× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে ট্রাক উল্টে ছড়িয়ে পড়ল ২৫ কোটি মৌমাছি, আতঙ্কে স্থানীয়রা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০১ জুন ২০২৫ ০৬:৩৫ এএম

যুক্তরাষ্ট্রে ট্রাক উল্টে ছড়িয়ে পড়ল ২৫ কোটি মৌমাছি, আতঙ্কে স্থানীয়রা

যুক্তরাষ্ট্রে ট্রাক উল্টে ছড়িয়ে পড়ল ২৫ কোটি মৌমাছি, আতঙ্কে স্থানীয়রা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের লিন্ডেন শহরের কাছে এক ভয়াবহ দুর্ঘটনায় ছড়িয়ে পড়েছে প্রায় ২৫ কোটি মৌমাছি, সৃষ্টি হয়েছে তীব্র আতঙ্ক ও বিশৃঙ্খলা। শুক্রবার (৩০ মে) ভোররাতে কানাডা সীমান্ত সংলগ্ন একটি এলাকায় ঘটে এই অস্বাভাবিক দুর্ঘটনা।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ৭০ হাজার পাউন্ড ওজনের মৌচাক বহনকারী একটি ট্রাক আঁকাবাঁকা মোড় ঠিকভাবে নিতে না পারায় উল্টে যায়, ফলে অসংখ্য মৌচাক ছিটকে পড়ে এবং চারদিকে ছড়িয়ে পড়ে মৌমাছিরা। যদিও ট্রাকচালক অক্ষত রয়েছেন, কিন্তু হাজার হাজার মৌমাছির হঠাৎ মুক্তিতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় জরুরি সেবা বিভাগ ও প্রায় দুই ডজন মৌচাষি। তাঁরা ছড়িয়ে পড়া মৌচাকগুলো উদ্ধার এবং মৌমাছিদের নিরাপদে ফেরত আনার চেষ্টা চালান। প্রশাসনের আশা, আগামী এক-দুই দিনের মধ্যে মৌমাছিগুলো রানী মৌমাছির সন্ধানে নিজ নিজ চাকে ফিরে যাবে।

হোয়াটকম কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, স্থানীয় মৌচাষি কমিউনিটির তাৎক্ষণিক সহায়তায় লক্ষ লক্ষ মৌমাছিকে রক্ষা করা সম্ভব হয়েছে। তবে সাধারণ মানুষকে দুর্ঘটনাস্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

মৌমাছি পরিবেশ ও কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—বিশেষ করে ফলমূল, বাদাম, ও সবজির পরাগায়নে। তবে সাম্প্রতিক বছরগুলোতে কীটনাশক, রোগ, জলবায়ু পরিবর্তন এবং খাদ্য বৈচিত্র্যের অভাবে বিশ্বজুড়ে মৌমাছির সংখ্যা হ্রাস পাচ্ছে।

ওয়াশিংটন স্টেট বিবিপারস অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যালান উডস বলেন, “এ ধরনের ঘটনার ক্ষেত্রে আমাদের ‘ইমার্জেন্সি মৌমাছি রেসপন্স টিম’ গঠন করা এখন সময়ের দাবি।”

উল্লেখ্য, এটাই প্রথম নয়। ২০১৫ সালে সিয়াটলের উত্তরে এমনই আরেকটি দুর্ঘটনায় প্রায় ১ কোটি ৪০ লাখ মৌমাছি রাস্তায় ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষকে আক্রমণ করেছিল।

জাতিসংঘ ২০১৮ সালে মৌমাছির গুরুত্ব তুলে ধরতে ২০ মে দিনটিকে ‘বিশ্ব মৌমাছি দিবস’ হিসেবে ঘোষণা করে। তাই পরিবেশ রক্ষায় মৌমাছির গুরুত্ব ও সুরক্ষার বিষয়টি আজ আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 সোহরাওয়ার্দীর ৩৩ স্ক্রিনে ভাসছে জামায়াতের বার্তা

সোহরাওয়ার্দীর ৩৩ স্ক্রিনে ভাসছে জামায়াতের বার্তা

সংশ্লিষ্ট

সিরিয়ার সুইদায় ফের বেদুইন-দ্রুজ সংঘর্ষ, উত্তেজনা চরমে

সিরিয়ার সুইদায় ফের বেদুইন-দ্রুজ সংঘর্ষ, উত্তেজনা চরমে

বিহারে বজ্রপাতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৯ জনের

বিহারে বজ্রপাতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৯ জনের

গাজায় সহিংসতা থামাতে ইসরায়েলের প্রতি রাশিয়ার আহ্বান

গাজায় সহিংসতা থামাতে ইসরায়েলের প্রতি রাশিয়ার আহ্বান

‘আমেরিকায় গিয়ে চুরি করলে ভিসা বাতিল’

‘আমেরিকায় গিয়ে চুরি করলে ভিসা বাতিল’