্ছে- ওটা কোন ব্যক্তিকে ভোট দিবো না, দলকে ভোট দিবো। সর্বনাশ কাকে ভোট দিচ্ছি আমি জানবো না! দলটাকে ভোট দিলে সেটার কি হবে সেটাও বলতে পারবো না ঠিকমত। তাহলে সেই ব্যবস্থায় আমি যাবো কেন?ফখরুল বলেন, যদি পিআরের জন্য সবাই একমত হয় তাহলে মানুষ চিন্তা করে দেখবে। ঐজন্য আমরা বলেছি যে- আগামী নির্বাচনটা হোক, পার্লামেন্টে সিদ্ধান্ত হবে- জনগণ ভোট দিয়ে ঠিক করবে কারা যাবে এবং পিআর হবে কি হবেনা। কারণ দেশটার মালিক তো জনগণ, সেই জনগণই সিদ্ধান্ত নেবে তারা পিআর করবে কি করবে না।তারজন্য আমরা বলেছি যে- পিআরের সিদ্ধান্তটি সঠিক নয়, আসুন আমরা সবাই মিলে নির্বাচনটা করি; যারাই জিতি সবাইকে নিয়ে একসাথে তখন আমরা এই আলোচনাগুলো করবো, তর্ক-বিতর্ক করবো কিন্তু মারামারি আর করতে চাইনা ভাই। আর প্রাণ দিতে হবেনা বাচ্চাদেরকে। এ অবস্থা আর তৈরি করবেন না।মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের নিয়মটা যখনই হাসিনা বন্ধ করো দিলো, কেন বন্ধ করলো- তত্ত্বাবধায়ক সরকার থাকলে তো জিততে পারবে না। ভালো কাজ করিনাই, জনগণ ভোট দিবে না। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার বাদ, দলীয় সরকারের অধিনে নির্বাচন হবে। এলা শেয়ালের কাছত যদি মুরগীডা দেন, ঐডা কি থাকিবে? এমন কাজ করছে যে- নির্বাচন ব্যবস্থাটাকে শেষ করে দিয়েছে। শুধু জাতীয় সংসদ ভোট না, স্থানীয় সরকার নির্বাচনেও একই কাজ করেছে।সবখানে হস্তক্ষেপ করেছে এবং সবখানে নিজের দলকে জিতাতে হবে। বন্ধুগণ সেই ব্যবস্তার অবসান হচ্ছে, আল্লাহ আমাদের এতদিন সাহায্য করেছেন, আবারও সাহায্য করবেন। আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। সেই সঠিক সিদ্ধান্তগুলোই আমাদেরকে নিতে হবে। আমরা গণতন্ত্রের জন্য আমরা প্রাণ দিয়েছি, ত্যাগ স্বীকার করেছি, সেই গণতন্ত্রকে আমরা যেন প্রতিষ্ঠা করতে পারি; এই আহ্বান আমি সকলের কাছে জানাবো।তিনি বলেন, আমাদেরতো টাকা চুরি করে বিদেশে পাঠানোর ইচ্ছা থাকবে না। আমরা সেটা করিনাই। কেউ বলতে পারবে না আমি কিংবা আমার পরিবারের কেউ টাকা নিয়েছি কোন কাজ করার জন্য।গণমাধ্যমের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, এই যে সাংবাদিকরা, কষ্ট করে রোদে দাঁড়িয়ে তাদের কাজ করছেন; তারপরও তাদের শান্তি এখন তারা যা পাঠাবে সেটাই প্রকাশ হবে। কিন্তু তখন কাট কাট আর কাট। অর্থাৎ কোনটা সংবাদ যাবে আর কোনটা সংবাদ যাবেনা ঐটা ঠিক করতো আওয়ামী লীগের লোকেরা। এইযে ব্যবস্থা এটাকে আমরা পরিবর্তন করবো অর্থাৎ সাংবাদিকদের যা খুশি ইচ্ছা হবে লিখবে সত্য কথা- বস্তুনিষ্ঠ কথা।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, প্রফেসর ইউনূস, বিশ্বিবিখ্যাত ব্যক্তি; তিনি বলেছেন- ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। আমরা চাই সেই নির্বাচনটা হোক, সেই নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার একটা পথ খুঁজে পাবো।তিনি বলেন, আজকে যে সুযোগটা আল্লাহ আমাদেরকে দিয়েছে, একটা মুক্ত বাতাস, একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার। নিজের ভোট নিজে দেওয়ার এবং আপনার পার্লামেন্ট আপনি সিদ্ধান্ত নিবেন; আপনার সরকার আপনি গঠন করবেন। এই সুযোগটা এখন আমরা পেয়েছি।মির্জা ফখরুল বলেন, আমার এখন ৭৮ বছর বয়স, আপনাদের সামনে আবার আসছি। গত ১৫ বছরে আপনাদের সামনে আসার সুযোগ তারা দেয়নি, আপনাদের সেবা করার সুযোগ তারা দেয়নি। আমরা আসছি- এবার আপনাদের কাছে আল্লাহর অশেষ রহমতে সেই সুযোগটুকু আপনাদের কাছে চাই। আমরা পরিক্ষিত দল, সরকারে ছিলাম, আল্লাহ যদি সুযোগ করে দেয় তাহলে আবার সরকারে যাবো এবং জনগণের জন্য কাজ করবো।এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।ভোরের আকাশ/জাআ