ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৫ ০৩:৫২ পিএম
ছবি: ভোরের আকাশ।
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৭ টাকার ঔষধ ৩৫০ টাকা বিক্রয়ের অভিযোগ উঠে এক ফার্মেসীর বিরুদ্ধে। জান্নাত ফার্মেসি নামক এই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কর্যালয় কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (২ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা কুমারশীল মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার কুমারশীল মোড় এলাকায় অবস্থিত জান্নাত ফার্মেসী নামক ওষুধের দোকানে গত দুইদিন আগে মধ্যরাতে মুফতি কামরুল হাসান নামে একজন ভোক্তা জরুরী প্রয়োজনীয় একটি দেশীয় ঔষধ (ইনজেকশন) যার বাজার মূল্য সাড়ে ৭ টাকা, কিনতে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক তার নিকট হতে ৩৫০ টাকা দাবি করেন।
গভীর রাত হওয়ায় এবং পার্শ্ববর্তী অন্যান্য ফার্মেসি বন্ধ থাকার কারণে প্রতিষ্ঠানের মালিক সংশ্লিষ্ট ভোক্তার নিকট এই অন্যায্য দাবি করেন। বিষয়টি সংশ্লিষ্ট ভোক্তা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করলে জনসাধারণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। তাই (বুধবার) সরেজমিনে উক্ত প্রতিষ্ঠানে অভিযান পরিচালনাকালে বিক্রয়রত অবস্থায় অন্যান্য ক্রেতাদের নিকট বিদেশি ঔষধ বিক্রয় ম্যামো ব্যতীত বিক্রয় করতে দেখা যায়। মূলত ওষুধের গায়ের মূল্যের চাইতে অধিক মূল্য গ্রহণের উদ্দেশ্যে বিক্রয় ম্যামো সরবরাহ করছিল না মর্মে প্রতিয়মান হয়।
অভিযানকালে তাৎক্ষণিকভাবে কয়েকজন ভোক্তা তাদের বিরুদ্ধে কৃত্রিম সংকটকালে অধিক মূল্যে ঔষধ বিক্রয়ের অভিযোগ করেন। জান্নাত ফার্মেসি প্রতিষ্ঠানটির মালিক মোতাহার হোসেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করে নেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্ম হতে বিরত থাকার প্রতিজ্ঞা করেন। এ প্রেক্ষিতে জান্নাত ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং চূড়ান্তভাবে সতর্ক করা হয়।
অভিযানে কনজ্যুমার এসোসসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক এস এম শাহীনসহ ৫ আনসার ব্যাটলিয়নের একটি দল নিরাপত্তা নিশ্চিত করেন। তিনি আরও জানান, ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/আজাসা