গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ০৫:৫৩ পিএম
ছবি: ভোরের আকাশ
গাইবান্ধার পলাশবাড়ীতে মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে লাগেজের ভেতর থেকে ১৫ বোতল ফেনসিডিল ও নগদ টাকা জব্দ করা হয়। এসময় মাদক কারবারি রাইকুল ইসলামকে (৪২) গ্রেফতার করে সেনাবাহিনীর সদস্যরা।
শনিবার (২ আগস্ট) বিকেলে পলাশবাড়ী ফায়ার সার্ভিস এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত মাদককারবারি রাইকুল ইসলাম রংপুরের তাজহাটের আশরতপুর চকবাজার এলাকার আবুল হোসেনের ছেলে।
অভিযানিক দলটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে চেকপোস্ট বসানো হয়। এসময় হানিফ এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ বোতল ফেনসিডিলসহ নগদ ১ লাখ ৩ হাজার ৪৫২ টাকা জব্দ করা হয়েছে। এ মাদকে জড়িত রাইকুলকেও গ্রেফতার করা হয়।
গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার জানান, গ্রেফতার রাইদুলকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাসমূহের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
ভোরের আকাশ/জাআ