× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আতঙ্কে নগরবাসী

জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুন ২০২৫ ০১:০৩ এএম

ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আতঙ্কে নগরবাসী

ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আতঙ্কে নগরবাসী

ময়মনসিংহে একের পর এক চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং খুনের ঘটনায় নগরজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাহীনতা বাড়ছে। এসব ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে বুধবার (১৮ জুন) সকালে। নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনারপাড় এলাকার অলকা নদী বাংলা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত ‘জিরো পয়েন্ট মোবাইল শপ’ দোকানে তালা ভেঙে ৫-৬ জন দুর্বৃত্ত চুরি করে। দোকানের মালিক হৃদয় খান জানান, তার দোকান থেকে আনুমানিক ২৫০টি মোবাইল ফোন এবং ক্যাশ বাক্স থেকে প্রায় ১০ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশের উচ্চপর্যায়ের টিম ও সিআইডি। পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আব্দুল্লাহ আল মামুন বলেন, “সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।” তিনি আরও জানান, জনসংখ্যা অনুযায়ী পুলিশ সদস্যের ঘাটতি থাকলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তি ব্যবহারে জোর দেওয়া হচ্ছে।

এদিকে, এর আগের দিন (মঙ্গলবার) গভীর রাতে নগরীর জিলা স্কুল মোড় সংলগ্ন নিজ বাসভবনে চাচার হোটেলের মালিক মোসা খন্দকারকে বেঁধে রেখে ২৩ লাখ টাকা ও প্রায় দুই লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করে নেয় একদল ডাকাত। ভুক্তভোগীর স্ত্রী সাবিনা ইয়াসমিন কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দ্রুত দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

একইদিন, দুপুরে মাসকান্দা বাইপাস এলাকায় ছিনতাইয়ের শিকার হন আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের কর্মকর্তা মো. মনিরুল হক। অফিস থেকে বাসায় ফেরার পথে অটোরিকশায় থাকা অবস্থায় তার ওপর হামলা চালিয়ে ছিনতাইকারীরা লাখ টাকার বেশি নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশের অভিযানে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

শুধু তাই নয়, নগরীর মিন্টু কলেজ রেলক্রসিং সংলগ্ন এলাকায় ভোরে এক যুবকের কাছ থেকে মোবাইল, ঘড়ি ও মানিব্যাগ ছিনতাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা জনমনে ব্যাপক উদ্বেগ তৈরি করে।

অন্যদিকে, চাঁদাবাজির প্রতিবাদে গত ১৬ জুন মানববন্ধন করেছে ময়মনসিংহ ক্লিনিক মালিক সমিতি। তারা জানান, স্থানীয় একাধিক চক্র নিয়মিত চাঁদা দাবি করছে এবং না দিলে হুমকি দিচ্ছে। প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানালেও এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

আইনশৃঙ্খলা বিশ্লেষকরা মনে করছেন, প্রশাসনের দুর্বল নজরদারি, রাজনৈতিক প্রভাব ও মাদকের বিস্তার এই পরিস্থিতির জন্য দায়ী। অপরাধীরা এখন আর আইনশৃঙ্খলা বাহিনীকে ভয় পাচ্ছে না।

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগরের সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস বলেন, “শুধু দমন নয়, অপরাধ সংঘটনের আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।”

সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগর শাখার সম্পাদক আলী ইউসুফ বলেন, “জুলাই বিপ্লবের পর থেকে পুলিশের মনোবল দুর্বল হয়ে পড়েছে। রাজনৈতিক প্রভাব ও পুলিশ প্রশাসনের নিস্ক্রিয়তার সুযোগ নিচ্ছে অপরাধীরা।”

তবে পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, “চুরি-ছিনতাই প্রতিরোধে প্রতিদিনই অভিযান চলছে। গত কয়েক মাসে ১৩১ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। কিন্তু অনেকেই জামিনে বের হয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ছে।”

নগরবাসীর দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনকে আরও কঠোর ও সক্রিয় হতে হবে। নয়তো এই ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটবে না।


ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রংপুর এগিয়ে থাকবে

বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রংপুর এগিয়ে থাকবে

সংশ্লিষ্ট

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড