রাজন হোসেন তৌফিকুল, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৫ ১১:০৭ এএম
সেনাবাহিনী-পুলিশ পাহারায় মৌলভীবাজারে ঈদুল আযহার জামাত
সেনাবাহিনী ও পুলিশ পাহারায় মৌলভীবাজারে সৌদি আরবের সাথে মিল রেখে শহরের সার্কিট হাউস এলাকায় পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় জামাত। জামাতে ইমামতি করেন মাওলানা আব্দুল মাওফিক চৌধুরী।
ঈদের নামাজে বিভিন্ন এলাকা থেকে আসা নারী ও পুরুষ সহ শতাধিক মুসল্লিরা এত অংশ নেন।
নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়। পরে স্থায়ীয়রা পশু কোরবানীতে অংশ নেন।
ভোরের আকাশ/জাআ