বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫ ০৬:০৪ এএম
‘টগর’-এর টিজার প্রকাশ, নতুন রূপে চমকে দিলেন আদর আজাদ
আসন্ন কোরবানি ঈদে মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত সিনেমা ‘টগর’-এর টিজার প্রকাশ পেয়েছে। আলোক হাসান পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী। টিজারে মারকাটারি লুকে হাজির হয়ে চেনা আদর আজাদকে পাওয়া গেছে একেবারেই ভিন্ন এক রূপে, যা ইতোমধ্যেই দর্শকমনে কৌতূহল জাগিয়েছে।
মাত্র এক মিনিট দৈর্ঘ্যের টিজারটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে। এতে প্রেম, সংগ্রাম, পারিবারিক টানাপোড়েন, রাজনৈতিক পটভূমি এবং প্রতিশোধের গন্ধ একসঙ্গে মিশে আছে। টিজারের শুরুতেই সংলাপ— “জয়িতা কোনো রক্ষিতা নয়, জয়িতা আমার বউ”—দর্শকদের আবেগে আলোড়ন তোলে। এতে স্পষ্ট, ‘টগর’ কেবল একটি চরিত্রকেন্দ্রিক গল্প নয়, বরং বহুস্তর বিশিষ্ট এক কাহিনি।
পূজা চেরী অভিনীত ‘জয়িতা’ চরিত্রটি যেমন দৃশ্যপটে উপস্থিতি জানান দেয়, তেমনি সুমন আনোয়ার, আজাদ আবুল কালাম এবং রোজি সিদ্দিকীর সংক্ষিপ্ত উপস্থিতিও নজর কেড়েছে। টিজারে আরও একটি সংলাপ দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে—
“আচ্ছা টগর, আমগো বাপ নাই ক্যান?”
“কারণ আমরা ... বাচ্চা।”
চমৎকার ব্যাকগ্রাউন্ড মিউজিক, সংলাপের ছন্দ এবং আবহ সংগীত পুরো টিজারকে দিয়েছে এক অন্য রকম আবেদন, যা সিনেমাটির প্রতি আগ্রহ বাড়িয়ে তুলেছে।
টিজার দেখে বোঝা যাচ্ছে, এটি নিছক একটি অ্যাকশনধর্মী বাণিজ্যিক ছবি নয়; বরং গল্পনির্ভর ও কনটেন্ট-ড্রিভেন একটি চলচ্চিত্র। সিনেমাটি প্রযোজনা করেছেন রণক ইকরাম, পরিবেশনায় রয়েছে এআর মুভি নেটওয়ার্ক। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টগর’।
ভোরের আকাশ//হ.র