× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একান্ত সাক্ষাৎকারে সাইফুল ইসলাম

বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রংপুর এগিয়ে থাকবে

মো. জাহিদুল ইসলাম শিশির

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ০৮:৪১ এএম

সাইফুল ইসলাম (আহ্বায়ক, রংপুর জেলা বিএনপি)

সাইফুল ইসলাম (আহ্বায়ক, রংপুর জেলা বিএনপি)

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রংপুর সবার আগে আছে। সামনের দিনেও  এগিয়ে থাকবে। তিনি বলেন, জুলাই বিপ্লবের প্রথম শহীদ  আবু সাঈদের বাড়ি রংপুরের পীরগঞ্জে। আমাদের ছেলের সাহসী রক্তদানের পথ ধরেই এদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় হয়েছে। আর জুলাই আন্দোলনের নেপথ্য কারিগর হিসেবে এই আন্দোলনকে আপটু মার্কে নিয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান। সুদুর লন্ডনে বসে তিনি বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নে এবং মানুষের ভাত ও ভোটের অধিকার আদায়ের সংগ্রামে বৈপ্লবিক অবদান রেখেছেন। জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী চূড়ান্ত বিজয় লাভ করলেও এ আন্দোলকে চরম পর্যায়ে নিয়ে যেতে বিএনপি নেতাকর্মীদের  দীর্ঘদিনের ত্যাগের বিষয়টি সবার জানা। গুম, খুনসহ, হাজারো মামলায় জর্জরিত হয়েছে বিএনপির শীর্ষ থেকে একেবারেই তৃণমূলের নেতাকর্মীরা। এখনো বিএনপি’কে বহুমাত্রিক ষড়যন্ত্র মোকাবিলা করে সামনে এগোতে হচ্ছে। দৈনিক ভোরের আকাশের ডিজিটাল প্ল্যাটফর্মে দেওয়া এক বিশেষ লাইভ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটি গ্রহণ করেন ভোরের আকাশের বার্তা সম্পাদক মো. জাহিদুল ইসলাম শিশির-

ভোরের আকাশ : নির্বাচনের এখনো কোনো পরিষ্কার রোডম্যাপ বা দিনক্ষণ পাওয়া গেল না।  আপনার ভাবনা কী?

সাইফুল ইসলাম : বাংলাদেশের গণতান্ত্রিক সকল আন্দোলনে বিএনপি সম্মুখ সারিতে ছিল। বলতে পারেন, দেশ ও জনগণের  ভালো যা কিছু হয়েছে, তার সবখানে বিএনপির অবদান রয়েছে। এখন বিএনপিকে নতুন করে ভোটের অধিকারের জন্য কথা বলতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে। আপনারা জানেন, জুলাই বিপ্লবের পর দেশের জনগণ একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এর আগে জনগণ ভুলতে বসেছিল যে তারা এদেশের মানুষ। এখানে তাদের জন্য ন্যূনতম স্পেস রয়েছে, সে কথা বলতে পারবে। স্বাধীনভাবে পথ চলতে পারবে। জনগণ ভুলতে বসেছিল তাদের সব অধিকারের কথা। ফ্যাসিস্ট সরকার সবকিছুকে এক কেন্দ্রে এনে, রাষ্ট্রযন্ত্রকে নগ্নভাবে ব্যবহার করে মানুষের সকল অধিকার কেড়ে নেওয়ার চূড়ান্ত অবস্থা তৈরি করেছিল। সেই অবস্থার প্রতিবাদ করাই আমাদের দলের চেয়ারপারসন আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালো জিয়াকে দীর্ঘ সময় ধরে আটকে রাখা হয়। মিথ্যে মামলায় তাকে জেলে আটেকে রাখা হয়; যা কল্পনাতীতি এক অধ্যায়। মিথ্যে মামলায় আসামি সাজিয়ে তারেক রহমানকে দেশান্তরী করা হয়। সে এক দুঃসহ  সময়। মামলার পর মামলা দিয়ে তারেক রহমানের দেশে ফেরার পথ বন্ধ করা হয়। সব মিলে বন্দি করা হয় দেশের মানবাধিকার ও গণতন্ত্র চর্চার সব অধ্যায়। জনগণের পক্ষে যা ভুলে যাওয়া অসম্ভব। জুলাই বিপ্লবের এক বছর পরে এসে এখন আবার বিএনপিকে  নির্বাচনের জোর দাবি তুলতে হচ্ছে। আর এই দাবি তোলা নিয়ে দলটিকে কেউ কেউ সমালোচনা করার চেষ্টা করছেন। এটাও এক ধরনের ষড়যন্ত্র। বিএনপি নিজের জন্য শুধু নির্বাচনের দাবি সামনে আনছে এমন নয়। এটি এখন গণমানুষের দাবি। মানুষ বহুদিন কথা বলতে পারেনি। ভোট দিতে পারেনি। এখন সুযোগ সৃষ্টি হয়েছে। আশা করি সহসা আমরা একটি পরিচ্ছন্ন ও গ্রহণ যোগ্য  নির্বাচন পাব। এ নিয়ে পানি ঘোলা করতে অনেক পক্ষ কাজ করছে । কিন্তু বিএনপি এদেশের গণমানুষের দল। কারো পক্ষে গণদাবি ঠেকিয়ে দেয়া সম্ভব নয়।  এখনতো দেশে অনেকটাই নির্বাচনমুখী একটা আবহ তৈরি হয়েছে। 

ভোরের আকাশ : রংপুরকে বলা হয় জাতীয় পার্টির দুর্গ। এখন সেখানে বিএনপির কী অবস্থা?

সাইফুল ইসলাম : এক কথায় বলা যাবে- রংপুর এখন বিএনপির দুর্গ হয়ে উঠেছে। অতীতের রংপুর আর এখনকার রংপুর এক নয়। বিশেষ করে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের হত্যার যে চিত্র  রংপুরবাসী দেখেছে তা কেউ মেনে নিতে পারিনি। সে ঘটনার পর থেকে রংপুরের ফ্যাসিস্টের দুর্গ ভেঙ্গে খানখান হয়ে গেছে। ফ্যাসিস্টদের  অন্যতম দোসর হিসেবে জাতীয় পার্টিকেও মন থেকে মুছে ফেলেছে রংপুরবাসী। আপনারা জানেন, সে সময় রংপুর অঞ্চলের সব ঘর থেকে মা বোনেরা রাস্তায় নেমে এসেছিল। এই সময় বিএনপি রাজনৈতিকদল হিসেবে যে রোল প্লে করেছে তা মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। এখন রংপুরে বিএনপিকে ঘিরে এক ধরনের গণজোয়ার সৃষ্টি হয়েছে।

জুলাই বিপ্লবের বর্ষপূতির্তে দলের চেয়ার পারসন বেগম খালেদা জিয়া এবং ভাইস চেয়ারম্যান  তারেক রহমন যে বক্তব্য রেখেছেন তা আপনারা দেখেছেন। জাতি এ বক্তব্যে অনেক বেশী আশাবাদী হয়েছে বলে আমি মনে করি। আমরা দলের আদর্শ এবং নির্দেশনা মেনে দলকে গণমানুষের আস্থার ঠিকানা করে তুলতে কাজ করছি। দলের ভেতরে  গণতান্ত্রিক চর্চা রয়েছে। এখন নেতাকর্মীরা অনেক বেশি সুসংগঠিত। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় নতুন বাংলাদেশের পথ চলায় বিএনপির প্রতিটি নেতাকর্মী সক্রিয় ভূমিকা পালন করছে। বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে দেশকে একটি সম্মান জনক জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব বিএনপিকে  পালন করতে হবে। কারণ ফ্যাসিবাদী শাসকরা দেশের গুম খুন, অনাচার, মানুষের কণ্ঠ রোধের যে নির্মম ইতিহাস রেখে গেছে সে ভয় থেকে জাতিকে স্বাভাবিক পর্যায়ে আনতে বিএনপিকেই দেশ পরিচালনার দায়িত্বে দেখতে চায় জনগণ। কারণ জনগণ জানে এদেশের প্রতিটা ভাল কাজের সাথে বিএনপি তথা জিয়া পরিবারের  অবদান রয়েছে। জিয়া পরিবারের হাত ধরেই দেশ স্বাধীনতা পেছে, গণতন্ত্র, বহুদলীয় পথ, সংসদ সব পেয়েছে। শহীদ জিয়ার ১৯ দফকে আরো যুগোপযোগী করে  তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন; যা দেশ পরিচালনার গাইড লাইন হিসেবে দেখা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশ অবশ্যই সব নাগরিকের জন্য  নিরাপদ স্থান হয়ে উঠবে।

ভোরের আকাশ:  রাজনীতিতে এ সময়ে কোন শঙ্কা দেখছেন কিনা?

সাইফুল ইসলাম: আগেও বলেছি। বাংলাদেশের রাজনীতির পথ বিএনপির জন্য  কখনো কুসুমাস্তীর্ণ হয়নি। তবে দেশের যে কোন সংকটে সামনে এসে দায়িত্ব কাঁধে নিতে হয়েছে জিয়া পরিবারকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। শেখ হাসিনার চরম নির্যাতন নিপীড়ন, গুম খুন আয়না ঘরের মতো কালো অধ্যায়ের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরাই জীবন বাজি রেখেছে। সে ধারাবাহিকতায় জুলাই অন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু দোসররা রয়ে গেছে। তারা নানা কূটচালে বিএনপিকেও রাজনীতির মাঠ থেকে বিদায় করার ষড়যন্ত্রে মেতে রয়েছে। কিন্তু জনগণ সবসময় বিএনপিকে ভালবেসেছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিএনপির ডাকে সারা দেশে যে কোন সময়ে মানুষ মাঠে নামে। প্রয়োজন হলে আবারো নামবে। তবে একটা কথা সত্য লন্ডনে প্রফেসর ইঊনূস তারেক রহমানের বৈঠকের পর রাজনীতির দৃশ্যপট পাল্টে যেতে শুরু করেছে। এখন বিএনপি এদেশের মানুষের আস্থার ঠিকানা হয়ে উঠেছে। মানুষের এই জাগরণকে কোন কিছু দিয়ে দমিয়ে রাখা সম্ভব নয়। তাই নির্বাচন নিয়ে নানা কথা হলেও শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠান বিষয়ে আমি আপাতত কোন শঙ্কা দেখি না।

ভোরের আকাশ: সময় দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

সাইফুল ইসলাম: দৈনিক ভোরের আকাশ পত্রিকা পরিবারের জন্য আমার পক্ষ থেকে এবং আমার দল বিএনপির পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছ ও শুভ কামনা।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
জুলাই বিপ্লবে স্কাউট সদস্যদের আত্মাহুতির নজির বিশ্বে আর নেই: প্রধান উপদেষ্টা

জুলাই বিপ্লবে স্কাউট সদস্যদের আত্মাহুতির নজির বিশ্বে আর নেই: প্রধান উপদেষ্টা

জুলাই-আগস্ট উদযাপনে বিএনপির আহ্বায়ক কমিটি

জুলাই-আগস্ট উদযাপনে বিএনপির আহ্বায়ক কমিটি

 সৌদি আরবে সক্রিয় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’!

সৌদি আরবে সক্রিয় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’!

সংশ্লিষ্ট

বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রংপুর এগিয়ে থাকবে

বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রংপুর এগিয়ে থাকবে

ট্রাম্প কেন মার খেলেন?

ট্রাম্প কেন মার খেলেন?

ইরানের ‘ফ্রেন্ডলি’ প্রতিশোধ এবং তিন পক্ষের বিজয়!

ইরানের ‘ফ্রেন্ডলি’ প্রতিশোধ এবং তিন পক্ষের বিজয়!

লন্ডন বৈঠকে দায় বাড়ল বিএনপি’র

লন্ডন বৈঠকে দায় বাড়ল বিএনপি’র