× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাকরি ফিরে পেতে সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুতদের বিক্ষোভ

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৫ ১০:৪২ পিএম

চাকরি ফিরে পেতে সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুতদের বিক্ষোভ

চাকরি ফিরে পেতে সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুতদের বিক্ষোভ

চাকরি ফিরে পাওয়াসহ চার দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছেন বিভিন্ন সময় সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুত হওয়া একদল মানুষ।

রোববার (১৮ মে) সকাল থেকে দিনভর জাতীয় প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ করছেন তারা। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে বিকালে প্রেস ক্লাবে আসেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা আন্দোলনরত ব্যক্তিদের সঙ্গে কথা বলে বেরোনোর সময় তাদের গাড়ির সামনে শুয়ে পড়েন আন্দোলনকারীরা। এতে প্রেস ক্লাব থেকে বের হতে পারছেন না সেনা কর্মকর্তারা।

আন্দোলনকারীরা জানান, ‘বাংলাদেশ সহযোদ্ধা প্ল্যাটফর্ম’ ব্যানারে আজ সকাল সাতটার পর থেকেই তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। বেলা ১১টার দিকে প্রেস ক্লাব এলাকা থেকে জাহাঙ্গীর গেটের দিকে যাওয়ার জন্য রওনা দেন। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেওয়ায় এগোতে পারেননি।

বেলা দুইটার দিকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান। তিনি আন্দোলনরত ব্যক্তিদের একটি প্রতিনিধিদলের সঙ্গে প্রেস ক্লাবের ভেতরে আলোচনা করেন।

পরে বিকাল সোয়া চারটার দিকে তিনি সাংবাদিকদের বলেন, আমরা তাদের দাবিদাওয়াগুলো শুনেছি। আমরা সব দাবিদাওয়া নোট করেছি। এগুলো নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

সেনা কর্মকর্তা আমিনুর রহমান বলেন, তাদেরকে বলেছি, সবাইকে আলাদা আলাদা করে আবেদন করতে। আবেদনের ঠিকানা আমরা দিয়ে গেছি। ইনডিভিজ্যুয়াল কেসের মেরিট (প্রতিটি ঘটনার পরিস্থিতি) অনুযায়ী আমরা বসব, আলাপ-আলোচনা করে আপনাদের যত দ্রুত সম্ভব যতখানি দেওয়া সম্ভব আমরা অ্যাড্রেস করব। এটাও বলেছি যে সেনাবাহিনীর যে আইনশৃঙ্খলা, এটা অবশ্যই মেইনটেইন (বজায় রাখা) করতে হবে। আমরা মানবিকভাবে যতটুকু সাহায্য করার করব।

তারা কি আপনাদের কথা মেনে নিয়েছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান বলেন, হ্যাঁ, তারা মেনেছেন। তারা অপেক্ষা করবেন। আমাদের কার্যক্রম আস্তে আস্তে চলবে।

গত শনিবার তাদের একজনকে গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করা হলে এই সেনা কর্মকর্তা বলেন, ওটা একটা আইনগত বিষয়। মামলার বিষয় এবং তাকে আমাদের পক্ষ থেকে যতটুকু সহায়তা করা যায় আমরা করব।

আটশ’র মতো আবেদন জমা পড়েছে জানিয়ে তিনি বলেন, যার মধ্যে একশ’র বেশি আমরা অ্যাড্রেস করেছি।

আপনাদের কথায় কি তারা সন্তুষ্ট কি না, জানতে চাইলে ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান বলেন, মনে তো হলো সন্তুষ্ট। সবশেষে তিনি এই কর্মসূচি সমাপ্ত করার অনুরোধ জানান।

এরপর বিকাল সাড়ে চারটার দিকে ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান প্রেস ক্লাব থেকে বের হতে যান। এ সময় তার গাড়িবহরের সামনে চাকরিচ্যুতরা শুয়ে পড়েন। পরে প্রেস ক্লাবের ভেতর থেকে গাড়ি আর বের হতে পারেনি। পরে আমিনুর রহমান আবার গাড়ি থেকে নেমে সবাইকে বোঝান। তবে তার কথার বিপরীতে চাকরিচ্যুতরা প্রেস ক্লাবে বসেই সমাধান করতে বলেন। কিছুক্ষণ এই অবস্থা চলতে থাকে। সন্ধ্যা ৬টার দিকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল আবারও ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমানের সঙ্গে আলোচনা করতে প্রেস ক্লাবের ভেতরে যান। তখন থেকে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
 ইউক্রেনে স্মরণকালের ভয়াবহ ড্রোন হামলা চালাল রাশিয়া

ইউক্রেনে স্মরণকালের ভয়াবহ ড্রোন হামলা চালাল রাশিয়া

সংশ্লিষ্ট

বাংলাদেশের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় স্থলবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা দিল ভারত

বাংলাদেশের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় স্থলবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা দিল ভারত

বরখাস্ত সেনাসদস্যদের বিক্ষোভ নিয়ে সেনাবাহিনীর বক্তব্য

বরখাস্ত সেনাসদস্যদের বিক্ষোভ নিয়ে সেনাবাহিনীর বক্তব্য

ইশরাকের শপথ ইস্যুতে স্থানীয় সরকার বিভাগের বিজ্ঞপ্তি

ইশরাকের শপথ ইস্যুতে স্থানীয় সরকার বিভাগের বিজ্ঞপ্তি

সেনা কর্মকর্তাদের আশ্বাসে আন্দোলন স্থগিত করলেন চাকরিচ্যুত সেনা সদস্যরা

সেনা কর্মকর্তাদের আশ্বাসে আন্দোলন স্থগিত করলেন চাকরিচ্যুত সেনা সদস্যরা