বরিশালে দরিদ্র পরিবারে নারীদের মর্যাদা বৃদ্ধিতে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’র ব্যতিক্রম উদ্যোগ
একের পর এক চমক ও ব্যতিক্রমী পদক্ষেপ রাখল ‘৮৪ ইভেন্ট গ্রুপ’। অসম্ভব মেধাবীদের এই গ্রুপটি এবার বরিশালের অন্তত তিনটি পরিবারকে দৈনিক আয়ের একটি পথ বদলে দিয়েছে। প্রতিটি পরিবারের পুরুষের হাতে একটি রিকশা তুলে দেওয়া হয়।তবে পরিবারে নারীর গুরুত্ব বাড়িয়ে তুলতে রিকশাগুলোর কাগজপত্র তাদের নামে বরাদ্দ দিয়েছে, যা বিশেষ কৌশল হিসেবে দেখা হচ্ছে।রোববার (১৬ নভেম্বর) বরিশালের জেলা প্রশাসক মোহম্মদ দেলোয়ার হোসেন তার কার্যালয়ের সম্মুখে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’ মেম্বরদের উপস্থিতি রিকশা তিনটি বিতরণ করেন। অর্থ উপার্জনের বাহন পেয়ে অসহায় পরিবারগুলোর সদস্যরা আত্মহারা হয়ে পড়েন এবং ইভেন্ট-৮৪ গ্রুপের প্রশংসা করেন।গ্রুপের প্রধান আহ্বায়ক সাজ্জাদ পারভেজ ভোরের আকাশ কে জানান, মানবসেবার লক্ষে ২০২১ সালে ৫২ সদস্য নিয়ে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’ পথচলা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রত্যেকে প্রতিমাসে ব্যক্তিগতভাবে নির্ধারিত অর্থ দিয়ে থাকেন। এবং টাকা একত্রিত করে সমাজের অসহায়-দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করা হয়। অতীতে এই অর্থ বিভিন্ন ভাবে সহযোগিতা করা হলেও এবার পরিবারের নারী সদস্যদের নামে রিকশা বরাদ্দ দেওয়া হয়। তাদের পক্ষে স্বামী রিকশাটি গ্রহণ করলেও তার মালিকানা নারীর নামেই থাকছে।স্ত্রীর নামে রিকশা বরাদ্দ দিয়ে তা শুধু স্বামীকে পরিচালনার অনুমতি দেওয়া এক ধরনের কৌশল বলে মনে করছে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’। তাদের ভাষায়, অসহায়-দরিদ্র পরিবারগুলোতে নারীদের কদর খুব কম হয়। বিশেষ করে একটি নির্দিষ্ট বয়সের পরে তারা অবহেলার শিকার হন।এই অবহেলিত নারীদের তার পরিবারে গুরুত্ব বাড়িয়ে তুলতে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’এবার ব্যতিক্রমী উদ্যোগ নেয়, যার অংশ হিসেবে স্বামীদের হাতে রিকশা তুলে দেওয়া হলেও কাগজপত্রে মালিকানা দেওয়া হয় স্ত্রীকে।মানবিক সাজ্জাদ পারভেজ ‘৮৪ ইভেন্ট গ্রুপ’র আহ্বায়ক ভোরের আকাশকে বলেন, অতীতে তাদের গ্রুপের পক্ষ থেকে বিভিন্নভাবে পিছিয়ে পড়া মানুষকে সহযোগিতা করলেও এবার তাদের উদ্যোগ ব্যতিক্রম ছিল। বরিশাল শহরের তিনটি অসহায় পরিবারকে খুঁজে বের করে তাদের একটি আয়ের পথ করে দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারের পুরুষ রিকশা চালিয়ে দৈনিক উপার্জনের সুযোগ রয়েছে। রিকশাগুলো তাদের নামে বরাদ্দ না দিয়ে স্ত্রীদের দেওয়া হয়, এতে নারীর প্রতি অবহেলাও হ্রাস পাবে।‘৮৪ ইভেন্ট গ্রুপ’র এই উদ্যোগ বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেনকেও মুগ্ধ করেছে। উপকারভোগীদের মাঝে রিকশা বিতরণকালে তিনি গ্রুপটির উত্তরোত্তর সাফল্যসহ কামনা করেন,এবং তারা ভবিষ্যতে আরো ভালো করতে পারে এই আশাবাদ ব্যক্ত করেনভোরের আকাশ/তা.কা
১৮ নভেম্বর ২০২৫ ০৯:৫৫ এএম
ব্রাহ্মণাবড়িয়ায় প্রথম নারী জেলা প্রশাসকের যোগদান
ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসেবে ঘোষণার পর এই প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন শারমীন আক্তার জাহান।রোববার (১৬ নভেম্বর) দুপুরে তিনি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি নড়াইলের জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন।১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়াকে জেলা ঘোষণার পর দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো নারী প্রশাসক পেল জেলাটি।এদিকে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। তিনি প্রায় ১ বছর ২ মাস ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালন করেন। দিদারুল আলম বিসিএস (প্রশাসন) এর ২৪তম ব্যাচের কর্মকর্তা এবং নবাগত জেলা প্রশাসক শারমীন জাহান বিসিএস (প্রশাসন) এর ২৫তম ব্যাচের কর্মকর্তা।শারমীন জাহানকে রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার প্রবেশমুখ আশুগঞ্জে স্বাগত জানান সেখানকার ইউএনও, অ্যাসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) সহ অন্যান্য কর্মকর্তারা।উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার প্রথম জেলা প্রশাসক ছিলেন মো. নিজাম উদ্দিন।ভোরের আকাশ/মো.আ.
১৭ নভেম্বর ২০২৫ ১১:৪০ এএম
নারী দক্ষতা উন্নয়নে টেইলারিং ও ড্রেস মেকিং প্রশিক্ষণ
মাদারীপুরে প্রশিকার আয়োজনে নারীর দক্ষতা উন্নয়নে ট্রেইলারিং ও ড্রেস মেকিং প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে রকেটবিড়ি প্রশিকার নিজ ভবনে তিন মাস মেয়াদি এই প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য (নাদিম)। এসময় তিনি বলেন, “নারীর আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরিহার্য। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।”ছবি: ভোরের আকাশপ্রশিকা ঢাকা কার্যালয়ের মাইক্রোফিন্যান্স ফিল্ড অপারেশন বিভাগের সিনিয়র সহকারী পরিচালক এ্যাড. শারমিন জাহান এর সভাপতিত্বে ও বিভাগীয় ব্যবস্থাপক সায়মা আঞ্জুমান মুন্নীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিকা ঢাকা কার্যালয়ের মাইক্রোফিন্যান্স ফিল্ড অপারেশনের উপপরিচালক ফারুক আহমেদ, প্রজেক্ট কো-অর্ডিনেটর এ্যাসেট সাইদুর রহমান, বিভাগীয় ব্যবস্থাপক কাজী কামাল উদ্দিন, শিব সংকর শাহা, ডেইজী আফরোজ, লক্ষণ চন্দ্র দাস প্রশিক্ষণার্থী সহ অন্যরা।এ্যাসেট প্রকল্পের আওতায় এই কোর্সে ২৪ জন নারী অংশগ্রহণ করেন। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সরকারি সনদপত্র ও সম্মানি ভাতা প্রদান করা হবে। এছাড়াও প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী নারীরা আধুনিক সেলাই ও পোশাক তৈরির কৌশল শিখে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের জীবন জীবিকা নির্বাহ আরো সহজ করতে পারবেন।ভোরের আকাশ/তা.কা
১০ নভেম্বর ২০২৫ ০২:৪৯ পিএম
প্রথম নারী জেলা প্রশাসক পেলো সাতক্ষীরাবাসী
সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মিজ আফরোজা আখতারকে নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।মিজ আফরোজা আখতার এর আগে পাবনার জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা হিসেবে সংযুক্ত ছিলেন। নারী হিসেবে তিনিই প্রথম সাতক্ষীরার জেলা প্রশাসকের কার্যালয় সামলাবেন।এর আগে, সাতক্ষীরায় ৭১ জন জেলা প্রশাসক দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ জেলা প্রশাসক হিসেবে দায়িত্বে ছিলেন মোস্তাক আহমেদ। তার স্থলাভিষিক্ত হচ্ছেন মিজ আফরোজা আখতার।সাতক্ষীরা জেলার নামকরণ ও প্রশাসনিক যাত্রার ইতিহাস প্রায় দেড়শ বছরের পুরনো। ১৮৫২ সালে যশোর জেলার চতুর্থ মহকুমা হিসেবে সাতক্ষীরার প্রশাসনিক যাত্রা শুরু হয়, সদর দপ্তর ছিল কলারোয়ায়। প্রথম মহকুমা কর্মকর্তা ছিলেন নবাব আব্দুল লতিফ। পরে ১৮৬১ সালে সদর দপ্তর স্থানান্তরিত হয় সাতঘরিয়া গ্রামে, যা পরবর্তীতে সাতক্ষীরা নামে পরিচিতি পায়।এই দীর্ঘ সময়ের মধ্যে কোনো নারী কর্মকর্তা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পাননি। তাই ৭১ জন পুরুষ জেলা প্রশাসকের পর মিজ আফরোজা আখতারের নিয়োগ সাতক্ষীরার ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে।ভোরের আকাশ/মো.আ.
০৯ নভেম্বর ২০২৫ ১২:২৭ পিএম
চিতলমারীতে একটি ঘরের জন্য প্রশাসনের দ্বারে দ্বারে দুই সন্তানের জননী
দীর্ঘদিন ধরে বাগেরহাটের চিতলমারী উপজেলার স্বামী পরিত্যক্তা দুই সন্তানের জননী সেলিনা আক্তার একটি বসতঘরের জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। স্বামীর সাথে ছাড়াছাড়ির পর তিনি বাপের বাড়িতে এসে উঠেছিলেন। বাপের পরিত্যক্ত ভিটের এক কোনায় বসবাস শুরু করেন। কিন্তু সেই ঘর এখন আর বসবাসের উপযোগী নেই। ঘরটি জরাজীর্ণ, ভেঙে চুরে একাকার হয়ে গেছে।ছোট ছোট বাচ্চা দুটিকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছেন। তাকে জরুরিভাবে একটি সরকারী বসতঘর প্রদানে জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। সম্প্রতি সরেজমিন দেখা যায়, চিতলমারী উপজেলা কুরালতলা গ্রামে ছালাম শেখে মেয়ে সেলিনা আক্তারে (৩৭) সাথে রুপসা উপজেলা দুর্জনিমহল গ্রামের রুহুল শেখের ছেলে মাহাবুব শেখের সাথে বিবাহ হয়। কিন্তু কয়েক বছর যেতে না যেতে তাদের ভেতর ছাড়াছাড়ি হয়ে যাই। তার প্রথম সন্তান আপন শেখ (১২) দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়ার পর অর্থের অভাবে এখন স্কুলে যাওয়া বন্ধ। সে সুপারি পাড়ে এবং শাপলা কুড়িয়ে বিক্রি করে। ছোট সন্তান আয়েশা ইসলাম জোহরা (২) সব সময় মায়ের সঙ্গে থাকে। সেলিনা আক্তার দুমুঠো ভাতের অভাবে এই সন্তানকে কোলে নিয়ে এবাড়ি ও বাড়ি কাজ করেন। তবু ঠিক মত একবেলা আহার জোটে না। তবুও রুগ্ন শরীরে ইউএনও অফিসের দিনের পর দিন ছোটেন একটি ঘরের জন্য। তার দুরবস্থার কথা শুনে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তার অমানবিক জীবনের চিত্র দেখতে পায়। স্থানীয় জনপ্রতিনিধিসহ কয়েক ব্যক্তি জানান, সেলিনা আক্তারের মাথা ঠিক নেই-সে মানসিক ভারসাম্যহীন। তাকে কি কোন মানসিক সরকারি চিকিৎসক দেখানো হয়েছে? কীসের ভিত্তিতে তাকে মানসিক রোগী বলা হচ্ছে? এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি তারা। এমনকি দিনের পর দিন সেলিনার শিশুদের নিয়ে চরম মানবেতর জীবনযাপন করলেও নিন্দুকরা কেউ তাকে মানবিক সাহায্য করেনি বলে জানা যায়।এলাকাবাসীর পক্ষে প্রতিবেশী আজগার আলী মোল্লার স্ত্রী দোলেনা বেগম বলেন, সেলিনা ভাঙাচোরা ঘরে সারা বছর কষ্ট করেন। জরুরিভাবে ওর একটি বসতঘর দরকার।এই বিষয় হিজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শাহীন বলেন, তিন-চার বছর আগে সেলিনা আক্তারের বসতঘরের জন্য এক বান টিন দেওয়া হয়েছিল। তার জন্য সরকারি বসতঘরের ব্যবস্থা হলে ভালো হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেন জানান, সরকারিভাবে যতদূর সাহায্য করা দরকার তা আমরা করব।ভোরের আকাশ/মো.আ.
০৬ নভেম্বর ২০২৫ ০৩:২৪ পিএম
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীর মৃত্যু
ময়মনসিংহ মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও সিএনজির সংঘর্ষে খালেদা আক্তার (৩৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে।বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ইছাপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেদা আক্তার কালিহাতী উপজেলার রাজাফৈর গ্রামের ছালাম মিয়ার স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি সিএনজি ধাক্কা দিলে সিএনজিতে থাকা চারজন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক খালেদা আক্তারকে মৃত ঘোষণা করে।এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট বাহার মিয়া বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ভোরের আকাশ/মো.আ.
০৫ নভেম্বর ২০২৫ ০১:২৬ পিএম
পানিপুরি কম দেওয়ায় রাস্তা অবরোধ করলেন নারী
নানা কারণে সড়ক অবরোধের চিত্র এখন স্বাভাবিক ঘটনা। সরকার বা কর্তৃপক্ষের কাছে দাবি আদায়ে বিভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন এমন পথ বেছে নেন। তবে এবার ঘটেছে বিচিত্র ঘটনা। দুটি পানিপুরি কম দেওয়ায় সড়ক অবরোধ করেছেন এক নারী।সম্প্রতি গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, গোলগাপ্পা বা পানিপুরি কম দেওয়ায় সড়ক অবরোধ করেছেন এক নারী। তার দাবি, ২০ টাকার বিনিময়ে ছয়টা পুরি পাওয়ার কথা থাকলেও তিনি পেয়েছেন মাত্র চারটি। এ জন্য সড়ক অবরোধ করেন তিনি। বিচিত্র এ ঘটনা ঘটেছে ভারতের গুজরাটের ভাদোদারা এলাকায়।গালফ নিউজ জানিয়েছে, চোখের সামনে প্রতারণা হচ্ছে ভেবে ওই নারী রাস্তার মাঝখানে বসে পড়েন এবং জোর গলায় দাবি করেন, ২০ টাকায় ৬টা পুরি চাই — তার কম হলে চলবে না! তার এমন আচরণে পথচারীরা প্রথমে অবাক হয়ে যান। এমনকি তারা মোবাইলে ভিডিও করতে শুরু করেন। এ সময় তার অবরোধের কারণে যানজট লেগে যায়, গাড়িচালকরা ওই নারীকে এড়িয়ে চলতে বাধ্য হন।পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তখনই ঘটনাটি আরও নাটকীয় রূপ নেয় — ওই নারী কেঁদে ফেলেন এবং অনড়ভাবে নিজের দাবি জারি রাখেন। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলা এই ‘গোলগাপ্পা আন্দোলন’ শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে শেষ হয়। তাকে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়।প্রতিবেদনে বলা হয়েছে, শেষ পর্যন্ত ওই নারীকে সরিয়ে দেওয়া হলেও তিনি তার চাহিদামতো পুরি পেয়েছেন কিনা তা জানা যায়নি।ভোরের আকাশ/মো.আ.
২২ সেপ্টেম্বর ২০২৫ ০২:৩২ এএম
পানিপুরি কম দেওয়ায় রাস্তা অবরোধ করলেন নারী
নানা কারণে সড়ক অবরোধের চিত্র এখন স্বাভাবিক ঘটনা। সরকার বা কর্তৃপক্ষের কাছে দাবি আদায়ে বিভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন এমন পথ বেছে নেন। তবে এবার ঘটেছে বিচিত্র ঘটনা। দুটি পানিপুরি কম দেওয়ায় সড়ক অবরোধ করেছেন এক নারী।সম্প্রতি গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, গোলগাপ্পা বা পানিপুরি কম দেওয়ায় সড়ক অবরোধ করেছেন এক নারী। তার দাবি, ২০ টাকার বিনিময়ে ছয়টা পুরি পাওয়ার কথা থাকলেও তিনি পেয়েছেন মাত্র চারটি। এ জন্য সড়ক অবরোধ করেন তিনি। বিচিত্র এ ঘটনা ঘটেছে ভারতের গুজরাটের ভাদোদারা এলাকায়।গালফ নিউজ জানিয়েছে, চোখের সামনে প্রতারণা হচ্ছে ভেবে ওই নারী রাস্তার মাঝখানে বসে পড়েন এবং জোর গলায় দাবি করেন, ২০ টাকায় ৬টা পুরি চাই — তার কম হলে চলবে না! তার এমন আচরণে পথচারীরা প্রথমে অবাক হয়ে যান। এমনকি তারা মোবাইলে ভিডিও করতে শুরু করেন। এ সময় তার অবরোধের কারণে যানজট লেগে যায়, গাড়িচালকরা ওই নারীকে এড়িয়ে চলতে বাধ্য হন।পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তখনই ঘটনাটি আরও নাটকীয় রূপ নেয় — ওই নারী কেঁদে ফেলেন এবং অনড়ভাবে নিজের দাবি জারি রাখেন। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলা এই ‘গোলগাপ্পা আন্দোলন’ শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে শেষ হয়। তাকে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়।প্রতিবেদনে বলা হয়েছে, শেষ পর্যন্ত ওই নারীকে সরিয়ে দেওয়া হলেও তিনি তার চাহিদামতো পুরি পেয়েছেন কিনা তা জানা যায়নি।ভোরের আকাশ/মো.আ.
২২ সেপ্টেম্বর ২০২৫ ০২:৩২ এএম
প্রেমের টানে ভারতে এসে যে পরিণতি হলো মার্কিন নারীর
প্রেমের টানে ভারতে এসে প্রাণটাই হারালেন মার্কিন নারী। সম্প্রতি পাঞ্জাবের লুধিয়ানায় বিয়ে করতে গিয়ে তিনি খুন হন বলে অভিযোগ উঠেছে। ৭১ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত এই নারীকে হত্যার পর দেহ পুড়িয়ে ফেলা হয়। ঘটনাটি গত জুলাইয়ে ঘটলেও সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে এসেছে।লুধিয়ানা পুলিশ জানায়, নিহতের নাম রূপিন্দর কৌর পাণ্ডের। তিনি যুক্তরাষ্ট্রের সিয়াটল শহর থেকে ভারতে যান ৭৫ বছর বয়সী যুক্তরাজ্যপ্রবাসী ভারতীয় নাগরিক চারঞ্জিত সিং গ্রেওয়ালের আমন্ত্রণে। গ্রেওয়াল ছিলেন তার হবু বর। তবে তিনিই হত্যার মূলহোতা বলে অভিযোগ পুলিশের।সম্প্রতি পুলিশ সোনু নামে এক ব্যক্তিকে আটক করেছে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করে জানিয়েছেন, নিজের বাড়িতে রূপিন্দরকে খুন করার পর দেহ পুড়িয়ে ফেলেন।অভিযোগ অনুযায়ী, গ্রেওয়ালের নির্দেশেই এই কাজ করেন তিনি এবং বিনিময়ে তাকে ৫০ লাখ রুপি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।পুলিশ কর্মকর্তারা জানান, রূপিন্দর মৃত্যুর আগে বিপুল অর্থ দিয়েছিলেন গ্রেওয়ালকে। আর্থিক উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।চারঞ্জিত সিং গ্রেওয়ালকে মামলার আসামি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লুধিয়ানা পুলিশ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সতিন্দর সিং। গ্রেওয়াল বর্তমানে পলাতক। পুলিশ এখন অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে দেহাবশেষ ও অন্যান্য প্রমাণ খুঁজছে।সূত্র: এনডিটিভিকেএএ/ভোরের আকাশ/মো.আ.
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৩:২২ এএম
প্রেমের টানে ভারতে এসে যে পরিণতি হলো মার্কিন নারীর
প্রেমের টানে ভারতে এসে প্রাণটাই হারালেন মার্কিন নারী। সম্প্রতি পাঞ্জাবের লুধিয়ানায় বিয়ে করতে গিয়ে তিনি খুন হন বলে অভিযোগ উঠেছে। ৭১ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত এই নারীকে হত্যার পর দেহ পুড়িয়ে ফেলা হয়। ঘটনাটি গত জুলাইয়ে ঘটলেও সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে এসেছে।লুধিয়ানা পুলিশ জানায়, নিহতের নাম রূপিন্দর কৌর পাণ্ডের। তিনি যুক্তরাষ্ট্রের সিয়াটল শহর থেকে ভারতে যান ৭৫ বছর বয়সী যুক্তরাজ্যপ্রবাসী ভারতীয় নাগরিক চারঞ্জিত সিং গ্রেওয়ালের আমন্ত্রণে। গ্রেওয়াল ছিলেন তার হবু বর। তবে তিনিই হত্যার মূলহোতা বলে অভিযোগ পুলিশের।সম্প্রতি পুলিশ সোনু নামে এক ব্যক্তিকে আটক করেছে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করে জানিয়েছেন, নিজের বাড়িতে রূপিন্দরকে খুন করার পর দেহ পুড়িয়ে ফেলেন।অভিযোগ অনুযায়ী, গ্রেওয়ালের নির্দেশেই এই কাজ করেন তিনি এবং বিনিময়ে তাকে ৫০ লাখ রুপি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।পুলিশ কর্মকর্তারা জানান, রূপিন্দর মৃত্যুর আগে বিপুল অর্থ দিয়েছিলেন গ্রেওয়ালকে। আর্থিক উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।চারঞ্জিত সিং গ্রেওয়ালকে মামলার আসামি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লুধিয়ানা পুলিশ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সতিন্দর সিং। গ্রেওয়াল বর্তমানে পলাতক। পুলিশ এখন অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে দেহাবশেষ ও অন্যান্য প্রমাণ খুঁজছে।সূত্র: এনডিটিভিকেএএ/ভোরের আকাশ/মো.আ.
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৩:২২ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ (দশ) কেজি গাঁজা ও ১টি অটোরিকশাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার (১৪ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ঘাটিয়ারা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পৃথক অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ১০ (দশ) কেজি গাঁজা ও ১টি অটোরিকশাসহ ৩ জন মাদক কারবারি এবং ৪৫০ পিস ইয়াবাসহ আশুগঞ্জ টোলপ্লাজা থেকে ১জনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, রবিবার দুপুর ১২টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ঘাটিয়ারা এলাকা হতে ৩ জন কারবারিকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ১০কেজি গাঁজা ও মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি ব্যাটারিচালিত অটোরিক্সা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামিদের দুইজন জেলার বিজয়নগর থানার বাসিন্দা- নারী কারবারি মিনারা বেগম (৪০) স্বামী- রয়েল চৌধুরী, গ্রাম- পশ্চিম কেশবপুর এবং রিয়াদ (২০), পিতা- আঙুর আলী, গ্রাম- কাশিনগর। অপরজন ঝালকাঠি নলছিটির মোহাম্মদ রানা (২৩)। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।অপরদিকে আগেরদিন সন্ধ্যায় জেলার আশুগঞ্জ টোলপ্লাজা হতে কিশোরগঞ্জ সদরের শহীদ মিয়া (৩২) কে ৪৫০ পিস ইয়াবাসহ আটক করে মামলা রুজু করে পুলিশ।ভোরের আকাশ/মো.আ.