বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৫ ০২:৩৬ এএম
সেনা অভিযানে বগুড়ায় বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার, নারীসহ আটক ৯
বগুড়া শহরের চকসূত্রাপুর হরিজন কলোনিতে সেনাবাহিনীর পরিচালিত মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে এক নারীসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২৮ মে) রাত ২টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত চলা এ অভিযানে প্রায় ২ কিলোমিটার জুড়ে শতাধিক বাড়িতে তল্লাশি চালায় সেনাসদস্যরা। অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও অস্ত্রের মধ্যে রয়েছে—
আটক ব্যক্তিরা হলেন—শামসুল হক চঞ্চল, মুকুল ইসলাম, আল আমিন, নূর মোহাম্মদ মন্টি, হালিম ইসলাম, সালাম, মিরাজুল শেখ, মো. অপু ও মোসা. হেনা।
সেনা সূত্রে জানা গেছে, বগুড়া সদর ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফ এবং লেফটেন্যান্ট আল ফাহাদ সানির নেতৃত্বে অভিযানটি কয়েক ধাপে পরিচালিত হয়। অভিযানে প্রায় প্রতিটি বাড়ি থেকেই কোনো না কোনো মাদকদ্রব্য পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অনেক মাদক ব্যবসায়ী বাড়ি ফেলে পালিয়ে যান। তারা বাড়িগুলোর দরজায় তালা ঝুলিয়ে দেন। পরে সেনাসদস্যরা তালা ভেঙে মাদক উদ্ধার করেন।
উদ্ধার করা মাদক ও আটক ব্যক্তিদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, “আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।”
অভিযান নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। তারা বলছেন, চকসূত্রাপুর ছিল বগুড়া শহরের মাদকের অন্যতম বড় সরবরাহ কেন্দ্র। হাড্ডিপট্টি এলাকার বাসিন্দা জুম্মান শেখ বলেন, “এর আগে কেউ ওই এলাকায় অভিযান চালাতে সাহস করেনি। সেনাবাহিনীর এই উদ্যোগে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। যদি এ রকম অভিযান চলতে থাকে, তাহলে শহর মাদকমুক্ত হতে সময় লাগবে না।”
ভোরের আকাশ//হ.র