ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫ ০৯:২১ পিএম
মহাসড়কে অবৈধ পার্কিং, দুই বাস চালককে জরিমানা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে অবৈধ গাড়ি পার্কিং ও অতিরিক্ত ভাড়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে ২ বাসচালককে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর শহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঈদুল আযহাকে কেন্দ্র করে কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ কমাতে মহাসড়কে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা ২ বাস চালককে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অন্যান্য চালকদের সতর্ক করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ কমাতে, যানজট নিরসন ও নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৭ ও ৯০ ধারায় অবৈধভাবে পার্কিং ও অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই বাস চালককে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তবে সামগ্রিকভাবে সবাই সচেতন হলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। ঈদকে সামনে রেখে যানজট মুক্ত পরিবেশে সকলের যাত্রা যেন স্বস্তিদায়ক হয় সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/জাআ