আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫ ১১:১৯ এএম
শ্রীলঙ্কা-ফিলিপাইনসহ ৭ দেশের পণ্যে আমদানি শুল্ক বসাচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কা ও ফিলিপাইনসহ আরও সাতটি দেশের পণ্যের ওপর আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে এসব শুল্ক কার্যকর হবে।
বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, নতুন এই শুল্ক নীতির আওতায় যুক্তরাষ্ট্র ৭টি দেশের পণ্যের ওপর ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করবে।
নতুন শুল্ক হার অনুযায়ী:
ফিলিপাইন: ২০%
ব্রুনেই ও মলদোভা: ২৫%
শ্রীলঙ্কা, ইরাক, আলজেরিয়া ও লিবিয়া: ৩০% শুল্ক আরোপ করা হবে।
এই ঘোষণা ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ প্রকাশিত এক চিঠিতে জানান। চিঠিগুলো মূলত সংশ্লিষ্ট দেশের নেতাদের উদ্দেশে পাঠানো হয়েছে। তিনি লিখেছেন, “আমরা আপনাদের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চাই, তবে তা হতে হবে ভারসাম্যপূর্ণ ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে।”
ট্রাম্প আরও বলেন, “এই শুল্কহার এখনও যথেষ্ট নয় যে, এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি সম্পূর্ণ দূর করা সম্ভব। তবে এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কোনো দেশ অন্য মাধ্যমে পণ্য রপ্তানি করে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করে, তাহলে তাদের ওপরও বাড়তি শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি কেউ পাল্টা শুল্ক বসালে, তার জবাবে আমরাও দ্বিগুণ শুল্ক বসাবো।”
ট্রাম্পের ভাষায়, “দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের শুল্ক ও অশুল্ক নীতির কারণে আমাদের বিপক্ষে যে বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে, তা শুধরাতেই এই উদ্যোগ।”
এর আগে তিনি জানিয়ে দিয়েছিলেন, সপ্তাহের শুরু থেকে বিভিন্ন দেশের প্রতি নতুন শুল্ক হার সংক্রান্ত চিঠি পাঠানো হবে। ইতোমধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে।
সোমবার (৮ জুলাই) এক নির্বাহী আদেশে ট্রাম্প নতুন এই শুল্ক নীতিগুলো অনুমোদন করেন।
ভোরের আকাশ//হ.র