গোয়াইনঘাটে চাঁদাবাজি মামলার আসামি আজমলকে গ্রেফতারের দাবি
সিলেটের গোয়াইনঘাট থানায় দায়েরকৃত চাঁদাবাজি মামলার প্রধান আসামি আজমল হোসেনকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন উপজেলা নৌকা শ্রমজীবী সমবায় সমিতি লিঃ।শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলা শহীদ মিনার চত্বরে নৌকা শ্রমজীবী সমবায় সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নৌক শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি আলিম উদ্দিন এবং সঞ্চালনা করেন পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সদস্য ও ব্যবসায়ী কামাল উদ্দিন। বক্তব্য দেন শ্রমিকনেতা কালু মিয়া, জিয়া উদ্দিন, রফিক মিয়া ও আনোয়ারুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, আজমল হোসেন নদীপথে নৌযান আটকিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি গোয়াইন নদীতে দুই শতাধিক বালুবাহী নৌকা আটকে রাখার ঘটনায় গত ৭ জুলাই গোয়াইনঘাট থানায় দায়ের হওয়া মামলায় (মামলা নং-১৩) তাকে প্রধান আসামি করা হয়।বক্তারা পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, ভুয়া সমন্বয়ক আজমল গ্রেফতার না হলে পুরো গোয়াইনঘাট অচল করে দেওয়া হবে। এদিকে, আজমল হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।ভোরের আকাশ/জাআ
রাজধানীর বাড্ডা থেকে শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল ও তার এক সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।বৃহস্পতিবার (১০ জুলাই) র্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বাড্ডা থানার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এলাকা থেকে ২ রাউন্ড গুলিভর্তি দু’টি ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তলসহ তাদের গ্রেপ্তার করে র্যাব-১ এর একটি আভিযানিক দল।এ বিষয়ে উত্তরার র্যাব-১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম।ভোরের আকাশ/এসএইচ
১০ জুলাই ২০২৫ ০৭:৪৮ পিএম
দিরাই উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক প্রদীপ গ্রেফতার
সুনামগঞ্জের দিরাই উপজেলার বহুল আলোচিত পলাতক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে সিলেট সুবিধবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) রাত্র ২টা ৩০ মিনিটে নগরীর সুবিদবাজার লন্ডনি রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়েছে।আলোচিত এই নেতা সুনামগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়া সেনগুপ্তার ডান হাত হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগের শাসনামলে তার নির্দেশে চলতো দিরাই ও শাল্লা উপজেলার শাসন ব্যবস্থা। তিনি স্থানীয় এমপির প্রতিনিধি হিসেবে এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন। সর্বশেষ দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। দিরাই ও শাল্লা উপজেলার বড় বড় গ্রুপ ফিসারি ও জলমহালগুলো মৎস্যজীবী সমবায় সমিতির নামে (নামমাত্র) ইজারা হলেও জলমহালের নিয়ন্ত্রণ ছিল প্রদীপ রায়ের হাতে।জলমহালের দখলকে কেন্দ্র করে ঘোড়ামারা সাতপাকিয়া (প্রকাশিত) জারালিয়া, মেঘনা বারঘর উদীর হাওর দখল নিয়ে চারটি খুনের মামলার অন্যতম আসামি ছিলেন প্রদীপ রায়। এসব মামলায় বেশ কয়েকবার গ্রেফতার হন তিনি। উপজেলার সব উন্নয়ন কর্মকান্ড টিআর, কাবিখা বণ্টন ও ফসল রক্ষা বাঁধের কাজে কমিশন এজেন্ট হিসেবে মোটা অঙ্কের টাকা নিতেন এই প্রদীপ রায়। উপজেলার জারলিয়া জলমহাল দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ত্রিপল মার্ডার মামলারও আসামী প্রদীপ রায়। উদীর হাওর জলমহালের দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে রুহেদ নামে একজন নিহত হন। এ ঘটনার পাঁচ দিন পর নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। দিরাই থানায় দায়েরকৃত ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়সহ ৭৩ জনকে আসামি করা হয়।জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, আওয়ামী লীগ নেতা প্রদীপ রায়কে আটক করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে সুনামগঞ্জে মামলা রয়েছে। আমরা সুনামগঞ্জ জেলা পুলিশকে খবর দিয়েছি। বুধবার তাদের কাছে হস্তান্তর করা হবে।ভোরের আকাশ/জাআ
০৯ জুলাই ২০২৫ ১১:৫৮ পিএম
শ্রীপুরে শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, গ্রেফতার -২
গাজীপুরের শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে এক স্কুলছাত্রকে তুলে নেয়ার দুই ঘণ্টা পর ফেরত দিয়েছে অস্ত্রধারীরা। এঘটনায় দুইজনকে আটকে করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের হাজী মার্কেট এলাকায় হাজী প্রি কেডেট স্কুলে এ ঘটনা ঘটে। স্কুলছাত্রকে তুলে নেয়ার ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। স্কুলের সামনে থেকে স্কুলছাত্রকে অস্ত্র ঠেকিয়ে তুলে নেওয়ার ঘটনায় আতংকিত হয়ে পড়েছে স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা। ঘটনার পরপরই অস্ত্রধারীরা পলাতক রয়েছে। পিস্তলটি আসল নাকি নকল সেটি উদ্ধার হওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।ভুক্তভোগী স্কুলছাত্র মো. ফেরদৌস আহমেদ (১৪) উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে।নবম শ্রেণির ছাত্র হৃয়দ বলেন, স্কুল ছুটি হওয়ার পরপরই আমরা বাহিরে যায়। হঠাৎ করে কয়েকজন যুবক এসে ফেরদৌসকে ধরে মারতে মারতে টেনে হিচরে নিয়ে যেতে থাকে। এসময় আমরা ডাক চিৎকার দিলে শিক্ষকরা এগিয়ে আসে। এরপর আমরা তাকে রক্ষা করতে চেষ্টা করি। হঠাৎ করে একজন রুবেল স্যারের দিকে পিস্তল তাক করে বলে কেউ এগিয়ে আসলে গুলি করে উড়িয়ে দিবো।এরপর সবাই ভয় পেয়ে এদিক সেদিক চলে যাই।হাজী প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক আলমগীর হোসেন বলেন, শিক্ষার্থীদের ডাক চিৎকার কান্নাকাটি শুনতে পেয়ে আমরা বাইরে গিয়ে এমন দৃশ্য দেখতে পাই। আমরা আমাদের শিক্ষার্থীকে রক্ষার জন্য চেষ্টা করি। কিন্তু অস্ত্রধারীরা বেশ কয়েকবার ফায়ার করার চেষ্টা করে। এই বলে যে সামনে আসবে তাকেই শেষ করে দিবো। এরপর আমরা পিছু হটি। গুলির ভয়ে কেউ সামনে আসেনি।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুনাহার বলেন, ঘটনার পরপরই আমরা সবাই ছুটে যায়। কিন্তু অস্ত্র তাক করার পরপরই সবাই ভয়ে আতংকিত হয়ে পড়ে। তবে কি কারণে স্কুলছাত্রকে তুলে নিলেন এবিষয়ে জানতে পারিনি। স্কুল ছুটি হওয়ার পরপরই স্কুল গেইট থেকে তাকে তুলে নেয়। এসময় অনেক মারধর করে তাকে। স্বজনদের সহযোগিতায় দু'ঘন্টা পর অস্ত্রধারীরা ছেড়ে দেয়।শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত শামীম আকতার বলেন, বিষয়টি জানার পরপরই অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারের পর জানা যাবে পিস্তলটি আসল নাকি নকল।শ্রীপুর থানার অফিসার্স ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক জানান,এঘটনায় পুলিশ অস্ত্রধারী কাউসারসহ দুইজনকে আটক করেছে। পরবর্তী আইগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।ভোরের আকাশ/আজাসা
০৯ জুলাই ২০২৫ ০৮:৩৮ পিএম
কক্সবাজারে ডাকাতি ও খুনের ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ২
কক্সবাজারের উখিয়ায় চাঞ্চল্যকর ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে র্যাব । এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি চারটি বন্দুক, একটি গুলি ও একটি খালি খোসা উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৪টায় র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।গ্রেফতার আসামিরা হলেন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পূর্ব নূরারডেইল এলাকার ওমর ফারুকের ছেলে আহমদ শরীফ ওরফে শরীফ্যা ডাকাত এবং রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না এলাকার ছৈয়দ আলমের ছেলে রেজাউল করিম ওরফে বাবুল। আহমদ শরীফ এ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি।লে. কর্নেল কামরুল হাসান জানান, গত ২৩ জুন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পূর্ব নূরারডেইল এলাকায় নুরুল আমিন ওরফে বাবুল এবং তার ভাই হাসান আলীর বাড়িতে একদল মুখোশধারী ডাকাত হানা দেয়। তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে। পরে ডাকাতরা বের হওয়ার সময় নুরুল আমিন ও তার ভাই তাদের বাধা দিলে ডাকাতরা তাদের মারধর করে।তিনি আরও বলেন, স্বজনদের চিৎকারে নুরুল আমিন ডাকাত আহমদ শরীফকে চিনে ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা নুরুল আমিনের বগলে বন্দুক ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতের স্ত্রীর বরাতে র্যাব জানায়, মালয়েশিয়ায় প্রবাসে থাকা অবস্থায় ডাকাত আহমদ শরীফ নিহতের স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করত। এতে রাজি না হওয়ায় সে আগে থেকেই ক্ষিপ্ত ছিল। ঘটনার পরদিন ২৪ জুন নিহতের স্ত্রী বাদী হয়ে উখিয়া থানায় আহমদ শরীফকে প্রধান আসামি করে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে আসামি করে মামলা করেন।র্যাব জানায়, বুধবার রাতে অভিযানে গেলে দুইজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের বাড়িতে তল্লাশির সময় চারটি দেশীয় বন্দুক ও গুলি উদ্ধার করা হয়।লে. কর্নেল কামরুল হাসান আরও জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।ভোরের আকাশ/জাআ
০৩ জুলাই ২০২৫ ০৮:৪৮ পিএম
সাবেক প্রতিমন্ত্রী জাকিরের পিএস রাশেদ গ্রেফতার
ফ্যাসিস্ট সরকারের প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেনের রাজনৈতিক পিএস ও তার চাচাত ভাই রাশেদুল ইসলাম রাশেদ (৪৫) কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। গ্রেফতারকৃত রাশেদ কুড়িগ্রামের রৌমারী উপজেলার মন্ডলপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের পিটিআই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রাশেদকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশের একটি টিম। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক প্রতিমন্ত্রী জাকিরের রাজনৈতিক পিএস রাশেদকে গ্রেফতার করেছে ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়কালে সাবেক প্রতিমন্ত্রী জাকিরের সাথে থেকে বিভিন্ন দূর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ আছে গ্রেফতারকৃত রাশেদের বিরুদ্ধে।ভোরের আকাশ/আজাসা
০৩ জুলাই ২০২৫ ০৩:৪০ পিএম
গাইবান্ধায় অটোরিকশা চালক আরিফুল হত্যায় গ্রেফতার ২
গাইবান্ধার সুন্দরগঞ্জের আলোচিত অটোরিকশা চালক আরিফুল মন্ডল (১৫) হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। সেই সাথে হত্যাকান্ডের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (২ জুলাই) বিকালে গাইবান্ধা পুলিশ সুপার কনফারেন্স এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরিফুল ইসলাম।তিনি বলেন, সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম শিবরাম গ্রামের শহিদুল ইসলাম মন্ডলের ছেলে নিহত অটোরিকশা চালক আরিফুল মন্ডল প্রতিদিনের মত গত ২৮ জুন শনিবার বিকালে অটো নিয়ে ভাড়ার জন্য বাড়ি থেকে বের হন। পরদিন ২৯ জুন রবিবার সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের চাকলিয়ার বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের পিতা শহিদুল ইসলাম মন্ডল বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।এরপরেই হত্যাকান্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করে পুলিশ। পরে উপজেলার মনমথ কালিতলা এলাকার রফিকুল ইসলামের ছেলে মোশারফ হোসেন মুশফিক (২৩) ও একই উপজেলার পশ্চিম শিবরাম (বাবুর দীঘিরপার) এলাকার ছলিম উদ্দিনের ছেলে শান্ত মিয়াকে (১৫) গ্রেপ্তার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তারা দুজনই হত্যাকান্ডের কথা স্বীকার করে।অতিরিক্ত পুলিশ সুপার জানান, পূর্বের কথা কাটাকাটির জের ধরে ২৮ জুন রাতে মোশারফ হোসেন মুশফিক ও শান্ত মিয়া আরিফুল মন্ডলকে উপজেলার চাকুলিয়ার বিলে নিয়ে যায়। সেখানে আরিফুলকে অতিরিক্ত গাঁজা সেবন করায়। পরে গলায় রশি পেচিয়ে তারা দু’জন দুই দিকে টেনে ধরে আরিফুলকে হত্যা নিশ্চিত করে ফেলে রেখে যায়। এরপর আসামীরা উক্ত অটোটি চালিয়ে উপজেলার নতুনহাট নামক এলাকার একটি নির্জন স্থানে গিয়ে অটোটি রেখে বিক্রির উদ্দ্যেশে ব্যাটারি খুলে নিয়ে পালিয়ে যান।পরে ২৯ জুন রবিবার সকালে চাকুলিয়ার বিল থেকে আরিফুলের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর (৩০ জুন) সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকান্ডের কথা স্বীকার করেন মুশফিক। পরে জড়িত থাকায় পলাতক আসামী শান্তকে (১ জুলাই) গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ, ডিএসবির অফিসার ইর্নচাজ আব্দুল লতিফ, কাওসার আলীসহ অন্যরা।ভোরের আকাশ/জাআ
০২ জুলাই ২০২৫ ০৬:৩৯ পিএম
মানিকগঞ্জে জেলা শ্রমিক লীগ নেতা গ্রেফতার
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি মীর তৌফিকূর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (৩০ জুন) বিকেল চারটার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।পুলিশ জানায়, গ্রেফতার হওয়া মীর তৌফিকূর রহমান (৩৫) সদর উপজেলার মীর ফজলুর রহমানের ছেলে।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি মীর তৌফিকূর রহমান। তদন্ত শেষে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।”এ ঘটনায় অন্য আসামিদেরও শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।ভোরের আকাশ/আজাসা
৩০ জুন ২০২৫ ০৬:৩৯ পিএম
সুন্দরগঞ্জে দুই মাদক কারবারি গ্রেপ্তার
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের একজন যুবদলের নেতা বলে জানা গেছে।শুক্রবার (২৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ। গ্রেপ্তারকৃতরা হলেন- সুন্দরগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের বামনজল এলাকার মৃত আইনুল হক ওরফে মোকছেদের ছেলে মো. মোনারুল ইসলাম মোনা (৩০) এবং একই এলাকার মো. আবুল কালাম আজাদের ছেলে মো. রায়হান মিয়া (৩৮)। গ্রেপ্তার মোনারুল ইসলাম মোনা যুবদলের সুন্দরগঞ্জ পৌর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং পৌর বিএনপির সদস্য।পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন বামনডাঙ্গা থেকে একটি কালো রঙের মোটরসাইকেলে করে দুই মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে পৌরসভার দিকে আসছে। এ সংবাদের ভিত্তিতে ব্র্যাক মোড় এলাকায় পুলিশ অবস্থান নেয়। কিছুক্ষণ পর সন্দেহভাজন একটি মোটরসাইকেল চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে পুলিশ থামার সংকেত দেয়। কিন্তু মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুইজনকেই আটক করা হয়। তল্লাশির এক পর্যায়ে মোনারুল ইসলামের কোমরে গোজা পলিথিন ও কাগজে মোড়ানো অবস্থায় ২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, ঘটনাটি তদন্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
২৭ জুন ২০২৫ ১০:১০ পিএম
তাহিরপুরে আ. লীগের ইউপি চেয়ারম্যান ইউনুস গ্রেফতার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মো. ইউনুস আলীকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (২৪ জুন) বিকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাউকান্দি বাজার থেকে তাঁকে গ্রেফতার করা হয়।গ্রেফতার ইউনুস আলী উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের সাদেরখলা গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা। ইউপি চেয়ারম্যানের ছোট ভাই জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, তাঁর ভাই নিজ বাড়ি থেকে সিলেট যাওয়ার পথে কাউকান্দি বাজার থেকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ । তাহিরপুর থানার ওসি মো. দেলেয়োর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪ আগস্টে ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেফতার করা করা হয়েছে। এছাড়া সিলেটের একটি মামলার আসামিও তিনি।ভোরের আকাশ/জাআ
২৪ জুন ২০২৫ ০৬:৫১ পিএম
সাবেক সিইসিকে হেনস্তা : স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ আটক
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় জড়িত সবাইকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আইন লঙ্ঘন করে মব সৃষ্টির এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ইতোমধ্যে সেনাবাহিনীর একটি দল অভিযুক্ত উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়াকে আটক করেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।সোমবার (২৩ জুন) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।মহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত সবাইকে শনাক্ত করা হয়েছে। আইন লঙ্ঘন করে মব সৃষ্টিতে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।তিনি বলেন, সাবেক সিইসি নুরুল হুদাকে আটকের সময় মব সৃষ্টি ও হেনস্তার ঘটনায় রাতেই উত্তরা পশ্চিম থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে রাতেই গ্রেপ্তার নুরুল হুদাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।ডিসি মহিদুল ইসলাম আরও বলেন, সেনাবাহিনীর একটি দল উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়াকে আটক করে থানায় জানিয়েছে। অন্য জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে। অভিযান চলছে।উল্লেখ্য, রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক সিইসি নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়। এদিন স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরিহিত নূরুল হুদাকে আটক করে জুতার মালা পরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।ভোরের আকাশ/এসএইচ