মো: জিল্লুর রহমান, গাজীপুর
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ০৮:০৭ পিএম
গাজীপুর মহানগরীর ৩৭নং ওয়ার্ড শাখা সি.পি.বি’র ৬ষ্ঠ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সি.পি.বি) গাজীপুর মহানগরীর ৩৭নং ওয়ার্ড শাখার ৬ষ্ঠ সম্মেলন-২০২৫ শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৩টায় কুনিয়া মির্জাবাড়ি রোডে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে কমরেড মো: আজিজুল ইসলামকে সম্পাদক এবং কমরেড শাহাবুদ্দিনকে সহ-সম্পাদক নির্বাচিত করে ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। পুরাতন কমিটি বাতিল করা হয়েছে এবং শপথ গ্রহণের মাধ্যমে নতুন কমিটি কার্যক্রমে যোগ দিয়েছে।
সম্মেলনের উদ্বোধন করেন সি.পি.বি, গাজীপুর জেলা সম্মেলন প্রস্তুতি পরিষদের সাংস্কৃতিক বিষয়ক আহ্বায়ক ও জেলা কমিটির সদস্য কমরেড মাধব আচার্য। সভাপতিত্ব করেন কমরেড মো: শাহাবুদ্দিন, সঞ্চালনা করেন কমরেড মো: আজিজুল ইসলাম।
সম্মেলনে উপস্থিত ছিলেন সি.পি.বি’র গাজীপুর জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড জিয়াউল কবীর খোকন, কমরেড মো: ফরুক হোসেন, লেখক ও কমরেড আবুল কালাম আজাদ (প্রত্যয় আজাদ) এবং কমরেড মো: বাবর মিয়া।
সম্মেলন শেষে নতুন ১৪ সদস্য বিশিষ্ট শাখা কমিটি গঠনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে।
ভোরের আকাশ/হ.র