পাথরঘাটায় ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবি
বরগুনার পাথরঘাটা ইউএনও মো. রোকনুজ্জামান খানের বদলির আদেশ প্রত্যাহার ও কর্মস্থলে পুনর্বহালের দাবিতে আবারও মানববন্ধন করেছে স্কুলশিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ জনগণ।
বুধবার সকাল ১১টায় পাথরঘাটা আবু সাঈদ চত্বরে (গোলচত্বর) এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহার করে তাঁকে পুনর্বহালের দাবি জানান। দাবি না মানলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা ঘোষণা দেন।
মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি নেতা মহিউদ্দিন ইসমেসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা। এতে উপজেলার নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন স্বাক্ষরিত চিঠিতে ইউএনও মো. রোকনুজ্জামান খানকে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় বদলি করা হয়। এরপর থেকেই পাথরঘাটার জনসাধারণ তার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছেন।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
শব্দ দূষণ নিয়ন্ত্রণে টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালে ঢাকা-যমুনাসেতু মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা এলাকায় অনুমোদিত সীমার বাইরে শব্দ উৎপন্নকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় চারটি গাড়ি থেকে মোট পাঁচটি হর্ন জব্দ করা হয়। পাশাপাশি দায়ীদের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টাঙ্গাইল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলম এবং মোছা. সুমনা আক্তার। আদালতে প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর।অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন টাঙ্গাইল জেলা পুলিশের সদস্যরা।ভোরের আকাশ//হর
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২ জন। হতাহতরা সবাই বাসযাত্রী।বুধবার বিকেল ৩ টার দিকে এ দুর্ঘনাটি ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যাইনি।পুলিশ ও স্থানীয়রা জানান, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিলো। বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় পৌছালে ঢাকাগামী একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় ঢাকাগামী রড ভর্তি অন্য একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হয়।এ সময় পুলিশ আহত ১৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত বলে ঘোষনা করেন।বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, নিহত ওই তিন বাস যাত্রীর পরিচয় সনাক্তের চেষ্ট চলছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্থান্তর করা হবে।ভোরের আকাশ//হ.র
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার গুয়ারেখা ইউনিয়নের পাটিকেলবাড়ী গ্রামে পাগলা কুকুরের কামড়ে গুরুতর আহত হয়েছে এক শিশু। আহত শিশুটির নাম মরিয়ম আক্তার (৫)। সে ওই এলাকার ইকবাল গাজীর মেয়ে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ বুধবার (১৫ অক্টোবর) বিকালে মরিয়ম বাড়ির উঠানে খেলার সময় হঠাৎ এক পাগলা কুকুর এসে তার গাল কামড়ে গুরুতর জখম করে।চিৎকার শুনে পরিবারের সদস্যরা দৌড়ে এসে শিশুটিকে উদ্ধার করে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং গালে ৯টি সেলাই দেন বলে জানা গেছে।ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, ঐ কুকুরটি আরও কয়েকটি স্থানে ঘোরাঘুরি করছে এবং প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।ভোরের আকাশ//হ.র
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়ন ও ইন্দুরকানি সদর ইউনিয়নে ঘরে ঘরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৫ অক্টোবর) এই কর্মসূচির অংশ হিসেবে পাড়েরহাট ইউনিয়নের গাজীপুর ও লাহুরী গ্রাম, এবং ইন্দুরকানি সদর উপজেলার ভবানীপুরও পাড়েরহাট ইউনিয়নের গাজীপুর,লাহুরী গ্রামে স্থানীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে তারেক রহমানের ঘোষিত কর্মসূচির লিফলেট পৌঁছে দেন।লিফলেট বিতরণে অংশ নেন জিয়ানগর উপজেলা ছাত্রদলের সভাপতি আল-আমিন হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল শিকদার, জিয়ানগর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী মমতাজ বেগম ও রোজিনা বেগম।এই কর্মসূচি পরিচালিত হয় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক,ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠ-এর যুগ্ম সম্পাদক হাফিজ আল আসাদ সাঈদ খানের উদ্যোগে।কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের মধ্যে দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা জানান, এই উদ্যোগ দেশের পুনর্গঠনের রূপরেখা হিসেবে নতুন আশার আলো জাগিয়েছে।ভোরের আকাশ//হ.র