জেলা প্রশাসকের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৫ ০৬:০৮ পিএম
টাঙ্গাইলে ঈদুল আযহা’র প্রধান জামাত সকাল আটটায়
টাঙ্গাইলে পবিত্র ঈদুল আযহা’র প্রধান জামাত সকাল আটটায় স্থানীয় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। প্রকৃতিগত পরিবেশ তথা আবহাওয়ার কারণে বৈরী পরিস্থিতির সৃষ্টি হলে ঈদুল আযহা’র প্রধান জামাত শহরের মারকাজ মসজিদে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৩ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় এই সিদ্বান্ত হয়।
ওই সভায় অন্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন, টাঙ্গাইলের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক মো. শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেল, ডেপুটি সিভিল সার্জন ডা. মুহম্মদ আজিজুল হক, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার প্রমুখ।
এছাড়া ঈদুল আযহা’র আগে কোরবানির পশুর হাট কেন্দ্রিক যানযট নিরসনকল্পে গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলা সদরের নানা শ্রেণি-পেশার গণমানুষের প্রতিনিধিরা অংশ নেয়।
ভোরের আকাশ/এসআই