নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৫ ০৩:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে সবাইকে ‘একটু ধৈর্য ধরার’ পরামর্শ দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ পরামর্শ দেন।
রোজার ঈদের আগে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বিএনপি এবং অন্তর্বর্তী সরকার একমত হলেও নির্বাচন কোন মাসের কোন তারিখে হবে, সে ব্যাপারে পরিষ্কার কোনো বক্তব্য কোনো পক্ষ থেকেই শোনা যাচ্ছে না। এ ব্যাপারে বিএনপির অবস্থান কী?— এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, লন্ডনে তারেক রহমান এবং ড. মুহাম্মদ ইউনূসের মধ্যেকার বৈঠক জাতির মধ্যে একটা স্বস্তি এনে দিয়েছে। আমরা সবাই মিলে একমত হয়েছি আগামী রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। সকরারও হয়তো সেভাবে প্রস্তুতি নিচ্ছে। সময় মতো নির্বাচন কমিশনও হয়ত দিনক্ষণ ঘোষণা করবে।
তবে আমাদের সব পক্ষকেই একটু ধৈর্য ধরতে হবে। আমরা মনে হয় একটু বেশিই অস্থির হয়ে গেছি। এই অস্থিরতা দূর করে একটা আস্থার জায়গা তৈরি করতে হবে। নির্বাচনের দিনক্ষণ তো সরকার ঠিক করবে না, আমরাও ঠিক করব না। এটা ঠিক করবে নির্বাচন কমিশন। সরকার কেবল নির্বাচন কমিশনকে নির্দেশনা দেবে। সেটা হয়ত খুব শিগগিরিই দিয়ে দেবে। সে পর্যন্ত আমাদের একটু ধৈর্য ধরতে হবে বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
কোর্টের রায় থাকার পরও ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ নিতে দিচ্ছে না, এ বিষয়টা কীভাবে দেখছেন?এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘দেখি সরকার বিষয়টা নিয়ে কী সিদ্ধান্ত দেয়। সরকার তো আইনের শাসনে বিশ্বাস করে বলে আমরা জানি। আমার দেখি তারা কী করে। এ ব্যাপারেও একটু ধৈর্য ধারণ করা দরকার।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।
ভোরের আকাশ/এসএইচ