× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাহিদার দ্বিগুণ পশু প্রস্তুত

লাভের আশায় নিয়ামতপুরের খামারিরা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ২৭ মে ২০২৫ ০৯:০৭ পিএম

নিয়ামতপুরের  হাটে কোরবানির পশু বেচাকেনার প্রস্তুতি

নিয়ামতপুরের হাটে কোরবানির পশু বেচাকেনার প্রস্তুতি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় কোরবানির পশু প্রস্তুতের কাজ শেষ করেছেন স্থানীয় খামারিরা। তারা আশাবাদী, ভারত থেকে পশু আমদানি বন্ধ থাকলে এ বছর দেশীয় গরুর ভালো চাহিদা থাকবে এবং ন্যায্য দামে গরু বিক্রি করে তারা লাভবান হতে পারবেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে নিয়ামতপুরে মোট ৫৬ হাজার ৬শ ২০টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত হয়েছে। এর মধ্যে উপজেলার চাহিদা ২৭ হাজার ২২৪টি পশু, ফলে উদ্বৃত্ত রয়েছে প্রায় ২৯ হাজার ৩৭৬টি পশু। এই উদ্বৃত্ত পশু গুলো স্থানীয় হাট ছাড়াও দেশের বিভিন্ন জেলায় সরবরাহের পরিকল্পনা রয়েছে।

উপজেলায় রয়েছে ৩৮ হাজার ১১০টি ছাগল, ৪ হাজার ৭৮৪টি ভেড়া, ৪ হাজার ৪৬৫টি গাভী, ৬ হাজার ১১৫টি ষাঁড় ও ১১৬টি মহিষ।

উপজেলার চারটি নিয়মিত গরুর হাট ইতোমধ্যে সক্রিয় হয়েছে, ছাতড়া হাট, বরেন্দ্র মাদ্রাসা হাট, বটতলী হাট এবং সাংসইল হাট। এছাড়াও সোনাইচণ্ডী ও চো বাড়িয়া হাটসহ আরও কয়েকটি বৃহৎ হাটে গরু বেচাকেনার প্রস্তুতি চলছে। কিছু খামারি গরু নিয়ে রাজশাহী সিটি হাটেও যাওয়ার পরিকল্পনা করছেন।

স্থানীয়ভাবে সরকারি নিবন্ধনপ্রাপ্ত ৩৭ জন খামারি তাদের খামারে প্রস্তুত গরু হাটে তুলতে প্রস্তুত। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, রমজান আলী ১০টি, ফিরোজ কোভিদ ১০টি, শহীদুর রহমান ১০টি, আব্দুল্লাহ (ছাতনা) ৭টি, কামাল (বদলপুর) ৭টি, মান্নান (দরগাপাড়া) ৯টি, জাহিদুল (চওড়া কসবা) ১২টি, আলাউদ্দিন (সমাজপুর) ১২টি, তাইজুল (বৃষ্টিপানি স্যারগ্রাম) ১২টি, শহিদুল (বাসুদেবপুর) ২৫টি, লুৎফর রহমান (পানিসাইল) ২৫টি।

শ্রীমন্তপুর গ্রামের আরও অনেক খামারিও উল্লেখযোগ্য সংখ্যক গরু প্রস্তুত করেছেন।

খামারিরা জানান, তারা সারা বছর কষ্ট করে গরু লালন-পালন করেন। কিন্তু ভারতীয় গরু আমদানি হলে দেশীয় গরুর দাম পড়ে যায়। তাই তারা আশা করছেন, এবার ভারতীয় গরু না এলে এবং বাজার চাহিদা ঠিক থাকলে ভালো লাভ করা সম্ভব হবে।

স্থানীয় খামারি শহীদুর রহমান বলেন,আমরা প্রায় এক বছর ধরে গরু লালন করি, হাজার হাজার টাকা খরচ করি। যদি ভালো দাম না পাই, তাহলে সেই খরচ তুলতেই কষ্ট হবে। তবে ভালো দাম পেলে খামার বড় করার সাহস পাব।

নিয়ামতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ জানান,খামারিদের নিয়মিত পরামর্শ, চিকিৎসা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ঈদকে কেন্দ্র করে বাজার ব্যবস্থাপনায়ও আমরা সক্রিয়ভাবে কাজ করছি।

খামারিরা আরও বলেন, গোখাদ্যের দাম, লেবার খরচ এবং ওষুধের মূল্যবৃদ্ধির কারণে তারা চাপে আছেন। তবে ভালো দাম পেলে তারা শুধু ঋণমুক্ত হবেন না, বরং নতুন খামার স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

ভোরের আকাশ/আজাসা

  • শেয়ার করুন-
 গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী

গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী

 নিহত নয়, বেঁচে আছেন খামেনির উপদেষ্টা শামখানি

নিহত নয়, বেঁচে আছেন খামেনির উপদেষ্টা শামখানি

 আশুরায় ২দিন রোজার গুরুত্ব—ঐতিহ্য ও সুন্নতের অনুসরণ

আশুরায় ২দিন রোজার গুরুত্ব—ঐতিহ্য ও সুন্নতের অনুসরণ

 আপনার মোবাইল থেকে গোপনে ছবি চুরি করছে যে অ্যাপ

আপনার মোবাইল থেকে গোপনে ছবি চুরি করছে যে অ্যাপ

 লিভারে অতিরিক্ত চর্বি জমছে না তো? লক্ষণগুলো জেনে নিন

লিভারে অতিরিক্ত চর্বি জমছে না তো? লক্ষণগুলো জেনে নিন

সংশ্লিষ্ট

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড