× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিষ্টির কারিগরকে পেটানোর অভিযোগ হোটেল মালিকের বিরুদ্ধে

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ০৩ জুন ২০২৫ ০৪:৪৮ পিএম

মিষ্টির কারিগরকে পেটানোর অভিযোগ হোটেল মালিকের বিরুদ্ধে

মিষ্টির কারিগরকে পেটানোর অভিযোগ হোটেল মালিকের বিরুদ্ধে

গাইবান্ধার সাদুল্লাপুরে ভবেশ চন্দ্র সরকার (৭২) নামে এক মিষ্টির কারিগরকে গাছের খড়ি দিয়ে পেটানোর ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।  তবে মামলার পর থেকেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত আসামি সাদুল্লাপুর মিষ্টান্ন ভান্ডার হোটেল মালিক আবু তালেব (৪০)।  তিনি উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের মৃত্যু ফজলুল হকের ছেলে।

মামলার পর অভিযুক্ত আবু তালেব তার পক্ষের লোকজন দিয়ে বাদীর পরিবারকে দেখে নেবেন বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।  এতে নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, ভুক্তভোগী ভবেশ চন্দ্র সরকারের লিখিত অভিযোগটি তদন্ত শেষে সোমবার রাতেই থানায় মামলা হিসেবে রুজু করা হয়েছে।  মামলার একমাত্র আসামি করা হয়েছে হোটেল মালিক আবু তালেবকে।  তবে ঘটনার পর থেকেই তিনি পলাতক।  তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।

এরআগে শনিবার (৩১ মে) দুপুরে সাদুল্লাপুর উপজেলা শহরস্থ চৌমাথা মোড়ের সাদুল্লাপুর মিষ্টান্ন ভান্ডার নামের হোটেলে বেধড়ক মারধরের শিকার হয় মিষ্টির কারিগর ভবেশ চন্দ্র সরকার (৭২)।  ভবেশ চন্দ্র উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামের মৃত্যু ভরত চন্দ্র সরকারের ছেলে।  তিনি গুরুত্বর আহত অবস্থায় সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে সোমবার রাত পর্যন্ত চিকিৎসা নিয়েছেন।

ভুক্তভোগী ভবেশ চন্দ্র সরকারের অভিযোগ, শনিবার সকালে হোটেলের একটি ফ্রিজের বৈদ্যুতিক তার ইদুর কেটে ফেলার জেরে মালিক আবু তালেব তাকে দায়ী করে গালিগালাজের পর কিল-ঘুষি ও লাথি দেয়।  এক পর্যায়ে আবু তালেব গাছের খড়ি দিয়ে এলোপাতাড়ি পিটাতে থাকে।  এতে আমার হাত, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে জখমসহ একটি দাঁত ভেঙে যাওয়াসহ অপর একটি দাঁতের গোড়া নড়ে যায়।  হোটেল মালিক আমার উপর অন্যায়ভাবে অত্যাচার করেছে।  মামলা হলেও পুলিশ এখনো তালেবকে গ্রেফতার করতে পারেনি।  এমন ঘটনায় আমি তার কঠোর শাস্তি চাই।

এ বিষয়ে ভবেশ চন্দ্রের ছেলে সুবির চন্দ্র সরকার অভিযোগ করে বলেন, চিকিৎসা শেষে বাবা বাড়ি ফিরলেও এখনো শারীরিক যখমে কাতরাচ্ছেন তিনি।  ঘটনার পর থেকেই মামলা না করার জন্য বিভিন্নভাবে চাপ ও হুমকি দেন হোটেল মালিক তালেব।  গতকাল সোমবার রাতে থানায় মামলা রেকর্ডের আগেও ঘটনাটি আপোষ করতে চেষ্টা-তদবির চালায় তালেব।  এ কারণে পুলিশও মামলা নিতে তালবাহনা করে।  এখন মামলার পরেও তালেব বিভিন্নজনকে দিয়ে আমাদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন।  এতে নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার।

তিনি আরও বলেন, হোটেল মালিক তালেব শুধু আমার বাবাকেই নয়, প্রায়ই তিনি হোটেল শ্রমিকদের নানা কারণে মারধরসহ নির্যাতন করেন।  তাই দ্রুত অভিযুক্ত তালেবকে গ্রেফতার করে উপযুক্ত বিচার দাবি করছি।

এদিকে হোটেল শ্রমিককে মারধরের বিষয়টি খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন সাদুল্লাপুর বণিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন।  তিনি বলেন, একজন বৃদ্ধ হোটেল শ্রমিকের দাঁত ভেঙে ফেলাসহ তার শরীরে আঘাতের যে চিহ্ন দেখেছি তা অমানবিক।  মালিকদের এমন আচরণে শাস্তি পাওয়া উচিত।  একই সঙ্গে নির্যাতনের শিকার শ্রমিক ভবেশ চন্দ্রকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রে সকল শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।

ভোরের আকাশ/জাআ

  • শেয়ার করুন-
 ৩৩ ডেপুটি জেলারকে একযোগে বদলি

৩৩ ডেপুটি জেলারকে একযোগে বদলি

সংশ্লিষ্ট

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড