সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৫ ০৭:১৬ এএম
সাতক্ষীরায় মুক্ত গণমাধ্যম দিবস পালিত
তথ্য হোক সত্য, গণমাধ্যম চাই মুক্ত-প্রতিপাদ্যে সাতক্ষীরায় মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সকালে বর্ণাঢ্য র্যালি শেষে ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহার সভাপতিত্বে সাতক্ষীরা লেকভিউ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রোকনুজ্জামান।
ভূমিজ ফাউন্ডেশন এর আয়োজনে বিটনিক এবং এ্যাকশন এইড বাংলাদেশের সহায়তায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, চ্যানেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সিএসও হাব এর সভাপতি আনিছুর রহমানসহ অনেকে। সভা সঞ্চালনায় ছিলেন ভূমিজ ফাউন্ডেশনের সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী কে অঞ্জন কুমার।
আলোচনায় বক্তারা স্বচ্ছ ও মুক্ত গণমাধ্যম দাবি করেন।
ভোরের আকাশ/আমর