ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
‘স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি, এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আমার আগুন বুকে জ্বালি-এই প্রতিপাদ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৫ পালিত হয়েছে। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর আয়োজনে দুপুর ১২টায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এরপর দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা প্রশাসন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. মোর্তজা মোর্শেদ, উপ-মহাপরিদর্শক (কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ব্রাক্ষণবাড়িয়া। ) জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘বাসা-বাড়িতে যারা কাজ করে এদের বেশিরভাগই শিশু। নিজেদেরকে আরো সচেতন হতে হবে। শিশুশ্রম প্রতিরোধে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া। শুধু আইন প্রয়োগ নয়, পরিবার ও সমাজকে সচেতন করাও জরুরি। সন্তানদের ভবিষ্যৎ গড়তে হলে তাদেরকে স্কুলে পাঠাতে হবে, কাজে নয়। ’আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, মালিক প্রতিনিধি-এম এ হালিম, শ্রমিক প্রতিনিধি- মো: আজম বেপারী, এনজিও প্রতিনিধি- এস এম শাহিন (নির্বাহী পরিচালক, স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়া), পুলিশ সুপার এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এম এন রকিবুল রাজা (অতিরিক্ত পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেল)। বক্তারা বলেন- চায়ের দোকান, হোটেল, রেস্টুরেন্ট, কলকারখানা, পরিবহণসহ সব জায়গাতে শিশুদেরকে কাজের জন্য 'না' বলতে হবে এবং সামজিকভাবে সচেতনতা গড়ে তুলতে হবে; তাহলেই শিশুশ্রম প্রতিরোধ করা সম্ভব। এছাড়াও উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত স্কাউট সদস্য, কলকারখানার শ্রমিক ও সাংবাদিকবৃন্দ।ভোরের আকাশ/আজাসা