× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে আল শারার গোপন বৈঠক ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২৫ ১১:১৯ এএম

ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে আল শারার গোপন বৈঠক ফাঁস

ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে আল শারার গোপন বৈঠক ফাঁস

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা ও ইসরায়েলের শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তজাচি হানেগবির মধ্যে গোপন বৈঠকের তথ্য ফাঁস হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে আল-মায়াদিন টিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

কূটনৈতিক সূত্রের বরাতে জানানো হয়েছে, গত বুধবার আল শারা এবং হানেগবি আলাদা ফ্লাইটে আবুধাবি পৌঁছান এবং আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ-এর তত্ত্বাবধানে এই গোপন বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিবেদনটিতে বৈঠকটিকে দামেস্ক ও তেলআবিবের মধ্যে চলমান স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে অভিহিত করা হয়েছে। আলোচনায় দুই দেশের মধ্যে নিরাপত্তা সমন্বয়ের ইঙ্গিতও পাওয়া গেছে।

সূত্রগুলো জানিয়েছে, সিরিয়া গোলান হাইটসের এক-তৃতীয়াংশ ফেরত চেয়েছে। আলোচনায় দুটি পরিকল্পনা প্রস্তাব করা হয়:

এক-তৃতীয়াংশ গোলান হাইটস সিরিয়াকে ফিরিয়ে দেওয়া,
এক-তৃতীয়াংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে রাখা,
বাকি অংশ ২৫ বছরের জন্য ইসরায়েলের কাছে ইজারা দেওয়া।

এ ছাড়া দারাআ, কুনেইত্রা ও আস-সুয়েইদা প্রদেশে নিরস্ত্রীকরণ অঞ্চল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে ভারী অস্ত্র নয়, কেবল হালকা অস্ত্রে সজ্জিত সেনা ও পুলিশ মোতায়েন থাকবে।

এক বিস্ময়কর দাবিতে সিরিয়া বলেছে, লেবাননের ত্রিপোলি শহর, বেকা উপত্যকাসহ উত্তর লেবাননের কিছু অঞ্চল ঐতিহাসিকভাবে সিরিয়ার অংশ ছিল, যা ফরাসি ঔপনিবেশিক শাসনে লেবাননে অন্তর্ভুক্ত হয়। সিরিয়া এই অঞ্চলগুলো পুনরুদ্ধারের বিষয়টিকে একটি সামগ্রিক চুক্তির অংশ হিসেবে আলোচনায় অন্তর্ভুক্ত করতে চায়।

আঞ্চলিক সহযোগিতার অংশ হিসেবে ইসরায়েল, সিরিয়া ও তুরস্কের মধ্যে একটি জলসম্পদ চুক্তির প্রস্তাবও আলোচনায় এসেছে। এই চুক্তির আওতায় ইসরায়েলকে ইউফ্রেটিস নদী থেকে পানি সরবরাহের জন্য পাইপলাইন স্থাপনের অনুমতি দেওয়া হতে পারে।

বৈঠকের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ঘটনায় দেখা গেছে, সিরিয়ার এক প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনৈতিক কর্মী সম্প্রতি ইসরায়েলি সংসদ নেসেট সফর করেছেন। তিনি প্রেসিডেন্ট আল শারার পক্ষ থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের আগ্রহ প্রকাশ করেছেন।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 সোহরাওয়ার্দীর ৩৩ স্ক্রিনে ভাসছে জামায়াতের বার্তা

সোহরাওয়ার্দীর ৩৩ স্ক্রিনে ভাসছে জামায়াতের বার্তা

সংশ্লিষ্ট

সিরিয়ার সুইদায় ফের বেদুইন-দ্রুজ সংঘর্ষ, উত্তেজনা চরমে

সিরিয়ার সুইদায় ফের বেদুইন-দ্রুজ সংঘর্ষ, উত্তেজনা চরমে

বিহারে বজ্রপাতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৯ জনের

বিহারে বজ্রপাতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৯ জনের

গাজায় সহিংসতা থামাতে ইসরায়েলের প্রতি রাশিয়ার আহ্বান

গাজায় সহিংসতা থামাতে ইসরায়েলের প্রতি রাশিয়ার আহ্বান

‘আমেরিকায় গিয়ে চুরি করলে ভিসা বাতিল’

‘আমেরিকায় গিয়ে চুরি করলে ভিসা বাতিল’