শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৫ ০৩:৩৯ পিএম
পৃথক অভিযানে প্রায় দুইশত ২১বস্তা সরকারি চাল জব্দ
শেরপুরের পৃথক তিনটি স্থান থেকে ২শ ২১ বস্তা ভিজিএফের চাল জব্দ করা হয়েছে। এঘটনায় বিএনপি নেতাসহ দুইজনকে আটক করেছে প্রশাসন। অপরদিকে বিতরণ না করে মজুদ করে রাখা টিসিবির ১১৭৮ লিটার সোয়াবিন তেল, ১২০০ কেজি ডাল ও ৫৪০ কেজি চিনি জব্দ করে সংশ্লিষ্ট ডিলারের হেফাজতে রাখা হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে জেলার নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা বাজারের শাজাহান বেকারীর সাথে জনৈক নূর ইসলামের মার্কেটে ও নারায়নখোলা হাজী মোড়ে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৮৫ বস্তা চাল জব্দ করে যৌথবাহিনি। এসময় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নকলার চরঅষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়াকে আটক করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। অভিযানে সেনাবাহিনী ও থানা পুলিশের দুটি দল সহায়তা করে।
এদিকে চরঅষ্টধর ইউনিয়নের জন্য বরাদ্দকৃত টিসিবির পণ্য গত ১৫ মে বিতরণ করার কথা থাকলেও তা বিতরণ না করে মজুদ করে রাখে। পরে যৌথবাহিনী টিসিবির ১১৭৮ লিটার সোয়াবিন তেল, ১২০০ কেজি ডাল ও ৫৪০ কেজি চিনি জব্দ করে।
বিষয়টি নকলা উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র টিসিবির পণ্যগুলো সংশ্লিষ্ট ডিলার মোঃ সেলিমের হেফাজতে রাখার নির্দেশ প্রদান করেন। যা আগামী সপ্তাহে টিসিবির কার্ডধারীদের মধ্যে বিতরণ করা হবে। অসুস্থতা জনিত কারণে টিসিবির পণ্যগুলো বিতরণ করতে পারেনাই। তাই মানবিক কারণে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
একইদিন ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের কারাগাও বটতলা থেকে ভিজিএফ এর ২১ বস্তা চাল জব্দ করা হয়। এসময় এক ভ্যানচালককে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়।
অপরদিকে ২৮ মে মধ্যরাতে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন পরিষদ এলাকা থেকে ১১৫ বস্তা ভিজিএফ এর চাল জব্দ করে উপজেলা প্রশাসন।
এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান এসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরঅষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে খাদ্যবান্ধব কর্মসূচির ভিজিডি’র চাল সংগ্রহ করে জনৈক নূর ইসলামের মার্কেটের একটি কক্ষে (ব্যক্তিগত গুদাম) মজুত রাখতেন। পরে সেসব চাল বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বাজারজাত করার প্রস্তুতি নেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন তার গুদামে হানা দেয়। এসময় অভিযানে ৪১ বস্তা সরকারি চাল উদ্ধারসহ শাজাহান মিয়াকে আটক করা হয়। পরে নারায়নখোলা হাজী মোড়ে অভিযান চালিয়ে একটি নির্মাণাধীন ভবনের কক্ষ থেকে অনুমান ৫০/৫৫ বস্তা চাল জব্দ করা হয়। তবে এখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, অভিযানে জব্দকৃত চালের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/এসআই