স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫ ১০:০২ এএম
শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর
আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ জাতীয় দলের প্রথম বহর পৌঁছেছে গন্তব্যে। ১৭ জুন শুরু হতে যাওয়া পূর্ণাঙ্গ সিরিজের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট দিয়ে শুরু হবে এই সফর। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ঢাকা থেকে রওনা হয়ে বিকেলে শ্রীলঙ্কায় পৌঁছান ১০ জন ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা।
এই বহরের সঙ্গে আছেন তরুণ ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কন ও পেসার নাহিদ রানা। এছাড়া দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ এবং পেস বোলিং কোচ শন টেইটও একই ফ্লাইটে গেছেন। দ্বিতীয় বহর শুক্রবার (১৩ জুন) দুপুরে দেশ ছাড়বে বলে জানা গেছে।
ঈদুল আজহার সংক্ষিপ্ত ছুটির পর শুরু হওয়া অনুশীলন ক্যাম্পে অংশ নিয়ে প্রস্তুতি নিয়েছে দল। এর আগেই ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় দুই বছর পর ইনজুরি কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন ডানহাতি পেসার এবাদত হোসেন।
বাংলাদেশের সফর শুরু হবে ১৭ জুন গলে অনুষ্ঠিতব্য প্রথম টেস্ট দিয়ে। এরপর ২৫ জুন কলম্বোয় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর অনুষ্ঠিত হবে সীমিত ওভারের সিরিজ।
বাংলাদেশের টেস্ট দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ।
ভোরের আকাশ/হ.র