প্রভার ফেসবুক স্ট্যাটাস নিয়ে সমালোচনার ঝড়
র্যাবের এএসপি পলাশ সাহার মৃত্যুর ঘটনায় তার পরিবারে চলছে একে অপরকে দোষারোপের পালা। স্বামী হারানোর শোক আর তীব্র মানসিক যন্ত্রণার মধ্যেও মুখ খুলেছেন পলাশের স্ত্রী সুস্মিতা সাহা। তার বক্তব্যে উঠে এসেছে, সংসার জীবনে তিনি কীভাবে অবহেলা, দমন এবং মানসিক চাপে ছিলেন। এই ঘটনার প্রতিক্রিয়ায় এবার সরব হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ‘সাদিয়া জাহান প্রভা’।
সম্প্রতি নিজের ফেসবুকে এক বিস্ফোরক স্ট্যাটাস দিয়ে তিনি লেখেন, ‘হানিমুনেও নাকি মাকে নিয়ে যাইতে হয়! বাইরে গেলে নাকি মার হাত ধরে ঘুরতে হয়! বউয়ের রান্না ভালো হয়েছে এই প্রশংসা শুনলে আবার তরকারির পাতিলও ফালায় দেয়!’ প্রভার এই পোস্ট দেখে নেটিজেনরা বুঝে নিতে সময় নেননি যে তিনি পরোক্ষভাবে আঙুল তুলেছেন এএসপি পলাশ সাহার মায়ের দিকেই, যার নাম আরতি সাহা।
পলাশ সাহার মৃত্যুর পর তার স্ত্রী সুস্মিতা সাহা দাবি করেছেন, ‘ওর মা আমাকে সংসার করতে দেয়নি। আমার রান্না ওর খুব ভালো লাগত, তাই শাশুড়ি রান্না বন্ধ করে দিলো। উনি চেয়েছিলেন ছেলে বিয়ে করুক, সন্তান হোক, বউ সন্তান নিয়ে থাকুক আর তিনি ছেলেকে নিয়ে থাকবেন।’
সুস্মিতা আরও বলেন, ‘আমি বলতাম বউকে কি শুধু রাতে ভালোবাসার জন্য বিয়ে করে? বউয়ের শখ-আহ্লাদ কিছুই থাকবে না?’
নেটিজেনদের অনেকে প্রভার পোস্টে সমর্থন জানিয়ে লিখেছেন, ‘বউ মানেই তো শুধু রাতের মানুষ না, এই কথা আরও আগে বলা দরকার ছিল।’
আবার কেউ লিখেছেন, ‘ছেলে বড় হলেও কিছু মা ছেলেকে ছোটই রাখেন, যার ফল এমন মর্মান্তিক হয়।’
তবে কেউ কেউ আবার পলাশ সাহার মায়ের পক্ষেও কথা বলেছেন, বলছেন পুরো ঘটনা না জেনে মন্তব্য করা উচিত নয়।পলাশ সাহার মৃত্যু আপাতত আত্মহত্যা হিসেবে চিহ্নিত হলেও, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মৃত্যুর পেছনে পারিবারিক টানাপোড়েন ও মানসিক চাপে ভেঙে পড়ার অভিযোগ ঘুরে বেড়াচ্ছে।
তদন্ত চলছে, তবে সমাজে এই ঘটনা আবারও তুলে ধরেছে এক নতুন বিতর্ক-সংসারে শাশুড়ির ভূমিকা এবং এক পুরুষের দায়িত্ববোধ।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার দেখানোর পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।রোববার (১৮ মে) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ভাটারা থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।ইমিগ্রেশন সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক যাওয়ার কথা ছিল নুসরাত ফারিয়ার। কিন্তু ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়া হয়। কারণ, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটার এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে তিনিসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।ভাটারা থানা থেকে ডিবি কার্যালয় নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে। ভাটারা থানায় দায়ের করা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।জানা গেছে, তার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে।এর আগে, নুসরাত ফারিয়াকে আটকের বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার মামলা রয়েছে ভাটারা থানায়। যেহেতু মামলা রয়েছে সেজন্য ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে। এরপর ভাটারা থানা তাকে হস্তান্তর করা হয়।ফারিয়া আটক নাকি গ্রেপ্তার দেখানো হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, মামলা যেহেতু আছে, তবে সেই মামলায় তার সংশ্লিষ্টতা কতটুকু আছে সেটি পর্যালোচনা করার পর গ্রেপ্তারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত আটক।এর আগে গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও একই দিন রাত ১২টার দিকে অভিনেত্রী সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর পরদিন ৭ ফেব্রুয়ারি বিকেলে তাদের ছেড়ে দেওয়া হয়। ভোরের আকাশ/এসআই
র্যাবের এএসপি পলাশ সাহার মৃত্যুর ঘটনায় তার পরিবারে চলছে একে অপরকে দোষারোপের পালা। স্বামী হারানোর শোক আর তীব্র মানসিক যন্ত্রণার মধ্যেও মুখ খুলেছেন পলাশের স্ত্রী সুস্মিতা সাহা। তার বক্তব্যে উঠে এসেছে, সংসার জীবনে তিনি কীভাবে অবহেলা, দমন এবং মানসিক চাপে ছিলেন। এই ঘটনার প্রতিক্রিয়ায় এবার সরব হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ‘সাদিয়া জাহান প্রভা’।সম্প্রতি নিজের ফেসবুকে এক বিস্ফোরক স্ট্যাটাস দিয়ে তিনি লেখেন, ‘হানিমুনেও নাকি মাকে নিয়ে যাইতে হয়! বাইরে গেলে নাকি মার হাত ধরে ঘুরতে হয়! বউয়ের রান্না ভালো হয়েছে এই প্রশংসা শুনলে আবার তরকারির পাতিলও ফালায় দেয়!’ প্রভার এই পোস্ট দেখে নেটিজেনরা বুঝে নিতে সময় নেননি যে তিনি পরোক্ষভাবে আঙুল তুলেছেন এএসপি পলাশ সাহার মায়ের দিকেই, যার নাম আরতি সাহা।পলাশ সাহার মৃত্যুর পর তার স্ত্রী সুস্মিতা সাহা দাবি করেছেন, ‘ওর মা আমাকে সংসার করতে দেয়নি। আমার রান্না ওর খুব ভালো লাগত, তাই শাশুড়ি রান্না বন্ধ করে দিলো। উনি চেয়েছিলেন ছেলে বিয়ে করুক, সন্তান হোক, বউ সন্তান নিয়ে থাকুক আর তিনি ছেলেকে নিয়ে থাকবেন।’সুস্মিতা আরও বলেন, ‘আমি বলতাম বউকে কি শুধু রাতে ভালোবাসার জন্য বিয়ে করে? বউয়ের শখ-আহ্লাদ কিছুই থাকবে না?’নেটিজেনদের অনেকে প্রভার পোস্টে সমর্থন জানিয়ে লিখেছেন, ‘বউ মানেই তো শুধু রাতের মানুষ না, এই কথা আরও আগে বলা দরকার ছিল।’আবার কেউ লিখেছেন, ‘ছেলে বড় হলেও কিছু মা ছেলেকে ছোটই রাখেন, যার ফল এমন মর্মান্তিক হয়।’তবে কেউ কেউ আবার পলাশ সাহার মায়ের পক্ষেও কথা বলেছেন, বলছেন পুরো ঘটনা না জেনে মন্তব্য করা উচিত নয়।পলাশ সাহার মৃত্যু আপাতত আত্মহত্যা হিসেবে চিহ্নিত হলেও, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মৃত্যুর পেছনে পারিবারিক টানাপোড়েন ও মানসিক চাপে ভেঙে পড়ার অভিযোগ ঘুরে বেড়াচ্ছে।তদন্ত চলছে, তবে সমাজে এই ঘটনা আবারও তুলে ধরেছে এক নতুন বিতর্ক-সংসারে শাশুড়ির ভূমিকা এবং এক পুরুষের দায়িত্ববোধ।ভোরের আকাশ/এসএইচ
হলিউড অভিনেতা ও নির্মাতা টম ক্রুজ বলিউডে ছবি বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন। শুধু তাই নয় ভারতীয় ভক্তদের উদ্দেশে অভিনেতা হিন্দিতে কথা বলে ভালোবাসা প্রকাশ করেছেন।সম্প্রতি অবনীত কৌরের সঙ্গে তার নতুন ছবির প্রচারমূলক ভিডিওতে ভারতের প্রশংসায় পঞ্চমুখ হন অভিনেতা। টম বলেন, ‘ভারতকে আমি ভীষণ ভালোবাসি। এই দেশের মানুষ, দেশের সংস্কৃতি সবকিছু আমার খুব পছন্দের।’২০১১ সালে ভারতে ‘মিশন ইম্পসিবল- ঘোস্ট প্রোটোকল’ ছবির প্রচারে ভারতে এসেছিলেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। স্মৃতির পাতায় ডুব দিয়ে অভিনেতা ভাগ করে নিয়েছেন সেই সময়ের কিছু কথা। তিনি বলেন, ‘এদেশে কাটানো প্রতিটা মুহূর্ত আমার সবসময় মনে পরে। ভারতের মাটিতে পা রাখা থেকে তাজমহলে যাওয়া এবং মুম্বাইয়ে কাটানো প্রতিটা মুহূর্ত আমার স্মৃতির পাতায় আজও উজ্জ্বল।’ আর তার ঠিক পরেই বলিউডে ছবি পরিচালনার ইচ্ছেপ্রকাশ করেন অভিনেতা। শুধু তাই নয়, ‘মশালা’ বলিউড সিনেমাতেও অভিনয়ের ইচ্ছেপ্রকাশ করেন টম ক্রুজ।’বলিউড বন্দনা করে টম বলেন, ‘হিন্দি ছবির চিত্রানট্য, গল্পের বিষয়বস্তু যেমন আমার পছন্দ, তেমনই বাণিজ্যিক ধারার হিন্দি সিনেমায় যে নাচগান হয়, সেটাও দারুণ লাগে।’ আর সেই ভালোলাগাকেই এবার বাস্তবায়ন করতে চাইছেন টম ক্রুজ। হলিউড তারকার এমন ঘোষণার পরই প্রশ্ন উঠেছে, ‘তাহলে কি এবার মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির খান-কাপুরদের একচেটিয়া সাম্রাজ্যে ভাগ বসাতে চাইছেন টম?’ উল্লেখ্য, শনিবার ভারতে মুক্তি পেল টম ক্রুজের নতুন ছবি ‘মিশন ইম্পসিবল- দ্য ফাইনাল রেকনিং’। ক্রিস্টোফার ম্যাককোয়ারির পরিচালনায় এটি ‘মিশন ইম্পসিবল’ সিরিজের আট নম্বর ফ্র্যাঞ্চাইজি।ভোরের আকাশ/আজাসা
বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টসের (বাইফা) চতুর্থ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয় জমজমাট আসারের মধ্যদিয়ে। শুক্রবার (১৬ মে) এই আয়োজন বসেছিল রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে।২০২৪-এর ঈদুল ফিতর থেকে ২০২৫-এর ঈদুল ফিতর পর্যন্ত দেশের সিনেমা, নাটক, ওটিটি কনটেন্ট, গান, নাচ ও কনটেন্ট ক্রিয়েশনের ওপর বাইফা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। নিজস্ব ওয়েব সাইটে যথাযথ দর্শক ভোট ও বিজ্ঞ জুরি বোর্ডের রায়ে পপুলার ও জুরি অ্যাওয়ার্ড প্রদান করা হয় দেশ সেরা শিল্পী, নির্মাতা, কলাকুশলীদের। দেশের জনপ্রিয় তারকারাদের উপস্থিতিতে বাইফার রেড কার্পেট ও মঞ্চ আলোকিত হয়। গত বছর তৃতীয় সিজন থেকে বাইফা আজীবন সম্মাননা প্রদাণ শুরু করে। উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লাকে প্রথমবার সেই সম্মাননা প্রদাণ করা হয়। তারই ধারাবাহিকতায় এবার আজীবন সম্মাননা পেয়েছেন দেশের নৃত্য জগতের শ্রেষ্ঠ দুই তারকা শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ। তাদেরকে স্পেশ্যাল ড্যান্স ট্রিবিউট করেন আইকনিক মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। তিনি নাচতে নাচতে মঞ্চ থেকে নেমে নীপাকে স্টেজে নিয়ে যান। আর শিবলী মোহাম্মদ দেশের বাইরে থাকায় সশরিরে অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। তবে পুরস্কারপ্রাপ্তির খবরে উচ্ছ্বাস প্রকাশ করে ভিডিও বার্তা পাঠিয়েছেন। পপুলার ও জুরি মিলিয়ে এ বছর মোট ৪৫ টি ক্যাটাগরীতে পুরস্কৃত করা হয়েছে। এক নজরে দেখে নিন পুরস্কার পেয়েছেন কারা-পপুলার কাটাগরিসেরা চলচ্চিত্র-তুফানসেরা পরিচালক (চলচ্চিত্র)-রায়হান রাফী (তুফান) ও শিহাব শাহীন (দাগি)সেরা অভিনেতা (চলচ্চিত্র)-আফরান নিশো (দাগি)সেরা অভিনেত্রী (চলচ্চিত্র)-মেহজাবীন চৌধুরী (প্রিয় মালতী)ব্রেকথ্রু পারফরমেন্স অভিনেতা (চলচ্চিত্র)-চঞ্চল চৌধুরী (তুফান) ও শহীদুজ্জামান সেলিম (দাগি)ব্রেকথ্রু পারফরমেন্স অভিনেত্রী (চলচ্চিত্র)-প্রার্থণা ফারদিন দীঘি (৩৬ ২৪ ৩৬)সেরা ওটিটি কনটেন্ট-কাছের মানুষ দূরে থুইয়াসেরা পরিচালক (ওটিটি)-ভিকি জাহেদ (নীলসুখ)সেরা অভিনেতা (ওটিটি)-প্রীতম হাসান (কাছের মানুষ দূরে থুইয়া)সেরা অভিনেত্রী (ওটিটি)-তানজিন তিশা (ঘুমপরী)ব্রেকথ্রু পারফরমেন্স অভিনেতা (ওটিটি)-শাহরিয়ার নাজিম জয় (জিম্মি)ব্রেকথ্রু পারফরমেন্স অভিনেত্রী (ওটিটি)-পূজা চেরী (ব্ল্যাক মানি)সেরা নাটক-বাস ট্রিপসেরা পরিচালক (নাটক)-মহিদুল মহিম (বাস ট্রিপ) সেরা অভিনেতা (নাটক)-ফারহান আহমেদ জোভান (বাস ট্রিপ)সেরা অভিনেত্রী (নাটক)-তানজিকা আমিন (হাবুর স্কলারশীপ) ও সাফা কবির (সুপার ওয়াইফ)ব্রেকথ্রু পারফরমেন্স অভিনেতা (নাটক)-তারিক আনাম খান (একান্নবর্তী)ব্রেকথ্রু পারফরমেন্স অভিনেত্রী (নাটক)-কেয়া পায়েল (বাস ট্রিপ)সেরা গায়ক (ফিল্ম সং)-ইমরান (কন্যা, ফিল্ম: জ্বীন ৩)সেরা গায়িকা (ফিল্ম সং)-দিলশাদ নাহার কনা (দুষ্টু কোকিল, ফিল্ম: তুফান)সেরা গায়ক (নন ফিল্ম সং)-তাহসান খান (রঙে রঙে)সেরা গায়িকা (নন ফিল্ম সং)-বাঁধন সরকার পূজা (এক জনমে হাজার মরণ)সেরা নতুন অভিনেতা-ফররুখ আহমেদ রেহান (আরারাত)সেরা নতুন অভিনেত্রী-মালাইকা চৌধুরী (সন্ধিক্ষণ)জুরি পুরস্কারসেরা চলচ্চিত্র-নকশি কাথার জমিনসেরা চলচ্চিত্র পরিচালক-গীয়াসউদ্দিন সেলিম (কাজলরেখা)সেরা চলচ্চিত্র অভিনেতা-সিয়াম আহমেদ (জংলি)সেরা চলচ্চিত্র অভিনেত্রী-রাফিয়াত রশিদ মিথিলা (জলে জ্বলে তারা)ব্রেকথ্রু পারফরমেন্স অভিনেতা (চলচ্চিত্র)-আজাদ আবুল কালাম (জলে জ্বলে তারা)ব্রেকথ্রু পারফরমেন্স অভিনেত্রী (চলচ্চিত্র)-মাসুমা রহমান নাবিলা (তুফান)সেরা ওটিটি কনটেন্ট- রঙিলা কিতাবসেরা পরিচালক (ওটিটি)-অনম বিশ্বাস (রঙিলা কিতাব)সেরা অভিনেতা (ওটিটি)-চঞ্চল চৌধুরী (লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী)সেরা অভিনেত্রী (ওটিটি)-পরীমণি (রঙিলা কিতাব)ব্রেকথ্রু পারফরমেন্স অভিনেতা (ওটিটি) - মামনুন হাসান ইমন (মায়া)ব্রেকথ্রু পারফরমেন্স অভিনেত্রী (ওটিটি)- রুনা খান (অসময়)সেরা নাটক - শেষ কিছুদিনসেরা পরিচালক (নাটক)-প্রবীর রয় চৌধুরীসেরা অভিনেত্রী (নাটক)-সাবিলা নূর (মাকড়সা)ব্রেকথ্রু পারফরমেন্স অভিনেতা (নাটক)-শ্যামল মাওলা (মাকড়সা)ব্রেকথ্রু পারফরমেন্স অভিনেত্রী (নাটক)-সাদিয়া আয়মান (তখন যখন)সেরা গায়ক-মাহতিম শাকিব (গান: বেঁচে যাওয়া ভালোবাসা, ফিল্ম: দেয়ালের দেশ) সেরা গায়িকা-সিঁথি সাহা (গান: প্রেমেরই জখম, ফিল্ম: ঘুমপরী)সেরা সিনেম্যাটোগ্রাফার-সাহিল রনি (ফিল্ম: দেয়ালের দেশ)স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ডস্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড (অভিনেত্রী)-নীলাঞ্জনা নীলা (ফিল্ম: শ্যামাকাব্য)স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড (গায়ক)-পুলক অধিকারী (গান: ডুবেছি প্রেমে)স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড (গায়িকা)-হুমায়েরা ঈষিকা (কাজলরেখা সিনেমার গান)বাইফা চয়েস বেস্ট ডেব্যু-মন্দিরা চক্রবর্তী (ফিল্ম: কাজলরেখা)প্রসঙ্গত, ৪র্থ বাইফা অ্যাওর্য়াডে বিভিন্ন চমকপ্রদ পারফরমেন্স নিয়ে হাজির হন শাহরিয়ার নাজিম জয়, রুনা খান, দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল, সিঁথি সাহা, তানজিন তিশা, পূজা চেরী, প্রার্থণা ফারদিন দিঘী ও বারিষা হক।এবারের আসরের বিচারকের দায়িত্বে ছিলেন নায়িকা রোজিনা, ফেরদৌস আরা, আজিজুল হাকিম, জিনাত হাকিম, মুনমুন আহমেদ, দীপংকর দীপন, দীপা খন্দকার ও মাসিদ রণ।ভোরের আকাশ/আজাসা