জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ০৬:৫২ পিএম
ছবি: ভোরের আকাশ
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় জামালপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা বিএনপির সহ সভাপতি শামীম আহমেদ।
সভায় স্বাগত বক্তব্যে শামীম আহমেদ বলেন, “৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে সৈনিক ও সাধারণ জনগণ জাতীয় ঐক্য ও সংহতির মাধ্যমে দেশপ্রেম, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এক অনন্য নজির স্থাপন করেছিল। বিএনপি আজও সেই চেতনা ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। সদস্য আজম খান, সাবেক কৃষক দলের সাধারণ সম্পাদক বাবু বিষ্ণু চন্দ্র মণ্ডলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে ৭ই নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
ভোরের আকাশ/জাআ