নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫ ০৯:১২ পিএম
ছবি- ভোরের আকাশ
৫ আগস্ট ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি, কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল বিজয় র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে কয়েক হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পরে মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
এছাড়া আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সদস্য এডভোকেট রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা বিএনপি নেতা খালিদ সাইফুল্লাহ আমীন বাবু, ইসমাইল হোসেন হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থান ছিল স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ লড়াইয়ের গৌরবোজ্জ্বল দিন। গণতন্ত্র পুনরুদ্ধারে এই আত্মত্যাগের চেতনাকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
ভোরের আকাশ/জাআ