খালেদা জিয়ার জন্মদিন
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ০৩:২৭ পিএম
ছবি: ভোরের আকাশ
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ইন্দুরকানী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইন্দুরকানী উপজেলা বিএনপি সভাপতি মো. ফরিদ আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বি এন পির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসাইন,মোস্তান হাফিজ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাবেক যুগ্ম আহ্বায়ক আহসানুল হক ছগির, বিএনপি নেতা আজাদ হোসেন বাচ্চু, আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান,
জেলা যুবদলের সাবেক সহ- স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. শাহিদুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাফিজুল কবির তালুকদার, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইউনূস আকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আল আমিন হোসেন, শ্রমিক দলের সভাপতি আবুল কালাম মৃধা, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক রাজু ইসলাম প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।
আলোচনা ও দোয়া মাহফিলে ইন্দুরকানী উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/মো.আ.