ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৫ ০৭:৪২ পিএম
পলিটেকনিকে ভর্তিতে পরীক্ষা চালুর চিন্তা
কারিগরি শিক্ষায় মানোন্নয়নের লক্ষ্যে দেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য ভর্তি পরীক্ষার ব্যবস্থা চালুর চিন্তা-ভাবনা চলছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই এ ব্যবস্থা কার্যকর হতে পারে। গতকাল সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আমরা শিক্ষার গুণগত মান বাড়াতে চাই। তাই শিক্ষার্থীদের যোগ্যতা-যাচাই করে তাদের ভর্তি নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে প্রকৃত আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীরা কারিগরি শিক্ষায় যুক্ত হবে। কারণ, কারিগরি শিক্ষা হচ্ছে একটি জাতির টেকসই উন্নয়নের ভিত্তি। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হলে আমাদের অবশ্যই শিক্ষার মান নিশ্চিত করতে হবে। বর্তমান যুগের শিল্পকারখানা ও প্রযুক্তি খাতে দক্ষতার প্রয়োজন দিন দিন বাড়ছে। সে কারণে কারিগরি শিক্ষার্থীদের যোগ্যতারভিত্তিতে বাছাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সচিব বলেন, বর্তমানে এসএসসি পাস করলেই সরাসরি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। তবে এ ব্যবস্থায় অনেক সময় অপ্রস্তুত বা আগ্রহহীন শিক্ষার্থীরা ভর্তি হয়। যার প্রভাব পড়ে কোর্সের ফলাফল ও শিক্ষার মানে। ভর্তি পরীক্ষার মাধ্যমে শুধু প্রস্তুত ও দক্ষ শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার ফলে শিক্ষা কার্যক্রম আরও ফলপ্রসূ হবে।
ভর্তি পরীক্ষার মানদণ্ড কী হবে- জানতে চাইলে কবিরুল ইসলাম বলেন, আমরা বুয়েটের মাধ্যমে ১০০ নম্বরের একটি ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য চিন্তা-ভাবনা করছি। যেখানে ৭০ নম্বর হবে লিখিত এবং ৩০ নম্বর হবে এমসিকিউ। আমরা চাই, যেসব শিক্ষার্থী কারিগরি শিক্ষায় ভর্তি হচ্ছে তারা যেন সত্যিকারের আগ্রহী ও প্রস্তুত থাকে। এজন্যই ভর্তি পরীক্ষার মতো একটি মানসম্মত প্রক্রিয়া চালুর চিন্তা করছি।
এতে করে মানহীনতা কমবে, কোর্সের ফলাফল ভালো হবে এবং শিল্পক্ষেত্রে বাস্তবসম্মত দক্ষতা নিয়ে শিক্ষার্থীরা বের হয়ে আসবে বলেও মন্তব্য করেন তিনি।
ভোরের আকাশ/এসএইচ