পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫ ০১:২৩ এএম
ছবি: ভোরের আকাশ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দীর্ঘ ১৬ বছর পরে মঠবাড়িয়া পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।
আগামীকাল মঙ্গলবার (৮ জুলাই) মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সম্মেলনের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে সম্মেলনস্থলে নির্মাণ করা হয়েছে প্যান্ডেল।
সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে বইছে উৎসাহ-উদ্দীপনা। সদস্য পদ যাচাই-বাছাই কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটেছে। উভয়পক্ষের সাত জন আহত হয়েছে। বিএনপির এক অংশের অফিসে ককটেল হামলার ঘটনা ঘটেছে।
দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে বিএনপির কাজী রওনাকুল ইসলাম টিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
পৌর বিএনপি'র সভাপতি পদপ্রার্থী নাজমুল কামাল মুন্সি, জসিম ফরাজী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিজানুর রহমান, অহিদুজ্জামান মিল্টন, মোঃ দুলাল, আবু মাস্টার যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী রিয়াজুল হক,শাহিন রেজা।
পৌর বিএনপির আহ্বায়ক কে এম হুমায়ুন কবির দৈনিক ভোরের আকাশ কে বলেন, সম্মেলন সফল করতে আমরা রাত-দিন কাজ করে যাচ্ছি। পৌর বিএনপির ইতিহাসে এটি সেরা সম্মেলন হবে। সম্মেলনে শত শত নেতা-কর্মী অংশ নেবেন। এর মাধ্যমে ত্যাগী নেতাদের নেতৃত্বে আনা হবে।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মৃধা এই প্রতিবেদককে বলেন, মাঠপর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতেই নতুন নেতা নির্বাচন করা হবে। সম্মেলন সফল করতে ইতিমধ্যে তাঁরা সব সাংগঠনিক কাজ শেষ করেছেন।
ভোরের আকাশ/জাআ