ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৫ ১১:০৪ এএম
ময়মনসিংহে-ভারতীয় নারী গ্রেফতার
অজ্ঞাতপরিচয় এক নারী ময়মনসিংহের গৌরীপুর শহরের বিভিন্ন জায়গায় অযাচিত ঘোরাফেরা করছিলেন। বিষয়টি অনেকের নজরে এলে পুলিশে খবর দেয়। পরে শুক্রবার রাতেই গৌরীপুর পুরো শহরের পাটবাজার মোর এলাকা থেকে দয়তন বিবি নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় মামলা দায়েরের পর শনিবার তাকে গৌরীপুর থানা থেকে আদালতে প্রেরণ করা হয়।
দয়তন বিবির বাড়ি ভারতের আসাম প্রদেশের ধুবড়ী জেলার গৌরীপুর থানার ২নং মধু সুলমারি ইউনিয়নের নাইদুর গ্রামে। তিনি ওই গ্রামের ময়নাল শেখে কন্যা। তার মায়ের নাম মৃত সাবজান বিবি ও স্বামীর নাম আব্দুর রাজ্জাক।
জানা গেছে, শুক্রবার রাতে পৌর শহরের পাটবাজাট মোড় এলাকায় ঘুরাফেরা করছিল দয়তন বিবি। তার চলাফেরা ও আচরণ সন্দেহজনক হলে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে।
এসময় তিনি জানান ভারতীয় বিএসএফ তাকে জোর করে সীমান্তরেখা অতিক্রম করে বাংলাদেশের ভেতরে রেখে যায়।
তিনি ভারতের গৌরীপুর থানার বাসিন্দা হলেও সীমান্ত এলাকার লোকজন ভুলক্রমে ময়মনসিংহের গৌরীপুরের ঠিকানা বলে দেয়। ফলে আমি এখানে চলে এসেছি। আমি ভারতের আসামের গৌরীপুর থানার বাসিন্দা।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. দিদারুল ইসলাম বলেন, পাসপোর্ট ব্যতিত অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ভোরের আকাশ/আজাসা