ছবি: ভোরের আকাশ
শ্রীবরদী পৌরসভার ময়লা-আবর্জনা অপসারণে দীর্ঘদিনের সমস্যা কাটাতে অবশেষে ডাম্পিং ট্রাক পেলো পৌর প্রশাসন।
বুধবার (১৬ জুলাই) বিকেলে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক শেখ জাবের আহমেদ ট্রাকের চাবি গ্রহণ করেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় '৩২ পৌরসভা প্রকল্প' এর অর্থায়নে ট্রাকটি প্রদান করা হয়। এসময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষে চাবি হস্তান্তর করেন শ্রীবরদী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান। এই গাড়ি পাওয়ায় ময়লা পরিবহনে দীর্ঘদিনের সমস্যা লাঘব হবে বলে জানান পৌর কর্তৃপক্ষ।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে শ্রীবরদী উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মো. আব্দুর রহিম দুলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আমিন তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন সহ উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় শ্রীবরদী উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মো. আব্দুর রহিম দুলাল বলেন, শহর পরিষ্কার রাখতে পৌরসভার যেমন দায়িত্ব রয়েছে তেমনি পৌরবাসীরও সমান দায়িত্ব রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় গতি আসবে। ডাম্পিং ট্রাক হস্তান্তরের ফলে পৌরসভার বর্জ্য সংগ্রহ ও অপসারণ কার্যক্রম আরও কার্যকর হবে এবং পরিচ্ছন্নতা বৃদ্ধি পাবে।
এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক গৃহীত প্রকল্প '৩২ পৌরসভা প্রকল্প' এর আওতায় শেরপুর জেলার ২টি উপজেলায় পৌরসভার ময়লা-আবর্জনা স্থানান্তর সহজিকরণ করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় আজকে শ্রীবরদী পৌরসভার ডাম্পিং ট্রাকটি পৌর প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে গৃহীত প্রকল্পের আওতায় শ্রীবরদী পৌরসভায় একটি ডাম্পিং ট্রাক হস্তান্তর করা হয়েছে। এর ফলে পৌরসভার ময়লা-আবর্জনা দ্রুত স্থানান্তরের জন্য অনেক সহায়ক হবে। এতে পৌরসভার বিভিন্ন স্থান পরিস্কার ও দূর্গন্ধমুক্ত থাকবে এবং পরিবেশ ভালো থাকবে।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
বরিশালে বাকেরগঞ্জ উপজেলায় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ, সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল।বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসন বাকেরগঞ্জ এর আয়োজনে উপজেলা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।শুরুতে জেলা প্রশাসক বাকেরগঞ্জ থানা পরিদর্শন করেন। পরে দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন বাকেরগঞ্জ এর আয়োজনে সুমতিবালা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে অভিভাবক সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।পরে উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ এর আয়োজনে সুমতিবালা মাধ্যমিক বিদ্যালয়ের জোরে পরা এবং বাল্যবিবাহে ঝুকিতে থাকা ১০ জন শিক্ষার্থীদের পরিবারের মাঝে সেলাই মেশিন ও সেলাই কাজের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করেন।পাশাপাশি উপজেলার সকল ইউনিয়ন পরিষদের মাঝে জরুরী স্বাস্থ্য সেবা বক্স বিতরণ করা হয়। একই সময় পূবালী ব্যাংক এর আয়োজনে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফজল বৃক্ষের চারাগাছ বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বাকেরগঞ্জ রুমানা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বাকেরগঞ্জ তন্ময় হালদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাকেরগঞ্জ আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকেরগঞ্জ খন্দকার আমিনুল ইসলাম, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবিরসহ সুমতিবালা মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দরা।এর পূবে পৌরসভা, বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনসহ বৃক্ষ রোপণ এবং উপজেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা, সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, এনজিও ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।ভোরের আকাশ/জাআ
পিরোজপুরের মঠবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।বুধবার (১৬ জুলাই) রাতে উপজেলার নিউ মার্কেট প্রিন্স হোটেলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় এ ঘটনায় আহত এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়।মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত ছাত্রদল কর্মী হলেন- মঠবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকার মো. মহারাজের ছেলে মো. মুবিন (২৩)।জানা যায়, গতকাল বুধবার রাতে মঠবাড়িয়া পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের নিউ মার্কেট প্রিন্স হোটেলের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১০ থেকে ১২ জন ছাত্রদল কর্মী একটি মুঠোফোনের মালিকানা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ছাত্রদল কর্মী রনি (২০), ফাহাদ (১৮), তানজিল (১৮) সহ ৬ থেকে ৭ জন মিলে অপর কর্মী মঠবাড়িয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড এলাকার মো. হুমায়ুনের ছেলে শামীম (২৩) এবং ৭ নম্বর ওয়ার্ড এলাকার মো. মহারাজের ছেলে মো. মুবিন (২৩) কে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করে।পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মুবিনের মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে লিপ্ত উভয় ছাত্রদল কর্মী মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধার সমর্থক।তবে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধা বলেন, উপজেলা বিএনপির বহিষ্কৃত নেতা রুহুল আমিন দুলাল এর লোক নাজাত এই আক্রমণ করেছে এবং নাজাতই এদের জখম করেছে। এদের মধ্যে একজন মারা গেছে আরেকজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি জড়িতদের বিচার চাই।এ বিষয়ে মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।ভোরের আকাশ/জাআ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি নিয়ে বিরোধের জেরে গ্রামের মসজিদে এশার নামাজ আদায়কালে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) রাতে উপজেলার ধনপুর ইউনিয়নের পূর্ব চরগাঁও গ্রামের জামে মসজিদে এ ঘটনা ঘটে।নিহত মজিবুর রহমান (৬৫) পূর্ব চরগাঁও গ্রামের বাসিন্দা এবং কামরু মুন্সির ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই লুৎফুর রহমানকে (৭৫) আজ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লুৎফুর রহমান ও মজিবুর রহমান আপন দুই ভাই। দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার বিকেলে বাড়ির পাশের রাস্তা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে রাতে এশার নামাজ চালাকালানী পূর্ব চরগাঁও জামে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় ছোট ভাই মজিবুরকে বাঁশের গোড়া দিয়ে উপর্যুপরি আঘাত করেন বড় ভাই লুৎফুর।স্থানীয় মুসল্লিরা গুরুতর আহত অবস্থায় মজিবুরকে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, জমি সংক্রান্ত পূর্ব বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এশার নামাজের সময় মসজিদের ভেতরেই ছোট ভাইকে আঘাত করেন বড় ভাই। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।ভোরের আকাশ/জাআ
জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অবমাননা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কূটক্তি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এক সমাবেশে মিলিত হন নেতৃবৃন্দ।এসময় বক্তারা বলেন, বিএনপি এ দেশের গণমানুষের দল। বিএনপির নেতৃত্বে ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে এ দেশ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পালাতে বাধ্য হয়েছে।মব সৃষ্টির মাধ্যমে জামায়াত শিবির দেশে নতুন করে অরাজকতা সৃষ্টি করছে। তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, সিনিয়র সহসভাপতি সোহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হক, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু প্রমুখ।ভোরের আকাশ/জাআ