ছবি: ভোরের আকাশ
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্রে দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর রামচন্দ্রপুর ইউনিয়ন শাখা।
বুধবার (৯ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা স্বাস্থ্য কেন্দ্রের আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন করে তোলেন। এসময় ময়লা-আবর্জনা অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার করার কর্মসূচি পালন করা হয়।
এতে রামচন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হক মিলন বলেন, রামচন্দ্রপুর পল্লী কেন্দ্রটি দীর্ঘ দিন ধরে বেহাল দশায় পড়ে আছে। পরিত্যক্ত ভবনের আঙিনায় জন্ম নেওয়া ঝোপঝাড়গুলো মশা ও পোকামাকড়ের অভায়াশ্রমে পরিণত হয়েছে তাই আমরা সম্মিলিতভাবে এই পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করছি।
পরিস্কার-পরিচ্ছন্ন অভিযানকে স্বাগত জানিয়ে স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ আবু সাঈদ বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ শুধু রোগ প্রতিরোধেই সাহায্য করে না, বরং এটি রোগীদের মানসিক স্বস্তিও এনে দেয়। এসময় তিনি হাসপাতালের পরিবেশ রক্ষায় এলাকাবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, জামায়াত ইসলামী সম্প্রতি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে তাদের উপস্থিতি ও দায়িত্ববোধ তুলে ধরছে। এ কার্যক্রমের মাধ্যমে তাদের সামাজিক ভূমিকা আরও ইতিবাচকভাবে প্রতিফলিত হচ্ছে।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলার আয়োজনে, ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের ব্যানারে বরিশাল জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ প্রথমে বিক্ষোভ করেন।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও বরিশাল বিভাগের টিম প্রধান মনিরুল আলম চৌধুরী।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজামুর রহমান নিজাম, সদস্য সচিব কামরুল আহসান।এছাড়া উপস্থিত ছিলেন, বরিশাল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন টিটু, রবিউল আউয়াল শাহিন, এইচ এম আল আমিন, সালাউদ্দিন, রেজাউল কবির রেজা, তাজবির চৌধুরী সাব্বির, মাইনুল ইসলাম রাসেল, শেখ শহিদুল ইসলাম সাজ্জাদ, হাফিজুর রহমান সোহাগ, মোঃ বাদল, মেহেদী হাসান মিরু, বাবু সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।বক্তারা বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে তাদের এই সমাবেশ। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয় এসে শেষ হয়। ভোরের আকাশ/জাআ
ফুলবাড়ী উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণঅনুষ্ঠিত হয়।গতকাল সোমাবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে ফুলবাড়ীউপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাসানুল বান্নার সভাপতিত্বে আলোচনা সভাঅনুষ্ঠিত হয়।এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, “যার বাংলা ভাবান্তর, ন্যায়্য ও সন্তাবনাময়বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরস্কার তুলে দেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. মশিউর রহমান, ফুলবাড়ী উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিববুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মানিক মন্ডল, খয়েরবাড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান মো. শামীম, মৎস কর্মকর্তা রাশেদা আক্তার।আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা বিভাগের ক্যাটাগরি অনুযায়ী ভালো কাজ করার জন্য ৬ জনকে পুরুষ্কার তুলে দেন। এ সময় ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী মাঠ পর্যায়ের উপ সহকারী, পরিদর্শিকা, পরিদর্শক ছাড়াও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজক ছিলেন ফুলবাড়ী পরিবার পরিকল্পনা কর্মকর্তা। সঞ্চালনায় করেছেন ফুলবাড়ী পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক মো. আতিকুর রহমান ।ভোরের আকাশ/জাআ
আপনারা দু'একটি ইসলামী দল কবে থেকে রাজনীতি করার সুযোগ পেয়েছেন? জিয়াউর রহমানের অনুকম্পায় আপনারা সুযোগ পেয়েছেন। এখন আপনারা টার্গেট করেছেন তারেক রহমান ও বিএনপিকে। বুক পিঠ বলে আপনাদের কিছু নেই। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম ঈদগাহ মাঠে আমরা বিএনপি পরিবার আয়োজিত জুলাই-আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ কুড়িগ্রামের ১০ পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, জিয়াউর রহমানের অনুকম্পায় রাজনীতি করেছেন, জিয়াউর রহমান মারা গেলো এরশাদ বন্ধুকের নল দিয়ে গণতন্ত্র হত্যা করলো, সেই এরশাদের সাথে কেউ যাবে না বল্লেও আপনারা চলে গেলেন। কার সাথে, শেখ হাসিনার সাথে। সবসময় সুবিধা খুঁজে বেড়ান, সবসময় ধান্ধা খুঁজে বেড়ান। চলে গেলেন, বিএনপি যায় নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যায় নাই। তিনি বলেছেন, জনগণের কাছে আমি যে অঙ্গীকার ওয়াদা করছি সেখান থেকে সরবো না।তিনি আরো বলেন, আমরা ১৬ বছর লড়াই করেছি। আইনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। ১৬ বছর ভোটাররা ভোট দিতে পারেনি। কিন্তু এই নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন?জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাইফুর রহমান রানা প্রমুখ।ভোরের আকাশ/জাআ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, চীনের সাথে জোরালো আলোচনা চলছে; শ্রীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে।মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীর বামতীর পূর্ব সর্তকর্তামুলক কাজ পরির্দশনকালে এসব কথা বলেন।তিনি বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে তিস্তা নদীর গতি প্রকৃতি অনেকটাই আমাদের উপর নির্ভর করে না। এটা নির্ভর করে উজানের দেশের উপর।সরকারি পর্যায় থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা হয়েছিল। আপনারা জানেন যে, ২০১১ সালে একটা চুক্তি করা হয়েছিল তবে সেই চুক্তি এখনো স্বাক্ষর করা হয়নি তবে সেই প্রক্রিয়া এবং সেই কাজ এখনো চলমান রয়েছে। আমাদের জনগোষ্ঠী,জনপদ দেশের একটা অধিকার আছে সেটা আমরা কেমন করে সুরক্ষিত রাখতে পারি সেজন্য চীন সরকারের সাথে ২০১৬ সালে একটা স্বারক দেয়া হয়েছিল যার পরে একটা প্লান দেয়া হয়েছিল সেই প্লান আর আগায়নি। তিনি বলেন, আমরা এসে জনগণের দাবি শুনেছিলাম যে তাঁরা তিস্তাকে নিয়ে একটা মহাপরিকল্পনা চায়। আমরা এসে সেই পরিকল্পনাকে মহাপরিকল্পনায় রুপ দেওয়ার জন্য চীন সরকারের সাথে কথাবার্তা শুরু করেছি। তিস্তা নিয়ে আমরা পাঁচটা গণশুনানি করেছি। যাতে এই পরিকল্পনা সরকারের পরিকল্পনা না হয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর পরিকল্পনা হয়।এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড এর মহাপরিচালক এনায়েত উল্লাহ, উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান, কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মাহফুজুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান প্রমুখ।ভোরের আকাশ/জাআ