ফাইল ছবি
আগামী বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদের জায়গায় পৌঁছাতে পারবেন বলে আশা করছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২১তম দিনের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলী রীয়াজ বলেন, প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপের সংলাপে ঐকমত্য হওয়া বিষয়গুলো আজ বা কালের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। আমরা ৩১ জুলাইয়ের মধ্যে দ্বিতীয় ধাপের সংলাপ শেষ করতে চাই। আর ঐকমতের বিষয়গুলো সংযুক্ত করে পরশু দিনের (বৃহস্পতিবার) মধ্যে সনদের জায়গায় পৌঁছাতে পারব আশা করছি।
বৈঠকে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সেগুলোর মন্তব্যের জন্য অপেক্ষা করছি বুধবার পর্যন্ত। আশা করি প্রাথমিক পর্যায়ে যেগুলোতে ঐকমত্য হয়েছে সেগুলো আজ বা কালের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দিতে পারব। তার সঙ্গে এ পর্যন্ত (দ্বিতীয় ধাপের সংলাপ) যেগুলো ঐকমত্য হয়েছে সেগুলো সংযুক্ত করে পরশু দিনের মধ্যে সনদের জায়গায় পৌঁছাব।
তিনি আরও বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে আমরা যেভাবে হোক সনদের চূড়ান্ত রূপ অন্তত পক্ষে, যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো স্পষ্ট করতে হবে এবং সনদে অন্তর্ভুক্ত করতে হবে।
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কয়েকটি দলের নতুন প্রস্তাবের বিষয়ে আলী রীয়াজ বলেন, সেগুলো সমন্বিত করে একটি প্রস্তাব আপনাদের সামনে হাজির করতে চাচ্ছি। কারণ প্রত্যেকটি দলের নিজস্ব বক্তব্য থাকবে, সেটি বিবেচনায় প্রস্তাবগুলো নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছি।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত আছেন- কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. আইয়ুব মিয়া।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি নতুন ধারার রাজনৈতিক ব্যবস্থার চারপাশে বিস্তৃত জাতীয় ঐকমত্য তুলতে আমরা কাজ করছি। লক্ষ্যটা স্পষ্ট— এমন একটি সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে সব বাংলাদেশি শান্তিতে, গর্বের সঙ্গে, স্বাধীনতা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবে।মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘জুলাই স্মরণ অনুষ্ঠান ও ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের বাস্তবায়ন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের কাজ এখনো শেষ হয়নি। আমাদের সংস্কার এজেন্ডার পাশাপাশি আমরা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনার কাজও চালিয়ে যাচ্ছি। ন্যায়বিচারের আরও অর্থ হলো রাষ্ট্রীয় ক্ষমতা যাতে আর কখনো জনগণকে দমন-পীড়নের জন্য ব্যবহার না করা যায়, তা নিশ্চিত করা।তিনি বলেন, বক্তব্যের একপর্যায়ে গত বছরের জুলাই অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার কথা স্মরণ করেন। তাদের ত্যাগ আমাদের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তারা এমন এক বাংলাদেশ গড়ে গেছেন, যার ভিত্তি হলো আশা, মানবাধিকার ও গণতান্ত্রিক পুনর্জাগরণ।জাতিসংঘকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের অনুরোধে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় গত বছরের জুলাই-আগস্ট মাসে সংঘটিত ঘটনাগুলো নিয়ে একটি স্বাধীন তথ্য-উপাত্ত অনুসন্ধান চালায়। তারা আমাদের সবচেয়ে অন্ধকার সময়ে পাশে দাঁড়িয়েছিল। আমরা সামনে এগিয়ে যেতে তাদের সহযোগিতার অপেক্ষায় আছি।অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, ভুক্তভোগী পরিবারের প্রতিনিধি, রাজনৈতিক নেতা, তরুণ সমাজের প্রতিনিধি, সুশীল সমাজ ও আন্তর্জাতিক অংশীদাররা অংশ নেন।ভোরের আকাশ/জাআ
গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৭৭৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৪৯৯ জন।মঙ্গলবার (২৯ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৭৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৪৯৯ জন। সবমিলিয়ে মোট গ্রেপ্তার করা হয়েছে ১২৭৮ জনকে।অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে, এলজি ২টি, ওয়ান শুটারগান ১টি, বিদেশি পিস্তল ১টি, ১২ বোর লিডবল কার্তুজ ৮ রাউন্ড, গুলি ৩ রাউন্ড, ককটেল ২টি ও দা ৪টি।ভোরের আকাশ/জাআ
ট্রাভেল এজেন্সির নামকরণের ক্ষেত্রে পুনরাবৃত্তি পরিহার এবং নামকরণ নিয়ে সম্ভাব্য জালিয়াতি ও প্রতারণা রোধে পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছে।নির্দেশনা দিয়ে সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ (ডিসি) সংশ্লিষ্টদের কাছে বিতরণ করা হয়েছে।এতে বলা হয়, ট্রাভেল এজেন্সির নামকরণের ক্ষেত্রে পুনরাবৃত্তি পরিহার এবং জালিয়াতি ও প্রতারণা রোধকল্পে Online Travel Agency Management System (OTAMS) সফটওয়্যার-এ ইউজার আইডির জন্য সাইনআপ রিকোয়েস্ট করার সময় আবশ্যিকভাবে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করেনতুন এজেন্সির নাম প্রস্তাব দাখিলের জন্য অনুরোধ করা হলো-১. ট্রাভেল এজেন্সির নাম প্রস্তাবের আগে নামের মূল শব্দ বা কিওয়ার্ড ইতোমধ্যে ব্যবহৃত হয়েছে কি না তা অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম-এর এজেন্সির তথ্য যাচাই সার্চ বক্স থেকে যাচাই করে নিতে হবে।২. ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমে বিদ্যমান কোনো ট্রাভেল এজেন্সির মূল নাম বা কিওয়ার্ড (Keyword)-এর সঙ্গে হুবহু বা আংশিক মিল রেখে নতুন কোন এজেন্সির নাম প্রস্তাব করা যাবে না।৩. বিদ্যমান কোনো ট্রাভেল এজেন্সির মূল নামের সঙ্গে কোন শব্দ, বর্ণ কিংবা চিহ্ন সংযোজন ও বিয়োজন করে নতুন ট্রাভেল এজেন্সির নাম প্রস্তাব করা যাবে না।৪. ট্রাভেল এজেন্সির সঙ্গে সম্পর্কিত নয় এমন শব্দ ট্রাভেল এজেন্সির নামের ক্ষেত্রে পরিহার করতে হবে। যেমন- ওভারসিজ, হজ-ওমরাহ, ভিসা, কনসালটেন্সি, এডুকেশন, ইত্যাদি।৫. সাইনআপ রিকোয়েস্টের সময় ট্রাভেল এজেন্সির মৌলিক ও অর্থবহ নাম প্রস্তাব করতে হবে। অন্যথায় সাইনআপ রিকোয়েস্ট বাতিল করা হবে।ভোরের আকাশ/এসএইচ
২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করা হয়েছে। এ লক্ষ্যে এ বছর আগামী ৩০ অক্টোবরের মধ্যে সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন দপ্তর/সংস্থা, পাবলিক বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসক এবং স্বাধীনতা ও একুশে পদকে ভূষিত সুধীজনকে মনোনয়ন প্রস্তাব সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) তথ্য অধিদপ্তরের এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।তথ্য বিবরণীতে বলা হয়, একুশে পদক দেওয়া সংক্রান্ত নীতিমালা অনুযায়ী অন্যান্য বছরের মতো ২০২৬ সালে সরকার ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলাসহ সকল ক্ষেত্র), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্য এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনো ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি (জীবিত/মৃত), গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে একুশে পদক দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ সংক্রান্ত সব তথ্য ও নীতিমালা এবং মনোনয়ন প্রস্তাবের ফরম সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moca.gov.bd) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।ভোরের আকাশ/এসএইচ