সাবেক কাউন্সিলর আমিনুলকে না পেয়ে বোনকে গুলি করে হত্যা
রাজধানীর দারুস সালাম থানার দক্ষিণ বিশিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তাহমিনা রহমান রানু (৪২) নামের এক নারী নিহত হয়েছেন।রবিবার (৩ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।তাহমিনা রহমান রানু স্থানীয় সাবেক কাউন্সিলর আমিনুল ইসলামের বোন।দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।স্থানীয় সূত্রে জানা যায়, তাহমিনার এলাকায় একটি দোকান আছে। তিনি দোকানটি ভাড়া দিয়ে চলতেন। গতকাল দিবাগত রাত দেড়টার দিকে একদল সন্ত্রাসী এসে তাহমিনার ভাই আমিনুলের খোঁজ করে। আমিনুলকে না পেয়ে তারা তাহমিনাকে গুলি করে চলে যায়।এ বিষয়ে দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত কুমার বিশ্বাস বলেন, সন্ত্রাসীদের গুলিতে নিহত তাহমিনার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান এসআই দেবব্রত কুমার বিশ্বাস।ভোরের আকাশ/জাআ
০৪ আগস্ট ২০২৫ ০৬:২৭ পিএম
যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে মৌলভীবাজারে ছেলে নিহত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনে গুলিতে নিহত নিউইয়র্ক পুলিশের অফিসার দিদারুল ইসলামের (৩৬) বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি জেলার কুলাউড়া উপজেলার পৌর এলাকার সন্তান। পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।পরিবার সূত্রে জানা গেছে, দিদারুল ইসলামই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে জন্মস্থান মৌলভীবাজারে কুলাউড়ায় ও আমেরিকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।জানা যায়, দিদারুল ইসলাম নিউইয়র্কের ব্রঙ্কসে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। তিনি প্রায় সাড়ে তিন বছর ধরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। সাম্প্রতিক সময়ে তাকে ট্রাফিক বিভাগ থেকে নিয়মিত ইউনিটে বদলি করা হয়।ঘটনার দিন সন্ধ্যায় ২৭ বছর বয়সী দায়িত্ব পরায়ণ ডেভন তামুরা নামের এক বন্দুকধারী রাইফেল নিয়ে ওই ভবনে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে এনওয়াইপিডি কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন। পরে হামলাকারী নিজেও আত্মঘাতী হন।এদিকে বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশনের সদস্য খন্দকার আব্দুল্লাহ জানান, আমরা নিহত কর্মকর্তার পরিবারের পাশে আছি। প্রয়োজনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছি।ভোরের আকাশ/এসএইচ
২৯ জুলাই ২০২৫ ০২:০৪ পিএম
ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে নিহত ১
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রাসেল (১৬) নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে।শনিবার (১২ জুলাই) ভোর রাতে উপজেলার মিনাপুর সীমান্তে ৩৫৩ মেইন পিলারের তিনুয়া মাদারী সীমান্তের কাছে ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। আসকর আলী রাসেল ৫ নং হরিপুর ইউনিয়নের হরিপুর সদর উপজেলার রাজবাড়ী এলাকার নিয়াজ উদ্দিনের ছেলে।বিজিবি ও পারিবারিক সূত্রে জানা যায়, রাসেলের কয়েকজন বন্ধু মিলে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতের পাঞ্জাবের উদ্দেশ্যে রওয়ানা দেয়। শনিবার ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে মিনাপুর সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে ভিতরে প্রবেশ করলে ভারতের কিষাণগঞ্জ ব্যাটেলিয়ানের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে এতে রাসেল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। রাসেলের মরদেহ ২০০ গজ ভারতের অভ্যন্তরে পড়েছিল। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়।বাংলাদেশ (বিজিবি) দিনাজপুর ৪২ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে.কর্ণেল আব্দুল্লাহ আল মঈন হাসানকে মুঠোফোনে জিজ্ঞেস করা হলে তিনি জানান, তারা ঘটনাটি সম্পর্কে অবগত আছেন। বিএসএফের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে লাশ ফেরত আনার প্রক্রিয়া চলমান।ভোরের আকাশ/এসএইচ
১২ জুলাই ২০২৫ ০৪:০২ পিএম
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।শনিবার (১২ জুলাই) দিবাগত রাত ও সকালে সুনামগঞ্জের দোয়ারা বাজার ও ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে এই ঘটনা ঘটে।সুনামগঞ্জের দোয়ারা বাজারের বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে দোয়ারা বাজারের বাগানবাড়ি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ গরু আনতে গেলে শফিকুলকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে দোয়ারা বাজার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, বাগান বাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মূলত তার গুলিটি বুক বরাবর লেগেছে।অন্যদিকে, ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসকর আলী (২৪) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।শনিবার ভোররাতে উপজেলার মিনাপুর সীমান্তের ৩৫৩ নম্বর প্রধান পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এই ঘটনাটি ঘটে। নিহত আসকর আলী হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের কানুরার ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সেক্টরের ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান। তিনি বলেন, নিহত যুবকের মরদেহ ফেরত আনার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
১২ জুলাই ২০২৫ ১১:৪৭ এএম
পাকিস্তানে ৯ যাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা
পাকিস্তানের পাঞ্জাবগামী দুটি কোচ থেকে কমপক্ষে ৯ জন যাত্রীকে অপহরণের পর তাদের গুলি করে হত্যা করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ জুলাই) দেশটির বেলুচিস্তান প্রদেশের ঝোব ও লোরালাই জেলার সীমান্তবর্তী সুর-দাকাই এলাকায় এ ঘটনা ঘটে।ঝোবের সহকারী কমিশনার নবীদ আলম বলেন, ‘দুটি কোচ থেকে অপহৃত ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো রাখনিতে আনা হচ্ছে, সেখান থেকে নিহতদের নিজ নিজ পাঞ্জাবের এলাকায় পাঠানো হবে। ’বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহিদ রিনদ ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামক একটি সশস্ত্র গোষ্ঠী একযোগে কাকাট, মাসতুং এবং সুর-দাকাই এলাকায় হামলা চালিয়েছে।তিনি বলেন, ‘সুর-দাকাই এলাকা থেকে কিছু যাত্রী অপহরণের খবর পাওয়া গেছে। বাকি অপহৃতদের উদ্ধারে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে।’সংশ্লিষ্ট সূত্র জানায়, এন-৭০ মহাসড়কের পাশে ডাব নামক স্থানে দু’টি যাত্রীবাহী কোচ থামিয়ে দেয় সশস্ত্র দুর্বৃত্তরা। তারা রাস্তায় ব্যারিকেড দিয়ে দুই কোচ থামিয়ে তল্লাশি চালায় এবং যাত্রীদের জাতীয় পরিচয়পত্র (সিএনআইসি) পরীক্ষা করে পাঞ্জাবের ঠিকানাযুক্ত ১০ জন যাত্রীকে অস্ত্রের মুখে গাড়ি থেকে নামিয়ে নেয়।একজন বেঁচে ফেরা যাত্রী লেভিস বাহিনীকে বলেন, ‘তারা এক কোচ থেকে সাতজন এবং অন্য কোচ থেকে তিনজনকে টেনে-হিঁচড়ে নামিয়ে নিয়ে যায়। আমরা গাড়ি ছাড়ার সময় গুলির শব্দ শুনেছি, এরপর আর কিছু জানি না।’ অপহরণের পর হামলাকারীরা দুইটি বাসকেই এলাকা ছেড়ে যেতে দেয়।নিরাপত্তা বাহিনী দ্রুত এন-৭০ মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয় এবং হামলাকারীদের ধরতে বড় ধরনের অভিযান শুরু করে। তারা জানায়, সন্ত্রাসীরা যাত্রীদের পরিচয়পত্র দেখে শুধু পাঞ্জাবের বাসিন্দাদেরই টার্গেট করে। অপহরণের সময় তারা বাসে গুলিও চালায় যাতে কেউ পালাতে না পারে।পরবর্তীতে নিষিদ্ধঘোষিত সংগঠন বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) হামলার দায় স্বীকার করে। সংগঠনটির এক মুখপাত্র জানান, তারা মুসাখেইল-মাখতার ও খাজুরি এলাকার মধ্যকার মহাসড়কে হামলা চালিয়ে ওই ৯ জনকে হত্যা করেছে।ভোরের আকাশ/জাআ