নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০১ জুন ২০২৫ ০৭:০৩ এএম
গৌরনদীতে ট্রলার ডুবে নারী যাত্রীর মৃত্যু
বরিশালের গৌরনদী উপজেলায় একটি পণ্যবাহী ট্রলার খেয়াঘাটে ভেড়ানোর সময় ডুবে গিয়ে মনি বেগম (৪০) নামের এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে পালরদী নদীর রমজানপুর খেয়াঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনি বেগম বরিশালের মুলাদী উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত আলম সরদারের স্ত্রী।
গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা বিপুল হোসেন জানান, টরকী বন্দরের দিক থেকে পণ্যসহ দুই পুরুষ ও এক নারী যাত্রী নিয়ে ট্রলারটি রমজানপুর খেয়াঘাটে ভিড়ছিল। অতিরিক্ত পণ্য বোঝাইয়ের কারণে ট্রলারটি ভারসাম্য হারিয়ে নদীতে ডুবে যায়।
দুই পুরুষ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মনি বেগম নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে ট্রলার থেকে তার মরদেহ উদ্ধার করে।
ওসি মো. ইউনুস মিয়া জানান, নিহত নারীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ দুর্ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ভোরের আকাশ//হ.র