মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫ ০৮:১৩ পিএম
ঘিওরে কাঁঠালের জন্য ভাবিকে হত্যা, আদালতে স্বীকারোক্তি
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি কাঁঠালের জন্য ভাবি সোভা বেগমকে (৩৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত দেবর রাকিব (২৮) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার (২২ জুন) দুপুরে তাঁকে মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করা হলে বিচারক রাহুল দে ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি গ্রহণ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হত্যাকাণ্ডটি ঘটে শুক্রবার সকালে, উপজেলার নালী ইউনিয়নের বেরিবাঁধ এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোভা বেগম ওই এলাকার সালাম মিয়ার স্ত্রী। তাঁদের বাড়ির পাশে দুটি কাঁঠাল গাছ ছিল। কয়েক মাস আগে দেবর রাকিব তাঁর অংশের গাছটি কেটে ফেলেন।
ঘটনার দিন সকালে সোভা অপর গাছ থেকে কাঁঠাল তুলছিলেন। এ সময় রাকিব এসে ওই গাছে নিজের মালিকানা দাবি করে। একপর্যায়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে রাকিব ঘরে গিয়ে ধারালো ছুরি এনে সোভাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপরই রাকিব পালিয়ে যান।
হত্যাকাণ্ডের পরদিন শনিবার বিকেল সাড়ে চারটার দিকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর এলাকা থেকে রাকিবকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই মানিকগঞ্জের পরিদর্শক সুখেন্দু বসু জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় রাকিবের অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নিহত সোভা বেগম মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী সালাম মিয়া পেশায় দিনমজুর। তাঁদের দুই ছেলে রয়েছে—বড় ছেলে শামীম (১৭) ঢাকায় একটি কারখানায় কাজ করেন এবং ছোট ছেলে সাকিব (১১) স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত রাকিব সোভা বেগমের স্বামীর ছোট ভাই।
এ ঘটনায় এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন, একটি কাঁঠালকে কেন্দ্র করে এমন নির্মম হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। তাঁরা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ভোরের আকাশ/জাআ