নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫ ০২:২৬ এএম
চট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ‘সংস্কার ঐক্য পরিষদ’-এর ডাকা শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিতে অংশগ্রহণ করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১ জুলাই) রাতের দিকে জারি করা এক প্রজ্ঞাপনে তার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে এনবিআর।
এর আগে গত শনিবার ও রোববার (২৮ ও ২৯ জুন) এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন কমিশনার জাকির হোসেন। এসব কর্মসূচিতে অংশগ্রহণকে রাজস্ব আদায়ে বিঘ্ন এবং সরকারি নির্দেশনা অমান্য বলে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান তার বিরুদ্ধে ব্যবস্থা নেন।
এনবিআর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ বিভিন্ন দাবিতে শাটডাউন ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলন চলাকালীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ এনবিআরের সেবাকে ‘অত্যাবশ্যকীয় সেবা’ হিসেবে ঘোষণা দেয়, যাতে আন্দোলন কার্যক্রম সীমিত হয়।
রোববার রাতে আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। একইদিন সংগঠনের সভাপতি, সহসভাপতিসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে ‘অবৈধ সম্পদ অর্জন ও রাজস্ব ক্ষতির’ অভিযোগে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পরদিন (মঙ্গলবার) আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের তথ্য জানায় দুদক। তাদের মধ্যে এনবিআরের আন্দোলনের সামনের সারির তিন নেতাও রয়েছেন।
সাম্প্রতিক এই ধারাবাহিকতায় এবার শাটডাউন কর্মসূচিতে সরাসরি অংশ নেওয়ায় চট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হলো।
তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে জাকির হোসেনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ভোরের আকাশ//হ.র