গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৫ ০৭:৩৬ এএম
গোবিন্দগঞ্জে আইন শৃংখলা মিটিং শেষে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আওয়ামীলীগ নেতা ও কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের আইন শৃংখলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভায় যোগ দিয়ে বাবলু চৌধুরী বাড়ী ফেরার পথে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্তর ট্রেজারি অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, কামদিয়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোশাহেদ হোসেন বাবলু চৌধুরী উপজেলা বিএনপির পার্টি অফিস ভাংচুর মামলার সন্দেহ ভাজন আসামি ছিলেন, তাই তাকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
ভোরের আকাশ//হ.র