সংগৃহীত ছবি
পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নে ‘মুরগির খোপে থাকা’ ভাইরাল সেই বৃদ্ধা লাল বড়ু বেগম আর নেই। গতকাল বুধবার দুপুর ৩ টায় বড় ছেলে মোস্তফার ঘরে বসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। লাল বড়ু বেগমের বড় ছেলে মোস্তফা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন লাল বড়ু। জীবনের শেষ সময়টুকু তিনি কাটিয়েছেন বড় ছেলে মোস্তফার সঙ্গেই।
এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় বৃদ্ধা লাল বড়ু একটি ছোট মুরগির খোপের মতো স্থানে বসবাস করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া। ছেলে-মেয়েদের অবহেলায় তিনি মানবেতর জীবন কাটাচ্ছেন এমন অভিযোগে নিন্দার ঝড় ওঠে সর্বত্র। যা নিয়ে গত ৩১ মে বিভিন্ন গণাম্যধমে সংবাদটি প্রকাশিত হয়।
দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের। পরে তাদের সহায়তায় লাল বড়ের জীবনমান কিছুটা উন্নত হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহানুভূতিতেই তিনি শেষ জীবনে খানিকটা স্বস্তি ফিরে পান।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মাগরিবের নামাজের পর পটুয়াখালী সদরের বড় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে । পরে পটুয়াখালী মুসলিম কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে ।বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জেলা যুবদলের আয়োজনে মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহসভাপতি আব্দুল আউয়াল আরজু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু প্রমুখ।উক্ত মিছিলে জেলার সাত উপজেলার নেতাকর্মী অংশ নেন।ভোরের আকাশ/জাআ
গোপালগঞ্জের সাধারণ মানুষকে ‘মুজিববাদমুক্ত’ করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরে পদযাত্রা শেষে জনতা ব্যাংক মোড়ে অনুষ্ঠিত পথসভায় তিনি এ কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, অনেকে কালই গোপালগঞ্জ যেতে চেয়েছিলেন। খুব শিগগিরই আমরা সেখানে যাচ্ছি। গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করব। তবে সরকারকে সতর্ক করে দিতে চাই সাধারণ মানুষকে যেন হেনস্তা করা না হয়।তিনি বলেন, আমরা ন্যায্য বিচার আদায় না করে রাজপথ ছাড়ব না। এখনো সময় দিচ্ছি সন্ত্রাসীদের গ্রেফতার করুন। তা না হলে আমরা আবারো গোপালগঞ্জ অভিমুখে লং মার্চ করব। তবে এবার আর ফিরে আসব না মুজিববাদ মুক্ত করে তবেই ফিরব।তিনি আরো বলেন, ৬৪টি জেলায় পদযাত্রা শেষ না করে আমরা ঘরে ফিরব না। আগামী ৩ আগস্ট আমরা শহিদ মিনারে জড়ো হবো জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রকাশের জন্য। যাই হোক না কেন, এই পদযাত্রা থামবে না। মানুষের মুক্তির এই আন্দোলনে আমরা বিজয়ী হয়েই ফিরব।ভোরের আকাশ/এসএইচ
বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, আওয়ামী লীগ দুস্কর্ম করার জন্য একবার ২১ বছর ক্ষমতার বাইরে ছিল। একই কারণে এখন আওয়ামী লীগের ৬৩ বছরেও ক্ষমতায় আসার সুযোগ নেই। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে মাদারীপুরের শিবচরে মাদবরেরচর বাসস্ট্যান্ডে শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী ও জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য, নাদিরা মিঠু চৌধুরীর সভাপতিত্বে উক্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবীর, জেলা বিএনপির সদস্য সচিব মোঃ জাহান্দার আলী জাহান, মাদারীপুর জেলা বিএনপি, যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু, জামিনুর হোসেন মিঠু, মিজানুর রহমান মুরাদ, শিবচর উপজেলা যুবদলের সহসভাপতি শামীম আহসান চৌধুরী সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আরো বলেন, গোপালগঞ্জে আওয়ামীলীগ গত কালকে একটি ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে। এদেশে ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলাই এখন সময়ের দাবি।গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পলায়ন করতে বাধ্য হয়। কিন্তু আজ সেই পতিত স্বৈরাচারের মদদপুষ্ট আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা আবারও দেশকে অস্থিতিশীল করে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ত ও ব্যর্থ ভূমিকা গভীর উদ্বেগজনক এবং প্রশ্নবিদ্ধ। তাদের দায়িত্ব ছিল শান্তিপূর্ণ কর্মসূচি সুরক্ষিত রাখা। কিন্তু তারা তা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে।তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শান্তি রক্ষায় দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে এখনই তাদের মূলোৎপাটন প্রয়োজন।ভোরের আকাশ/জাআ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সাপের ছোবলে স্বপ্না আক্তার (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের খলিশা ডহুরা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত স্বপ্না আক্তার ওই গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। স্বপ্নার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্বপ্নার শ্বাশুড়ি আসমানী বেগম জানান, সকালবেলা রান্না শেষে স্বপ্না ঘষি আনতে রান্নাঘরের পাশে রাখা মাচায় ওঠেন। ঘষি নিতে গিয়ে হঠাৎ একটি সাপ তাঁর হাতে ছোবল দেয়। ছোবল খেয়ে তিনি চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা ছুটে এসে তাঁর হাতের কনুইয়ের ওপর দড়ি বেঁধে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।বরাইদ ইউনিয়ন পরিষদের সদস্য রমজান আলী বলেন, “সকালেই মৃত্যুর খবর পেয়েছি। পরে পরিবার মাচা থেকে সাপটি খুঁজে পিটিয়ে মেরে ফেলে। তবে তাঁরা পুলিশকে বিষয়টি জানায়নি।”সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”নিহত স্বপ্নার ছেলে সৌরভের বয়স ১২ বছর এবং মেয়ে সুমাইয়ার বয়স ১৪ বছর বলে জানা গেছে।ভোরের আকাশ/জাআ