ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে রাশিয়ার চালানো ভয়াবহ হামলায় অন্তত তিনজন নিহত এবং দুই শিশুসহ ১৭ জন আহত হয়েছেন। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরটির মেয়র ইহোর তেরেখভ জানিয়েছেন, ২০২২ সালে পূর্ণমাত্রার রুশ আগ্রাসন শুরুর পর এটাই খারকিভে সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী হামলা। খবর আল-জাজিরার।তেরেখভ শনিবার ভোরে এক টেলিগ্রাম বার্তায় বলেন, “আকাশে এখনো ড্রোন ঘুরছে। সাইরেনের শব্দে শহরজুড়ে আতঙ্ক।” তিনি জানান, আবাসিক ভবন ও বেসামরিক স্থাপনাগুলোর মারাত্মক ক্ষতি হয়েছে। শহরটিতে রাতভর ৪৮টি ইরানি তৈরি ড্রোন, দুটি ক্ষেপণাস্ত্র ও চারটি গাইডেড বোমা নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। খারকিভ শহরটি রাশিয়ার সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এবং এতে প্রায় ১৪ লাখ মানুষের বাস।এর আগে, বৃহস্পতিবার এক হামলায় শহরটিতে চার শিশুসহ আরও ১৮ জন আহত হয়েছিলেন।ইউক্রেনের জাতীয় কর্তৃপক্ষ জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত মোট ২১৫টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে ৮৭টি ড্রোন ও সাতটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে তারা।এদিকে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খেরসন শহরে রাশিয়ার গোলাবর্ষণে এক দম্পতি নিহত হন এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন খেরসনের গভর্নর ওলেকজান্ডার প্রোকুদিন। অন্যদিকে, ডনিপ্রোতে ৪৫ ও ৮৮ বছর বয়সী দুই নারী পৃথক হামলায় আহত হয়েছেন।খারকিভে এই জোরালো হামলাকে ইউক্রেনের পক্ষ থেকে সম্প্রতি রাশিয়ার একটি বিমানঘাঁটিতে চালানো হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার রাতেও রাশিয়া ইউক্রেনজুড়ে, বিশেষ করে রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালায়।ভোরের আকাশ।। হ.র
০৮ জুন ২০২৫ ১২:১০ এএম
পুতিন ও আমি একসঙ্গে না হলে শান্তি সম্ভব নয়: ট্রাম্প
রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব নয় যতক্ষণ না তিনি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একসঙ্গে বসেন—এমন মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বৃহস্পতিবার (১৫ মে) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, "পুতিন এবং আমি একসঙ্গে না হওয়া পর্যন্ত কিছুই ঘটবে না।"তিনি আরও বলেন, "তিনি (পুতিন) তুরস্কে যাচ্ছেন না কারণ তিনি ভেবেছেন আমি সেখানে যাব। আমি না গেলে তিনিও যাবেন না।"ট্রাম্প বলেন, "আপনি পছন্দ করুন আর না করুন, যতক্ষণ না আমরা দুজন একসঙ্গে হই, ততক্ষণ কিছুই হবে না। কিন্তু এই যুদ্ধ থামাতে হবে, কারণ অনেক মানুষ মারা যাচ্ছে।"এদিকে যুদ্ধ বন্ধের লক্ষ্যে বৃহস্পতিবার তুরস্কে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার কথা রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই জানিয়ে দিয়েছেন, পুতিন আলোচনায় অংশ নিলে তিনিও বৈঠকে অংশ নেবেন। তবে রাশিয়ার পক্ষ থেকে প্রকাশিত প্রতিনিধিদলের তালিকায় পুতিনের নাম নেই।বিশ্লেষকরা মনে করছেন, শীর্ষ পর্যায়ের সরাসরি সংলাপ ছাড়া এই সংকট নিরসনের আশা ক্ষীণ।ভোরের আকাশ//হ.র
১৬ মে ২০২৫ ১১:০২ এএম
পুতিনের তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাবিত তিন দিনের যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন—কমপক্ষে ৩০ দিনের যুদ্ধবিরতি না হলে কোনও অর্থপূর্ণ আলোচনা সম্ভব নয়।শনিবার রাতে বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, শুক্রবার কিয়েভে একটি গোপন সাংবাদিক সম্মেলনে (যার বক্তব্য শনিবার প্রকাশ করা হয়) পুতিনের প্রস্তাবকে ‘নাটকীয় প্রদর্শনী’ বলে আখ্যা দেন জেলেনস্কি। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে পুতিন তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেন।জেলেনস্কি বলেন, "আমরা যুক্তরাষ্ট্রের দেওয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে ভিত্তি হিসেবে নিয়েছি। মাত্র তিন দিনের যুদ্ধবিরতিতে কোনও কার্যকর আলোচনা সম্ভব নয়।”এ সময় তিনি বিদেশি রাষ্ট্রপ্রধানদের ৯ মে’র বিজয় দিবসের অনুষ্ঠানে রাশিয়া সফর না করার অনুরোধ জানান। তিনি বলেন, “রাশিয়ার মাটিতে কী হচ্ছে, তার দায়িত্ব আমরা নিতে পারি না। সেখানে যারা যাবেন, তাদের নিরাপত্তার দায়িত্ব রাশিয়ার। আমরা কোনও সুরক্ষার গ্যারান্টি দিতে পারি না।”জেলেনস্কির এই মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানায় রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এসব বক্তব্যকে “বিদেশি নেতাদের সরাসরি ভয় দেখানো” বলে মন্তব্য করেন।এছাড়া রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জেলেনস্কিকে ‘উসকানিমূলক বক্তব্য’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।ভোরের আকাশ//র.ন