মহেশখালী প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ১১:৪৭ পিএম
ছবি সংগ্রহীত
কক্সবাজারের মহেশখালী পৌরসভাস্থ ফায়ার সার্ভিস এলাকার সড়কে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদারের নেতৃত্বে যৌথবাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন।
বুধবার (১৫ অক্টোবর) সকালে পরিচালিত এ অভিযানে সড়কে চলাচলকারী মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র, লাইসেন্স ও ফিটনেস সনদ যাচাই করা হয়। নিয়ম না মানায় তিনটি মামলায় মোট দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক চালকরা যেন অটোরিকশা না চালায়, সে বিষয়ে কঠোর সতর্কতা জারি করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, মহেশখালী পৌর এলাকায় বেপরোয়া গাড়ি চালনা ও নিয়ম না মানার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সম্প্রতি শাপলাপুর পাহাড়ি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হন। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দ্বীপবাসী।
স্থানীয়রা বলেন, “এমন অভিযান নিয়মিত পরিচালনা করলে সড়ক দুর্ঘটনা অনেকটা কমে আসবে।”
ভোরের আকাশ//হ.র