কামরুল হাসান রুবেল, সাভার (ঢাকা ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫ ১১:১০ পিএম
সাভারে ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে ৪ জন গ্রেপ্তার
ঢাকার সাভারের আশুলিয়ায় ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে চারজন কুখ্যাত ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে সাভার মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।
গ্রেপ্তারকৃতরা হলেন—পটুয়াখালী জেলার মো. আল-আমিন মৃধা (৪০), ফরিদপুরের মো. মামুন বেপারী (৩০), মাদারীপুরের মো. সেন্টু হাওলাদার (৩৫) এবং নারায়ণগঞ্জের মো. তপু (৩০)।
এসময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার (চাকু), দুটি র্যাব লেখা কটি, একটি ওয়াকিটকি, একটি লেজার লাইট ও একটি নতুন গামছা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা মাইক্রোবাস ও হাইচ ব্যবহার করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভুয়া র্যাব পরিচয়ে চুরি, ডাকাতি ও ছিনতাই করে আসছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, “গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ভুয়া র্যাব পরিচয়ে অপকর্ম চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং রোববার ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হবে।”
ভোরের আকাশ//হ.র