ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৫ ০৭:৩৭ পিএম
উদ্ধারকৃত গাঁজা।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকাল ৩টায় পুলিশ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, বিজয়নগর থানাধীন ১০নং পাহাড়পুর ইউনিয়নের সহদেবপুর গ্রামের সোহাগ মিয়ার বাড়ীর সামনে আউলিয়া বাজার টু মির্জাপুরগামী পাকা রাস্তার উপর থেকে বুধবার দিবাগত রাত ৩টার দিকে (১৯জুন) মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ১টি সিএনজি চেক পোস্টের কাছাকাছি আসলে থামার সংকেত দিলেও সংকেত অমান্য করে চলে যাওয়ার চেষ্টাকালে সিএনজিকে ধাওয়া করে।
পরে সিএনজিতে থাকা উপজেলার পলাতক আসামী- ১। কাবিল প্রকাশ ছোট্ট মিয়া (২৮), পিতা- আবুল কালাম প্রকাশ কালাম মিয়া, গ্রাম- কামালমুড়া (উত্তর পাড়া), ৮নং ওয়ার্ড, ইউপি- ১০নং পাহাড়পুর ও আসামী ২। মোঃ সাব্বির (২৬), পিতা-এলাহি মিয়া, কামালমুড়া, ইউপি-১০নং পাহাড়পুর ও অজ্ঞাতনামা ১জন সিএনজি চালক ৪২ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি ফেলে রেখে সুকৌশলে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ১টি পুরাতন সিএনজিসহ উক্ত আলামত জব্দ তালিকা মূলে বিধি মোতাবেক জব্দ করা হয়। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থাদি গ্রহণ করা হয়েছে।
এদিকে পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সিঙ্গারবিল বাজারের জনৈক মোবারক মিয়ার কসমেটিক দোকানের সামনে থেকে কামাল উদ্দিন (৩৫) এর কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার কামাল উদ্দিনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায়। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া বিদ্যমান রয়েছে।
ভোরের আকাশ/আজাসা