নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ০৭:১৪ পিএম
শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতা অর্জনে তার ত্যাগকে স্বীকার করি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি জাতির জনক হিসেবে স্বীকৃতি দেন না, যদিও দেশের স্বাধীনতা অর্জনে তাঁর অবদান ও ত্যাগ স্বীকার করেন।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি এ অবস্থান তুলে ধরেন।
পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, মুজিবুর রহমানের শাসনামলে বাংলাদেশ ভারতের ‘উপনিবেশে’ পরিণত হয়েছিল। ১৯৭২ সালের সংবিধান জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয় এবং সেই সময়ে রাজনৈতিক হত্যা, লুটপাট ও একদলীয় বাকশাল শাসনের ভিত্তি গড়ে ওঠে। তাঁর মতে, আওয়ামী লীগ “মুজিবপূজা” ও “মুক্তিযুদ্ধপূজা”র নামে রাজনৈতিক পূজা চাপিয়ে দিয়ে নাগরিকদের বিভক্ত করেছে।
জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক হিসেবে নাহিদ ইসলাম দাবি করেন, ২০২৪ সালের জনগণের বিদ্রোহ ‘জমিদারি রাজনীতি’ ভেঙে দিয়েছে। ভবিষ্যতে কোনো ব্যক্তি, পরিবার বা মতাদর্শ জনগণের অধিকার কেড়ে নিতে পারবে না। তিনি মন্তব্য করেন, “জাতির পিতা উপাধি ইতিহাসের অংশ নয়, বরং আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতির হাতিয়ার।”
মুজিববাদকে ‘ফ্যাসিস্ট মতাদর্শ’ আখ্যা দিয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন, এটি গুম, হত্যা, লুটপাট, মানবাধিকার লঙ্ঘন, সাম্প্রদায়িকতা ও জাতীয় সম্পদ পাচারের সাথে যুক্ত। তিনি আহ্বান জানান, রাজনৈতিক, আদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধের মাধ্যমে সমঅধিকারভিত্তিক, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে, যেখানে কোনো ব্যক্তি, দল বা বংশ জনগণের ঊর্ধ্বে থাকবে না।
ভোরের আকাশ/হ.র