ছবি : সংগৃহীত
কুমিল্লার দেবিদ্বারে পরিত্যক্ত অবস্থায় ৭১ পিস গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার সুলতানপুর ইউনিয়নের বখরিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
যৌথবাহিনী সূত্র জানা যায়, বুধবার সকালে দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বখরিকান্দি গ্রামের পূর্ব পাড়ার মো. রশীদুল ইসলামের বাড়ির সামনে রান্না ঘরের পাশে মাটির চুলা তৈরির চলছিল। একপর্যায়ে ২ ফিট মাটি খুড়লে একটি সাদা পলিথিনের ভেতরে পরিত্যাক্ত অবস্থায় গুলি দেখতে পায়।
স্থানীয়রা বিষয়টি দেবিদ্বার সেনা ক্যাম্পে জানায়। খবর পেয়ে দেবিদ্বার সেনা ক্যাম্প ও দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থল থেকে বিকেল ৩টায় ৭১ পিস গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
যৌথবাহিনী প্রাথমিক ভাবে ধারনা করছে, উদ্ধারকৃত গুলিগুলো নষ্ট এবং এগুলো মেশিন গানের হতে পারে।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মো. মাইনউদ্দিন বলেন, পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে পলিথিনে ব্যাগে ৭১ পিস গুলি উদ্ধার করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/মো.আ.
সংশ্লিষ্ট
ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনের একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শাহ ফরহাদ উদ্দিন আহমদ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে শহরের মৌলভীপাড়ায় ৬ তলা বিশিষ্ট দেওয়ান প্লাজা ভবনের ৫ম তলার ফ্ল্যাটের একটি কক্ষে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।নিহত ব্যক্তির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর গ্রামে। তিনি পরিবার নিয়ে শহরের মৌলভীপাড়ায় ওই ভবনের ৫ম তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন।ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক নিউটন দাস জানান, ভোর সোয়া ৪টার দিকে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফ্ল্যাটের ক্ষতিগ্রস্ত কক্ষ থেকে শাহ ফরহাদ উদ্দিন আহমদের মরদেহ উদ্ধার করা হয়।ধারণা করা হচ্ছে, আগুন রাত প্রায় ৩টায় লেগেছিল। কিন্তু ফায়ার সার্ভিসকে বিলম্বে খবর দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের সময় পরিবারের অন্যান্য সদস্যরা নিরাপদে বের হয়ে গেলেও কক্ষের ভেতরেই ছিলেন শারীরিকভাবে অসুস্থ শাহ ফরহাদ উদ্দিন আহমদ।নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের মূল কারণ উদঘাটনে তদন্ত চলমান রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।ভোরের আকাশ/মো.আ.
বেনাপোলে ইসলামি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রেদওয়ান হোসেন নিখোঁজ হওয়ার ৮ বছর পর ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি বিশেষ দল গত বুধবার সকালে ঘটনাস্থলে তদন্ত শুরু করেন।যশোর জেলার শার্শা উপজেলার বারোপোতা গ্রামের গুম হওয়া মো. রেজওয়ান হোসেন বেনাপোল পোর্ট থানার সাবেক ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ছিলেন। রেজওয়ান হোসেন শার্শা উপজেলার বাগআঁচড়া ডা. শেখ আফিল উদ্দীন ডিগ্রী কলেজের ইতিহাস বিষয়ের অনার্স ২য় বর্ষের ছাত্র।রেজওয়ান ২০১৬ সালের ৪ আগষ্ট বই কেনার উদ্দেশ্যে বেনাপোল বাজারের দূর্গাপুরস্থ রোডের বেনাপোল ইউনিয়ন ভূমি অফিসের সামনে পৌঁছালে বেলা ১২ টার দিকে তৎকালীন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসানের নেতৃত্বে এসআই নূরে আলমসহ পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার স্বজনরা। এরপর থেকেই রেজওয়ান নিখোঁজ।পরিবারের সদস্যরা জানিয়েছেন, রেজওয়ানকে তুলে নেওয়ার পর তারা বেনাপোল পোর্ট থানায় গিয়ে অভিযোগ জানাতে চাইলে ওসি অপূর্ব হাসান তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং থানার বাইরে বের করে দেন। পরবর্তীতে তারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করলেও গত নয় বছরেও রেজওয়ানের কোনো খোঁজ মেলেনি।এ ঘটনার তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি বিশেষ তদন্ত দল। দলটি গত বুধবার রেজওয়ানকে গ্রেফতারের স্থান পরিদর্শন করেন এবং পরিবার ও এলাকাবাসী সাক্ষ্য গ্রহণ করে। তারা রেদওয়ানের পরিবারের জবানবন্দি রেকর্ড করেন এবং সেই সময় উপস্থিত ছিলেন জামায়াতের স্থানীয় নেতারাও।রেজওয়ানের ভাই রিপন হোসেন জানান, আমরা থানায় গিয়ে জানতে চাইলে তৎকালীন ওসি অপূর্ব হাসান আমাদের বলেন, তোর ভাই তুরস্কে গিয়ে আইএসে যোগ দিয়েছে, তোরা তাকে আর পাবি না। উনি আরও হুমকি দেন, যদি বেশি খোঁজ করিস, তোদের পুরো পরিবারকেই বালির নিচে চাপা দিয়ে রাখব।তদন্তের সময় বেনাপোল পোর্ট থানা জামায়াতে ইসলামীর আমির রেজাউল ইসলাম, সহ সভাপতি ডা. মো. ইমরান, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন, বেনাপোল পোর্ট থানার বর্তমান ছাত্র শিবির সভাপতি মাহাদী হাসান ও সেক্রেটারী আশরাফুজ্জামান রনিসহ দলীয় ও স্থানীয় নেতারাসহ বেনাপোলের বিভিন্ন পেশাজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।বেনাপোল পোর্ট থানার জামায়াতের আমির রেজাউল ইসলাম বলেন, রেদওয়ানকে অন্যায়ভাবে তুলে নিয়ে গুম করা হয়েছে। আমরা ন্যায়বিচার চাই। অন্যদিকে পুলিশ সূত্র জানিয়েছে, ঘটনাটি অনেক পুরনো, তবে তদন্তের স্বার্থে সব দিক যাচাই করা হবে।ভোরের আকাশ/তা.কা
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ২৩ লাখ ১৬ হাজার টাকা পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১৮ লাখ ৭৬ হাজার টাকার ৫৩৬ কার্টন সিগারেট ও ৪ লাখ ৪০ হাজার টাকার ৮টি স্মার্ট ফোন পাওয়া যায়।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ওমানের মাস্কাট থেকে সালাম এয়ারের ফ্লাইটের আসা OV401 এর যাত্রী রাউজানের দীলিপ দাশ ও ফটিকছড়ির মোহাম্মদ সেলিমের ব্যাগেজ থেকে এসব পণ্য জব্দ করে কাস্টমস ও গোয়েন্দা সংস্থা।বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘ বিমানবন্দরের কাস্টমস হলে বিমানবন্দর কাস্টমস, বিমানবন্দর এনএসআই, ডিজিএফআই ও শুল্ক গোয়েন্দা কর্তৃক দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১৮ লাখ ৭৬ হাজার টাকার ৫৩৬ কার্টন সিগারেট ও ৪ লাখ ৪০ হাজার টাকার ৮টি স্মার্ট ফোন পাওয়া যায়। ’তিনি আরও বলেন, ‘দুইজনের মধ্যে মোহাম্মদ সেলিমের ব্যাগেজে ২৬৬ কার্টন সিগারেট ও ৪টি গুগল পিক্সেল স্মার্টফোন এবং দীলিপ দাশের কাছে ২৭০ কার্টন সিগারেট এবং ২টি গুগল পিক্সেল ও ২টি সনি এক্সপেরিয়া স্মার্টফোন পাওয়া যায়। আটক যাত্রীদের মৌখিক সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।ভোরের আকাশ/মো.আ.
বরগুনার পাথরঘাটায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে র্যালি, নাট্যাভিনয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “জলবায়ু অভিযোজনে গ্রামীণ নারী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নজরুল স্মৃতি সংসদদের (এনএসএস) উদ্যোগে মালতী সুন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন হয়।আলোচনা সভার আগে ঢাকা–পাথরঘাটা সড়কে শতাধিক নারী-পুরুষ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে রামান্তা তামান্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৈকত হালদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা শ্যামল কুমার, ফয়সাল আহম্মেদ, ও (পি.সি.-REA) নার্গিস পারভীন মুক্তি প্রমুখ।আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রামীণ নারীরা। কৃষি, খাদ্য নিরাপত্তা, পারিবারিক দায়িত্বসহ প্রতিদিনের সংগ্রামে নারীদের ভূমিকা এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারা জলবায়ু অভিযোজনে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।অনুষ্ঠানে যৌতুক, বাল্যবিবাহ ও প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এনএসএস-এর সদস্যরা পরিবেশন করেন নাট্যাভিনয়।এ সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অমল তালুকদারসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি।ভোরের আকাশ/মো.আ.