মাসুদ রানা, বরিশাল ব্যুরো
প্রকাশ : ২২ জুন ২০২৫ ০৬:৩৫ পিএম
বরিশালে ডিবি পুলিশের অভিযানে একজন আটক
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে মাদক ও মোবাইল জব্দ করে মেট্রোপলিটন গোয়েন্দা টিম।
রবিবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবা ও নেশাজাতীয় ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ১৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬ অ্যাম্পুল নিষিদ্ধ ইনজেকশন, একটি পুরাতন বাটন মোবাইল এবং দুটি সিমকার্ড জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২১ জুন দুপুর ১টা ২৫ মিনিটে কোতোয়ালি মডেল থানার আওতাধীন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ক্যাথলিক কবরস্থানের গেটসংলগ্ন পাকা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিএমপি গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ রাহাতুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন এএসআই রতন কুমার সিকদার, এএসআই শাহাদাত হোসেন, কনস্টেবল মোঃ আনোয়ার হোসেন , পিন্টু কুমার রায়, মোঃ ইউনুছ মিয়া, মোঃ দিপু মিয়া এবং আজাহারুল ইসলাম।
আটক ব্যক্তির নাম মোঃ আরিফ হোসেন (৩৫)। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের বরফকল বান্দ রোড এলাকার বাসিন্দা। পিতা মোঃ আব্দুল কুদ্দুছ এবং মাতা মোসাঃ রাহিমা বেগম।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন মিডিয়া সেল।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ভোরের আকাশ/জাআ