বিপিটিএ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক নির্বাচিত
মোঃ ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৫ ০৬:০০ পিএম
জাকির হোসেন রানাকে সংবর্ধনা
বরগুনা জেলার আমতলী উপজেলার মোঃ জাকির হোসেন রানা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম -শাহীন পরিষদ) কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত উপ-প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুকুয়া ইউনিয়ন শাখা ও শিক্ষকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।
মঙ্গলবার (১৩ মে) ২০ নং পূর্ব কেওয়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাদিজা বেগমের সভাপতিত্বে ও তাওহিদুল ইসলাম কাশ্মীর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ২নং কুকুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কায়েসুর রহমান ফকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি ইউনাইটেড মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ খালিদ হোসেন খোকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রাজীব কাজী, আমতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এইচ এম কাওসার মাদবর, পটুয়াখালী সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ রতনুজ্জামান তনু, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আমতলী উপজেলা শাখার সহ সভাপতি মোঃ লুৎফুর রহমান, লিয়াকত আলী, আঃ রাজ্জাক প্রমুখ।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুকুয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম, এস এম রাসেল, বায়েজিদ আল আমিনসহ কুকুয়া ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক উপস্থিত ছিলেন।
জাকির হোসেন রানার এ অর্জনে আমতলী উপজেলার শিক্ষক সমাজ, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসীর মাঝে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। শিক্ষক নেতৃত্বে আমতলী সক্রিয় অংশগ্রহণকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মোঃ জাকির হোসেন রানা বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আমাকে নির্বাচিত করায় আমি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মাননীয় সভাপতি মোঃ আবুল কাশেম স্যার এবং সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান শাহীন স্যার ও সিনিয়র নেতৃবৃন্দ ও আমার উপজেলার নেতৃবৃন্দ ও সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের প্রেরণা ও সহযোগিতা আমাকে এ অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে। আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি যেন আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।
উল্লেখ্য মোঃ জাকির হোসেন রানা একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, মাস্টার ট্রেইনার, এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক । যিনি দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০নং পূর্ব কেওয়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। শিক্ষকতার পাশাপাশি পেশাজীবী সংগঠনে সক্রিয় ভূমিকা পালন করছেন।
ভোরের আকাশ/আমর